কাতারের ফুটবল বিশ্বকাপ: দল ঘোষণা ব্রাজিলের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। সেই হিসাব করলে, শুরু হতে বাকি মাত্র দুই সপ্তাহ। এ উপলক্ষ্যে ইতোমধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। সে লক্ষ্যেই এবার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল। খবর বিবিসির।

সোমবার (৭ নভেম্বর) দলের বিষয়ে এই ঘোষণা দেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল।

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন কৌতিনহো। তবে বিশ্বকাপের এই দলে আছেন দুই অভিজ্ঞ ফুটবলার দানি আলভেস ও গ্যাব্রিয়েল জেসুস। গত সেপ্টেম্বরের দু’টি প্রীতি ম্যাচের দলে ছিলেন না তারা। তবে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি লিভারপুপের ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো।

বিশ্ব আসরে অভিজ্ঞ দুই খেলোয়াড়ের ওপর ভরসা রেখেছেন ব্রাজিলের কোচ তিতে।

২৬ সদস্যের ব্রাজিল দল-

গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভেরতন।

Nagad

ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, ব্রেমের, থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাও।

মিডফিল্ডার: ফাবিনিও, ফ্রেদ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, এভারতন রিভেইরো, কাসেমিরো।

ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া, আন্তনি, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।