আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

অর্থনীতির সংকট গভীর ও দীর্ঘ হচ্ছে
বিশ্ব অর্থনীতি নিয়ে ভালো কোনো পূর্বাভাস নেই।দেশের মধ্যেও সূচকগুলো আরও দুর্বল হচ্ছে।

অর্থনৈতিক সংকট কেটে যাওয়ার কোনো লক্ষণ নেই। বরং তা আরও গভীর ও দীর্ঘ হচ্ছে। অর্থনীতির অনেকগুলো সূচকই আরও দুর্বল হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ–সংকট আরও বেড়েছে। খাদ্য–সংকটের আশঙ্কা বাংলাদেশসহ বিশ্বজুড়েই। প্রধানমন্ত্রীও দুর্ভিক্ষের কথা বলছেন। চলতি বছরে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে ১১ বিলিয়ন ডলার বা ১ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি। রপ্তানি ও প্রবাসী আয়ের গতি কমেছে। বৈদেশিক মুদ্রা আয় কম বলে লেনদেনের ঘাটতি এখন রেকর্ড পরিমাণ।সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা এখন মূল্যস্ফীতি। এতে জীবনযাপনের খরচ বেড়ে গেছে, কমেছে প্রকৃত আয়। উদ্যোক্তাদের জন্য বড় সমস্যা বিদ্যুৎ ও জ্বালানিসংকট। উৎপাদন কম হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এখনো হিমশিম খাচ্ছে ডলার নিয়ে। সরকারের আয়ও কম। ফলে ভর্তুকির বরাদ্দও বাড়াতে পারছে না। সূত্র: প্রথম আলো

অকৃতকার্য হয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন ৭১ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েও এবার ৭১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সংরক্ষিত পোষ্য (ওয়ার্ড) কোটা, খেলোয়াড় কোটা ও বিশেষ বিবেচনায় তাঁদের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। গত রবিবার বিকেলে ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় বিশেষ বিবেচনায় চারজনকে ভর্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার আসনসংখ্যা চারটি বাড়ানো হয়েছে।ভর্তি পরীক্ষা কমিটির একাধিক সদস্য গতকাল সোমবার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
অকৃতকার্য হওয়া সত্ত্বেও এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় অন্তত ৭০ জন ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে অন্তত ৪৫ জন ভর্তির সুযোগ পান। প্রতিবছরই এভাবে কোটা সুবিধায় অকৃতকার্য শিক্ষার্থীরা ভর্তি হওয়ায় মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।এদিকে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের আইনে ভর্তি বিষয়ে কোটাসংক্রান্ত সুবিধার কথা সুস্পষ্টভাবে উল্লেখ নেই। তবে কমিটিকে ক্ষমতা দিয়ে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি কার্যক্রম আইনের ৪৬ ধারা অনুযায়ী ভর্তি কমিটি নির্ধারিত কার্যপ্রণালী মেনেই তৈরি করা হবে। এ ধারাকে কাজে লাগিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি চালু করা হয়। সূত্র: কালের কণ্ঠ

আইএমএফ’র প্রস্তাবে অর্থনীতিবিদদের অভিমত
অনেক শর্তই দেশের বাস্তবতাবিবর্জিত
তথ্য জানানো শেষ এখন শর্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা

