আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করেছেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবেন। কিন্তু ক্ষমতা গ্রহণের আগেই দেশটিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে দিয়েছে তাঁর দল। ইতিমধ্যে লুলার গঠন করা ক্ষমতা পালাবদলের বিষয়টি বুঝে নেওয়ার দায়িত্বে থাকা দলের পক্ষ থেকে পেরিসো আরিদা ও আন্দ্রে লারা রেসেন্ডে নামের দুই অর্থনীতিবিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দুজন নব্বইয়ের দশকে ব্রাজিলের অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। লুলার পরিকল্পনার সঙ্গে যুক্ত দুটি সূত্র গত শনিবার এ কথা জানিয়েছে। নাম প্রকাশ না করে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, অর্থনীতিবিদ পেরিসো আরিদা ও আন্দ্রে লারা রেসেন্ডের পাশাপাশি গুইহার্মি মেলো নামের আরেক অর্থনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে লুলার বামপন্থী পারসিউ আবরামো থিঙ্কট্যাংকের অর্থনৈতিক প্রস্তাবের খসড়া তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন গুইহার্মি। এই তিন অর্থনীতিবিদের নাম প্রথম সামনে আনে ব্রাজিলের ও এস্তাদো দা সাও পাওলো নামের পত্রিকা। সূত্র: প্রথম আলো

ইমরান-সেনা বিরোধ বেড়েছে আরও

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের প্রতি অসম্মানজনক কোনো বক্তব্য বা কর্মকান্ডের জন্য একজন আইনপ্রণেতা বা সংসদ সদস্যকে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। ইমরানের বিরুদ্ধে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে, তার ওপর ভিত্তি করে ক্ষমতাসীন সরকার সংবিধান অনুযায়ী এ পদক্ষেপ নিতেই পারে। অনেক আইন বিশেষজ্ঞের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরাও এমনটিই মনে করছেন। সম্প্রতি ইমরান খানের ওপর হামলার দায় তিনি সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মেজর জেনারেলের বিরুদ্ধে চাপান।
আর ওই ঘটনা একই সঙ্গে সেনাবাহিনী এবং ইমরানের দলের মধ্যেও উত্তেজনা নতুন করে বৃদ্ধি করেছে। গত বৃহস্পতিবার লংমার্চে ইমরান খানের ওপর গুলির ঘটনায় তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও আইএসআইয়ের একজন মেজর জেনারেলকে দায়ী করেছেন। সেনা কর্মকর্তাকে জড়িয়ে ইমরানের এ অভিযোগের কারণে তার মামলা গতকালও নিবন্ধিত হয়নি। সেনাবাহিনীর তরফ থেকে সেনা কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের কড়া সমালোচনা করেছে শনিবার। এতে পিটিআই প্রশ্ন তুলেছে, সেনাবাহিনীর কোনো সদস্য যদি কখনো কোনো অন্যায় না করে থাকে, তাহলে কেন কোর্ট মার্শাল করা হয়। সূত্র: বিডি প্রতিদিন।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের জোর প্রচারণা
এক দিনেই মাঠে তিন নেতা
আগামীকাল মঙ্গলবার ভোটগ্রহণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে মরিয়া ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই দলই। প্রচারণার শেষ দিকে এসে অন্যতম দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় জোর দেয় দল দুটি।এ অঙ্গরাজ্যে একই দিনে নির্বাচনী সমাবেশ করেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। গত শনিবার দুই সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট দিয়ে গেছেন একই বার্তা ‘ভোট দিন’।আগামীকাল মঙ্গলবারের এই নির্বাচন কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে। নির্বাচনে প্রতিনিধি পরিষদ তথা নিম্নকক্ষের সব (৪৩৫টি) আসন এবং সিনেট বা উচ্চকক্ষের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রতি দুই বছর পর পর নিম্নকক্ষের আসনগুলোতে নির্বাচন হয়। এই ভোট প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতাকালের ঠিক মাঝামাঝি সময়ে পড়লে তাকে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। সূত্র: কালের কণ্ঠ

