আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

বিইউএইচএসের গবেষণা
সড়কে কর্মরতদের ২৫% কানে কম শোনেন

উচ্চমাত্রার শব্দদূষণ দেশের সিটি করপোরেশন এলাকাগুলোর সড়ক ও আশপাশের দোকানে কর্মরত মানুষের শ্রবণ সমস্যা বাড়িয়ে দিচ্ছে। সড়কে কর্মরত বিভিন্ন পেশার মানুষের প্রতি চারজনে একজন (২৫ শতাংশ) কানে কম শোনেন। ৭ শতাংশ মানুষ কানে এতটাই কম শোনেন যে তাঁদের শ্রবণসহায়ক যন্ত্র (হিয়ারিং এইড) ব্যবহার করা জরুরি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর দারুস সালামে বিইউএইচএসের ইব্রাহিম মিলনায়তনে এক অনুষ্ঠানে শব্দদূষণ এবং এ কারণে সড়কে কর্মরত ব্যক্তিদের শ্রবণ সমস্যা নিয়ে গবেষণাটি প্রকাশ করা হয়।দেশের পাঁচটি সিটি করপোরেশন—ঢাকা উত্তর ও দক্ষিণ, রাজশাহী, কুমিল্লা এবং সিলেট এলাকায় শব্দদূষণের মাত্রা পরিমাপ করা হয় এই গবেষণায়। সবই সিটি করপোরেশন এলাকায় সড়কে কর্মরত ৬৪৭ পেশাজীবীর শ্রবণশক্তি পরিমাপ করে শ্রবণ সমস্যার চিত্র তুলে ধরা হয়। পরীক্ষার আওতায় আসা পেশাজীবীদের গড় বয়স ছিল ৩৮ বছর। তাঁরা সপ্তাহের ৬ দিন দৈনিক গড়ে ১১ ঘণ্টা সড়কে কাজ করেন। সূত্র: প্রথম আলো

বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
মাথা বুকে আঘাত করে ফারদিনকে হত্যা
প্রেমঘটিত বিষয় ঘিরে প্রাথমিক তদন্ত বান্ধবীসহ দুজন আটক * বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের লাশ উদ্ধারের ঘটনায় প্রেমঘটিত বিষয়কে ঘিরে প্রাথমিক তদন্ত চালাচ্ছে পুলিশ। তার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, তার মাথা ও বুকে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে নিশ্চিত হওয়া গেছে এটি হত্যাকাণ্ড।মেধাবী এ শিক্ষার্থীর স্বজন ও সহপাঠীরাও একই দাবি করেছেন। মঙ্গলবার ফারদিন হত্যার বিচার দাবিতে বুয়েটে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। জানা যায়, ৪ নভেম্বর ফারদিন নিখোঁজ হওয়ার পর ৫ নভেম্বর রামপুরা থানায় জিডি হয়। বুয়েটের শিক্ষার্থী হওয়ায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করে। কিন্তু সোমবার নারায়ণগঞ্জ থেকে ফারদিনের লাশ উদ্ধারের পর পুলিশের তৎপরতা কমে যায়। শুরু হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাবের তৎপরতা। এরই মধ্যে ফারদিনের বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী বুশরা ও তার আরেক বন্ধু শীর্ষ সংশপ্তকে আটক করেছে ডিবি। এছাড়া ফারদিনের স্বজনসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। এরই অংশ হিসাবে ফারদিনের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাবুকেও র‌্যাব কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছে। সূত্র; যুগান্তর

ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন
ডিসি পদে বড় পরিবর্তন শিগগিরই, প্রথম দফায় ঢাকা খুলনা রংপুর ময়মনসিংহ কুমিল্লা ফরিদপুরসহ ১৫-২০ জেলায় নতুন মুখ, তালিকার অধিকাংশই মন্ত্রী-প্রতিমন্ত্রী সচিবদের পিএস ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত

প্রশাসনে বড় পরিবর্তন আনা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে মাঠপ্রশাসনসহ কেন্দ্রীয় প্রশাসন। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভাগের সচিব পদে পরিবর্তন আনা হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও রদবদল আনা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ ডিসি পদে বড় ধরনের পরিবর্তন করা হচ্ছে। প্রথম দফায় ঢাকা, খুলনা, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুরসহ কমবেশি ১৫ থেকে ২০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। আর এসব পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারাই আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তা মাথায় রেখে চুলচেরা বিশ্লেষণ করে ক্ষমতাসীন দলের প্রতি ‘কমিটেড’ কর্মকর্তাদেরই এসব পদে বদলি-পদায়ন করা হবে। এ প্রক্রিয়ায় যাতে বিএনপি-জামায়াত সমর্থিত কোনো কর্মকর্তা নিয়োগ না পান সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। ২ নভেম্বর উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সূত্র; বিডি প্রতিদিন।