ঋণ পেতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সব শর্ত মানার পক্ষে নন দেশের শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদরা। তারা বলেছেন, আইএমএফ সংস্কারের যেসব শর্ত দিয়েছে সেগুলো দেশের অর্থনীতিবিদ, গবেষণা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই দিয়ে আসছে। এগুলো বাস্তবায়নের প্রয়োজন আছে। কিন্তু সরকার বাস্তবায়ন করছে না। এখন আইএমএফ ঋণ পেতে শর্ত মানার একটা চাপ তৈরি করেছে। ভর্তুকি প্রত্যাহার ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আইএমএফ যেসব শর্ত দিচ্ছে এগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মেলে না।অর্থনীতিবিদদের আরও অভিমত-বর্তমান সংকট মোকাবিলায় আইএমএফের ঋণের প্রয়োজন রয়েছে। এখন দরকষাকষি করে যেটুকুর মধ্যে সমঝোতা করা যায় সেদিকেই নজর দিতে হবে।বৈশ্বিক সংকট ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। আইএমএফে বাংলাদেশের কোটা অনুযায়ী ৫৫০ কোটি ডলার ঋণ পাওয়ার সক্ষমতা রাখে। তবে সরকার চেয়েছে কম। ওই ঋণের ব্যাপারে আলোচনা করতে আইএমএফের একটি মিশন বর্তমানে বাংলাদেশ সফর করছে। গত ২৬ জানুয়ারি থেকে তারা সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করে অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে জানছে। সূত্র; যুগান্তর

Nagad


এইচএসসির বিতর্কিত প্রশ্ন প্রণয়নকারী ও মডারেটরদের চিহ্নিত

চলতি এইচএসসি পরীক্ষার ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের একটি প্রশ্ন নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। পরীক্ষার প্রশ্নে এ ধরনের বিষয় তুলে ধরায় সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকে। সেই প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটরদের চিহ্নিত করা হয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্তরা হলেন- প্রশ্নপত্র প্রণেতা ঝিনাইদহের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল, প্রশ্নপত্রের মডারেটর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজুদ্দিন শাওন, সাতক্ষীরা সহকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম
সূত্র: সমকাল

সিলেটে কামাল হত্যাকাণ্ডে বিএনপি-আ’লীগ মুখোমুখি
বিএনপি নেতা খুনের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ, ভাঙচুর

সিলেট নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। হত্যার জন্য পরস্পরকে দায়ী করা হচ্ছে। বিএনপি বেশি বাড়াবাড়ি করলে ১৯ নভেম্বরের সমাবেশ করতে দেওয়া হবে না বলেও আওয়ামী লীগ হুমকি দিয়েছে। খুনের পেছনে একাধিক কারণ চিহ্নিত করে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে আর্থিক লেনদেনের কারণে বিরোধ সৃষ্টির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
আ ফ ম কামাল লাহিন এয়ার ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক বিদেশ পাঠানো নিয়ে সম্প্রতি বিরোধে জড়িয়ে পড়েছিলেন। লামাকাজী এলাকার আজিজুর রহমান সম্রাট নামের এক ব্যক্তির ৩ লাখ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কামালের সঙ্গে মারামারি হয়। এতে সম্রাটের পক্ষে ছাত্রলীগের কিছু নেতাকর্মী অবস্থান নেন। মারধরের ঘটনায় গত ২১ অক্টোবর সম্রাট বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। সেই মামলার ৪ নম্বর আসামি ছিলেন কামাল। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির একটি অংশের সঙ্গে কামালের দ্বন্দ্বের বিষয়েও গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশসহ বিভিন্ন সংস্থা। রোববার রাত সাড়ে ৮টার দিকে আম্বরখানা বড় বাজার এলাকায় নিজ প্রাইভেটকারে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ও সিলেট ল কলেজের সাবেক জিএস আ ফ ম কামালকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা প্রথমে সেখানে কী ঘটছে বুঝতে পারেননি। সূত্র: সমকাল