Nagad

ইমরান খানের ওপর হামলা
সেনা কর্মকর্তার নাম বাদ না দেওয়ায় ঝুলছে মামলা

লংমার্চে গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের নিয়ে জটিলতায় রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। অভিযোগপত্র থেকে এক মেজর জেনারেলের নাম বাদ না দেওয়ায় মামলা নথিভুক্ত হচ্ছে না। যদিও ওই সেনা কর্মকর্তার নাম বাদ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইমরান খান। আগাম নির্বাচনের দাবিতে লংমার্চে গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে এক সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় তিনিসহ দলের অন্তত ১৪ জন আহত হন। মৃত্যু হয়েছে এক কর্মীর। এখন পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন হামলাকারীকে। খবর ডনের।ইমরান খানের অভিযোগ, হত্যাচেষ্টায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জড়িত। বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে তাঁর বাহিনীতে থাকা ‘কুলাঙ্গারদের’ জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সূত্র: সমকাল

মস্কোর সঙ্গে সমঝোতা
ইউক্রেনকে গোপনে পরামর্শ দিচ্ছে বাইডেন প্রশাসন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর আট মাস পেরিয়েছে। এ যুদ্ধের রেশ হিসেবে বিশ্বজুড়ে বেড়েছে ভোগ্যপণ্য ও জ্বালানির দাম। বিশ্বের প্রতিটি দেশই কোনো না কোনোভাবে প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যকার সহিংস পরিস্থিতির কারণে সমস্যা মোকাবেলা করছে। বিশ্ববাসী মনে করছে, এখন যুদ্ধের অবসান হওয়া উচিত। এ পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, রাশিয়া যুদ্ধকে দীর্ঘায়িত করছে। তারা শান্তি আলোচনায় অংশ নেয়ার বিষয়ে সত্যিকার অর্থে আগ্রহী নয়। ওয়াশিংটন পোস্টের এক খবরের বরাত দিয়ে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে আলোচনার টেবিলে বসানো মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য নয়। কিন্তু তারা এটা নিশ্চিত করতে চান যে কিয়েভ অন্য দেশগুলো থেকে যথাযথ সহায়তা পাবে। পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়, বিষয়টি ইউক্রেনের বিষয়ে বাইডেন প্রশাসনের জটিল অবস্থানের দিকটিই তুলে ধরেছে। কারণ মার্কিন কর্মকর্তারা শুরু থেকে বলে আসছিলেন, যতদিন প্রয়োজন কিয়েভকে সহায়তা দেয়া হবে। তারা এটাও ধারণা করেছিলেন যে আট মাসের মধ্যে সংঘাতের সমাপ্তি টানা সম্ভব হবে। কিন্তু যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতির ওপর বড় ধরনের অভিঘাতের পাশাপাশি পারমাণবিক যুদ্ধের আতঙ্কও বাড়িয়ে দিয়েছে।

লটারি জেতাই যখন প্রায় কাল হয়ে দাঁড়াল এক ট্যাক্সিচালকের জন্য

মানব জীবন বড়ই অনিশ্চিত। কখন কী ঘটে তার নিশ্চয়তা নেই। এই যেমন ভারতের অনুপ নামের এক ট্যাক্সিচালক লটারি জিতে রীতিমত অসংখ্য খবরের শিরোনাম হয়েছেন, অথচ এর আগে স্বজন ও বন্ধুবান্ধবের বাইরে তাকে কেউই চিনত না। স্বভাবতই ধরে নেওয়া যায় লটারি জেতা ব্যক্তির জীবনে আসবে স্বাচ্ছন্দ্য এবং স্বচ্ছলতা। কিন্তু ঠিক উল্টোটা ঘটেছে অনুপের বেলায়। অনেক ঝামেলা পোহানোয় শ্রান্ত হয়ে লটারি জিতে অনুশোচনা করতেও বাধ্য হয়েছেন তিনি। খবর বিবিসির। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার বাসিন্দা অনুপ। সেপ্টেম্বরের ১৮ তারিখে একটি সরকারি লটারি জিতে তিনি পেয়ে যান ২৫ কোটি রুপি, যা আজ পর্যন্ত সরকারি লটারিতে দেওয়া সর্বোচ্চ পরিমাণ অর্থ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিশাল লটারি জিতে যেভাবে হয়রানি আর বিড়ম্বনার শিকার অটোচালক