Nagad

মূল্যস্ফীতি কিছুটা কমার খবর দিল সরকার

আগের মাসের ৯.১০ শতাংশ থেকে কমে অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮.৯১ শতাংশ হয়েছে বলে জানিয়েছে সরকার। খাদ্যে মূল্যস্ফীতি কমাই এই ইতিবাচক পরিবর্তনের বড় কারণ।গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সার্বিক মূল্যস্ফীতি কমার তথ্য দেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে (৯.১৩ থেকে ৯.৫৮ শতাংশ)।তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৯.০৮ শতাংশ হয়েছে। এটা আগের মাসে ছিল ৮.৫০ শতাংশ।গতকাল রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভাপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনাবাদি জমিতে চাষের ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র; কালের কণ্ঠ

আটা, চিনি ও তেলের সরবরাহে টান
খোলা আটার কেজি ৬৫ টাকা

বোতলজাত সয়াবিন তেল। কোথাও তেল পাওয়া গেলেও আটা নেই। আবার কোথাও আটা পাওয়া গেলে পাওয়া যাচ্ছে না চিনি। সরবরাহ সংকটের পাশাপাশি দামও বেশি পণ্য তিনটির। কিছুদিন আগে চিনি ও সয়াবিন তেলের দাম বেড়েছে। নতুন করে বেড়েছে আটার দাম। গতকাল মঙ্গলবার পাড়া-মহল্লার দোকান এবং কয়েকটি বাজারে এমন চিত্র দেখা গেছে। পাড়া-মহল্লার দোকানে প্যাকেটজাত আটার সরবরাহ কিছুটা কম দেখা গেছে। এক সপ্তাহ আগে খুচরা ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে যেসব আটা ও ময়দা সংগ্রহ করেছেন, সেগুলোই বিক্রি করছেন দোকানিরা। তাঁরা বলছেন, বেশিরভাগ কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। কিছু জায়গায় খোলা আটা পাওয়া যাচ্ছে, কিন্তু দাম বেশি। প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। দুই দফায় দাম বাড়ানোর পরও বেশিরভাগ জায়গায় পাওয়া যাচ্ছে না প্যাকেটজাত চিনি। কিছু জায়গায় খোলা চিনি পাওয়া যাচ্ছে। বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। সূত্র: সমকাল

জ্বালানির উচ্চমূল্য সত্ত্বেও লোকসানে নেই পদ্মা অয়েল

জ্বালানির উচ্চমূল্য ও এর ধারাবাহিকতায় লাগামহীন হয়ে ওঠা মূল্যস্ফীতি দেশে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়িয়েছে। গত প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বড় ধরনের আর্থিক চাপ সামলাতে হয়েছে সরকারি-বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানকেই। যদিও এ সময় বেশ ভালো ব্যবসা করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল। মূলত পেট্রোলিয়াম পণ্য আহরণ, সংরক্ষণ ও কমিশনভিত্তিক বিপণনের মাধ্যমে ব্যবসা করে পদ্মা অয়েল। পেট্রোলিয়াম পণ্যের ব্যবসা থেকে কমিশন আয়ের পাশাপাশি কৃষি খাতে ব্যবহূত রাসায়নিক বিক্রি থেকেও কিছু আয় হয় কোম্পানিটির। আগের হিসাব বছরের (জুলাই-জুন) প্রথম প্রান্তিকে লোকসানে থাকলেও এবার মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। পেট্রোলিয়াম পণ্যের বিতরণ বাড়ার পাশাপাশি জ্বালানি তেলের উচ্চমূল্য কোম্পানিটির মুনাফা অর্জনে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র; বণিক বার্তা।