দেশে চালের পাইকারি দাম ভারতের চেয়ে ৭০ শতাংশ বেশি

গত কয়েক বছরে দেশে চালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থনীতির সার্বিক মূল্যস্ফীতিতেও বড় ভূমিকা রাখছে চালের বাজার পরিস্থিতি। খাদ্যপণ্যটি উৎপাদনকারী দেশের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে হলেও বাংলাদেশে চালের দাম এশিয়ার উৎপাদনকারী অন্য দেশগুলোর চেয়ে অনেক বেশি। পাইকারি পর্যায়ে এমনকি প্রতিবেশী ভারতের চেয়েও বাংলাদেশে চালের দাম অন্তত ৭০ শতাংশ বেশি বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এক বাজার পর্যবেক্ষণে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। ডলারের বিপরীতে টাকা ও রুপির বিনিময় হারে অসম পরিবর্তনসহ নানা কারণে বর্তমানে এ পার্থক্য কিছুটা কমতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।এফএও ও খাদ্যের বাজার নিয়ন্ত্রণসংশ্লিষ্ট দেশের বিভিন্ন সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এ বাজার পর্যবেক্ষণ প্রকাশ করা হয়। আগস্টের ওই পর্যবেক্ষণে উঠে আসা তথ্য অনুযায়ী, দেশের বাজারে চালের পাইকারি দাম প্রতি টন ৫৭০ ডলার। প্রতিবেশী ভারতে তা ৩৩৫ ডলার। আমদানিনির্ভর হওয়ায় বিভিন্ন সময়েই চালের বাজার ঊর্ধ্বমুখিতার জন্য প্রতিবেশী ভারতের বাজার অস্থিতিশীলতাকে দায়ী করা হয়েছে। বর্তমানে চালের মজুদ বাড়াতে আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্কও কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে। কিন্তু ইউএসডিএর হিসাব বলছে, ২৫ শতাংশ শুল্ক যুক্ত করার পরও ভারত থেকে বাংলাদেশে প্রতি টন চালের আমদানি মূল্য দাঁড়ায় ৪১৯ ডলারে, যা বাংলাদেশের স্থানীয় বাজারের মূল্যের চেয়ে অনেক কম। সূত্র; বণিক বার্তা।

বিএনপি ছাত্রলীগ পুলিশ সংঘর্ষ
কিশোরগঞ্জে আহত ২৯, ঝিনাইদহে ধাওয়া-পাল্টা ধাওয়া মহড়া, মাদারীপুরে হামলায় আহত ১০

বিএনপি গতকাল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করতে গেলে কিশোরগঞ্জ, ঝিনাইদহ ও মাদারীপুরে ছাত্রলীগের হামলার মুখে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২৯ জন আহত হন। ঝিনাইদহে র‌্যালি করা নিয়ে বিএনপির সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বেশ কিছু স্থানে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া মাদারীপুরে ছাত্রলীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটকও করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সূত্র; বিডি প্রতিদিন

প্রথমবারের মতো ল্যাবে তৈরি কৃত্রিম রক্ত দেওয়া হলো মানবশরীরে

বিশ্বে প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত মানবদেহে প্রবেশ করানো হয়েছে। যুক্তরাজ্যের একদল গবেষক প্রথম ক্লিনিকাল ট্রায়ালে দুইজন স্বেচ্ছাসেবকের শরীরে কৃত্রিম রক্ত প্রবেশ করান। সোমবার (৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে খুবই অল্প পরিমাণ, দুই চা-চামচের মতো রক্ত দেওয়া হয়েছে সেচ্ছাসেবকদের দেহে; এটি কীভাবে কাজ করে সেটিই এখন পর্যবেক্ষণ করবেন গবেষকরা।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ব্লাড অ্যান্ড ট্রান্সফিউশন বিভাগে ব্রিস্টল, ক্যামব্রিজ ও লন্ডনের গবেষক দল কৃত্রিম রক্ত তৈরি ও মানবজাতির স্বার্থে তা কীভাবে ব্যবহার করা যায়, এ নিয়ে কাজ করছেন। মানবশরীরের ফুসফুস থেকে যেসব লোহিত রক্ত কণিকা শরীরে অক্সিজেন সরবরাহ করে, তা-ই এ গবেষণার অংশ। পরবর্তীতে অন্তত আরও ১০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে এই প্রক্রিয়া পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। তাদের আশা, রক্ত গ্রহণকারীদের বয়স ভেদে স্ট্যান্ডার্ড রক্ত কণিকার চেয়ে কৃত্রিম উপায়ে তৈরি এই রক্ত কণিকাগুলো দীর্ঘস্থায়ী হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রত্যাশা পূরণে ব্যর্থ জয়-লেখক!