“আমি দোকানে গিয়েছি আমার ছেলের জন্য একটা ব্যাগ কিনতে। দোকানি বলল খুচরাটা আর ফেরত দেবে না। কারণ আমি তো এখন অনেক ধনী- আমার পয়সার দরকার নেই!” এটাই প্রথমবার নয়- বলছিলেন দক্ষিণ ভারতের কেরালার বাসিন্দা অনুপ বি (পুরো নাম দেয়া হল না)। তিনি বলছেন, দোকান-বাজারে এখন হরহামেশা তাকে একই সমস্যার মুখে পড়তে হচ্ছে।দু মাস আগে সরকারি লটারিতে প্রথম প্রাইজ পেয়ে কপাল খুলে যাবার পর ৩২ বছর বয়স্ক অনুপের জীবন সব দিক দিয়ে এমনভাবে বদলে গেছে যা ছিল তার চিন্তার বাইরে। এখন তিনি বাড়ির বাইরে বেরুতে পারছেন না। বেরুলেই লোকজন তাকে চিনে ফেলছে। বহু বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তার ওপর ক্ষুব্ধ। যার সাথেই দেখা হয়, প্রায় প্রত্যেকেই তার কাছে টাকা চায়।“একসময় যারা আমাদের ঘনিষ্ঠ ছিলেন, তাদের অনেকেই আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন,” বলছিলেন অনুপ। সূত্র: বিবিসি বাংলা।

মিয়ানমারের ৪ নাগরিকের লাশ বছরের পর বছর মর্গে

নাগরিকত্ব যাচাই জটিলতায় মিয়ানমারের দূতাবাস মৃতদেহ গ্রহণ না করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের হিমঘরে প্রায় দশক ধরে পড়ে আছে দেশটির চার নাগরিকের লাশ। এসব মৃতদেহ সংরক্ষণের বিল জমেছে প্রায় দুই কোটি টাকা। বিল পরিশোধ জটিলতায় লাশগুলো সৎকারের ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার।চার ব্যক্তির মধ্যে তিনজন মুসলমান, একজন বৌদ্ধ সম্প্রদায়ের। তাদের মধ্যে কালা হোসেনের লাশ ২০১২ সালের ১২ জুন, মো. তৈয়বের লাশ একই বছরের ১৭ জুন থেকে মর্গে রাখা হয়েছে।এছাড়া সহিমাং থো নামে এক জনের লাশ ২০১৪ সালের ২৩ মে এবং হাফেজ সিরাজ নামে অন্য ব্যক্তির লাশ ২০১৭ সালের ১৪ মে থেকে রয়েছে। সূত্র: বিডি নিউজ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইমরান খান

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। দেশটির স্থানীয় সময় বিকেলে লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।জিও এবং ডন জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে কড়া নিরাপত্তা বলয়ের মাধ্যমে জামান পার্কে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখন লাহোরের সেই বাড়িতেই তিনি অবস্থান করছেন। ইমরান বাড়ি ফেরার আগে তার ওপর হামলার বিষয়ে মন্তব্য করেন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি পিটিআই প্রধানের ওপর হামলার বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, এটি আসলে একটি অভিনয়।মাওলানা ফজলুর রহমান ইমরানের ইনজুরি নিয়ে বিভ্রান্তিকতে ভুগছেন বলে জানান। তিনি বলেন, ইমরান একটি গুলি খেয়েছেন নাকি দুটির বেশি। এক পায়ে নাদি দুটোতেই? তিনি আবার আশ্চর্যজনকভাবে কাছের কোনো হাসপাতালে না গিয়ে লাহোরে গিয়েছিলেন! সূত্র: বাংলানিউজ