ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের অনুমতি পেলো বিএনপি

ফরিদপুর সংবাদদাতা:ফরিদপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের জন্য আগামী ১২ নভেম্বর বিএনপিকে শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্র থেকে জানা গেছে, ফরিদপুরের বিভাগীয় সমাবেশের জন্য বিএনপির পক্ষ থেকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠসহ বিকল্প আরও তিনটি স্থান চাওয়া হয়েছিল। এর মধ্যে কোমরপুরের স্কুল মাঠ ছিল না।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা জানান, দলীয় ফোরামে মিটিং করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, এই সরকার বিএনপির মানুষ দেখে ভয় পায়। আর এ কারণে তারা বড় মাঠ দিতে ভয় পাচ্ছে। সরকার বিএনপির জনসভা করতে ছোট মাঠ দিতে চাচ্ছে। আমরা সরকারের কাছে আশা করব জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তারা সরকারি রাজেন্দ্র কলেজের মাঠটি বিএনপিকে জনসভা করার জন্য বরাদ্দ দেবে।

এ সময় সম্ভাব্য সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Nagad