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ ঘোষিত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বহু কাঙ্ক্ষিত এ সম্মেলন। সম্মেলন ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিলেও ‘ভারপ্রাপ্ত’ থেকে ‘ভারমুক্ত’ হওয়া আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অনেকে বলছেন, ছাত্রলীগের যে ইতিহাস ও ঐতিহ্য, সেটি ধারণ করতে পারেননি জয়-লেখক! ২০১৮ সালে অনুষ্ঠিত ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক হন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। ধারাবাহিক বিতর্কিত কর্মকাণ্ড, অভিযোগ ও সমালোচনার মুখে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাদের। সংগঠনের শৃঙ্খলা ফেরাতে এবং বিতর্কমুক্ত করতে ‘ভারপ্রাপ্ত’ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুই শীর্ষ নেতাকে ‘ভারমুক্ত’ করে পূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সুত্র; ঢাকা পোস্ট

ডেঙ্গুর শক সিনড্রোম ও হেমারেজিক কী, কেন হয়?

বাংলাদেশে নভেম্বরে মাসে এসেও ব্যাপকভাবে ডেঙ্গু সংক্রমণ দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিন এক হাজারের মতো। এই চিত্র গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে।এবছরে ডেঙ্গুতে যত মানুষ মারা গেছেন তা অন্য যেকোনো বছরের তুলনায় বেশি। বেশিরভাগের মৃত্যু হয়েছে অক্টোবর মাসে। শক সিনড্রোম ও হেমারেজিক অবস্থা ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ। শক সিনড্রোম-ঢাকায় ডেঙ্গু রোগীদের একটি বড় অংশের চিকিৎসা দিচ্ছে মুগদা জেনারেল হাসপাতাল। সেখানকার পরিচালক নিয়াতুজ্জামান বলছেন, ডেঙ্গু জ্বর সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে সেরে যায়।ডেঙ্গুর চারটি ধরন রয়েছে। যারা আগে একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং দ্বিতীয়বার এই চারটি ধরনের অন্য আর একটি দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের ঝুঁকি অনেক বেশি।তারাই মূলত শক সিন্ড্রোমে চলে যান বেশি। সূত্র: বিবিসি বাংলা ।

নাকফুল-গরিব পার্টি-মুসকিল লীগ
‘হাস্যকর’ নামকরণ নিয়ে দলের নেতাদের ব্যাখ্যা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে মোট ৯৩টি দল। এর মধ্যে কিছু দলের নাম নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। নামগুলো নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে, ছড়াচ্ছে হাস্যরস। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য- বাংলাদেশ ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, বেকার সমাজ, নৈতিক সমাজ, বৈরাবরী ও নাকফুল। এসব দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে জাগো নিউজ। নেতারা নামকরণের ব্যাখ্যাও দিয়েছেন। আবার কয়েকজনের বক্তব্য ছিল কিছুটা ‘অসংলগ্ন’।বাংলাদেশ ইত্যাদি পার্টি- দলটির সভাপতি মো. হাবিবুর রহমান ইত্যাদি সাগর। দলের এমন নামকরণ বিষয়ে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি আগামীতে প্রধানমন্ত্রী হবো। এজন্য কাজ করে যাচ্ছি। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র আমাকে প্রধানমন্ত্রী হতে দিচ্ছে না। কারণ যখনই আমি নির্বাচনে অংশ নিতে চাই তখনই আমাকে আটকে রাখা হয়। আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। হামলা চালানো হয়। কেউ চায় না আমি প্রধানমন্ত্রী হই। ইত্যাদি পার্টি মানে আমি অনেকগুলো পার্টি বুঝিয়েছি। এজন্য এ নাম দিয়েছি।’ সূত্র: জাগো নিউজ