ঋণ ইস্যুতে আইএমএফের যত প্রশ্ন

ঋণ নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধি দল ঢাকায় আসার পর, এখন পর্যন্ত দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার জন্য সরকারি অফিসগুলো পরিদর্শনের পাশাপাশি সরকারি পর্যায়ে একাধিক বৈঠক করেছে। বৈশ্বিক অর্থ লগ্নিকারী সংস্থাটি এলডিসি গ্র্যাজুয়েশনে বাংলাদেশের প্রস্তুতি, সরকারি ব্যয়ের অপচয় রোধের ব্যবস্থা এবং জ্বালানিতে ভর্তুকি বন্ধ করার পরিকল্পনা সম্পর্কে অনুসন্ধান করেছে। সংস্থাটির কাছে চাওয়া সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের চূড়ান্ত অনুমোদনের জন্যই এসব পর্যবেক্ষণ ও বৈঠক চলেছে। প্রায় ডজনখানেক সরকারি অফিস এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে শত শত প্রশ্নের বাইরে একটি সাধারণ প্রশ্ন ছিল- কয়েক বছর ধরে আশানুরূপ অর্থনৈতিক উন্নতি করার পরেও কেনো বাংলাদেশ ঋণ চাইছে?গত দুই সপ্তাহে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শেষে আজ বুধবার (৯ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে চূড়ান্ত বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ সফর শেষ করছে অর্থ লগ্নিকারী বৈশ্বিক সংস্থা আইএমএফ। মিশন কর্মকর্তাদের সঙ্গে নেগোসিয়েশন করে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কঠোর শর্তারোপ করলেও আইএমএফ এর কাছ থেকে নিশ্চিতভাবেই ঋণ পাওয়া যাবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নিয়মে ফিরে উল্টো বিপাক

দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে বিপদে পড়তে হয়। তেমনি নিয়ম থাকতেও নিয়ম না মেনে এখন সেই নিয়মে ফিরতে গিয়ে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিপদে পড়েছে। সাম্প্রতিক সময়ে সাংবিধানিক এ সংস্থাটিকে ঘিরে খুব একটা বিতর্ক ছিল না। কিন্তু এখন সেই পিএসসির সামনে শত শত চাকরিপ্রার্থী বিক্ষোভ করছেন। এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে বিক্ষোভকারীদের স্বার্থ, পিএসসির নিয়ম না মানা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদারকির অভাব। এসব পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ম হচ্ছে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও বিসিএসের বিজ্ঞাপনে উল্লেখ থাকবে। কিন্তু সেই পথে না হেঁটে পিএসসি শুধু বিভিন্ন ক্যাডারের শূন্য পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞাপন প্রকাশ করে। আর নন-ক্যাডারের শূন্য পদের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি নেয়। এবার অব্যাহতি না নিয়ে নিয়মে ফিরতে গিয়েই বিপত্তির মধ্যে পড়েছে পিএসসি।গত ১ নভেম্বর ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯ জনকে নিয়োগ দেয় জনপ্রশাসন। এর আগে ক্যাডার পদে ১ হাজার ৯৬৩ পদে সুপারিশ করে পিএসসি। এই সুপারিশের পরই নন-ক্যাডারে সুপারিশ করার কাজ শুরু হয়। রেওয়াজ অনুযায়ী, সংস্থাটি নন-ক্যাডারের যেসব শূন্য পদের চাহিদা পেয়েছে বা জমিয়েছে, তা ৪০তম বিসিএস থেকেই সুপারিশ করার কথা। কিন্তু পিএসসি নিয়মে ফেরার জন্য ৪০তম বিসিএসকে পাস কাটিয়ে ৪৫তম বিসিএস থেকে সুপারিশ করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়। এ মাসেই ৪৫তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করার কথা, যেখানে নন-ক্যাডারের শূন্য পদের সংখ্যা উল্লেখ থাকবে। পিএসসির প্রাথমিক এ সিদ্ধান্তে ৪০তম বিসিএসে যারা নন-ক্যাডারের জন্য যোগ্যতা অর্জন করেছেন, তারা বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। সূত্র: দেশ রুপান্তর

তিল তিল করে সন্তানকে গড়ি, আর আমার বাচ্চারা শেষ হয়ে যায়’

ছেলে নিখোঁজের তথ্য থানায় জানানোর পর তিন দিনেও তাকে বের করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন হত্যার শিকার বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মা। ফারহানা ইয়াসমিন বলেন, “আমার মেধাবী বাচ্চা ছেলেটা বুয়েটে পড়তে যাইয়ে শ্যাষ হইয়ে আসছে৷ আমরা তিল তিল করে আমাদের সন্তানরে গড়ছি৷ আমরা তিল তিল করে আমাদের বাচ্চাদের গড়ি আর আমাদের বাচ্চারা শেষ যায়৷”“এইটা তো সরকার দেখলো না৷ আজকে কেস (মামলা) হবে, পরশুদিন বের হয়ে চলে যাবে৷ দেশে এই তো হচ্ছে৷”ছেলে হারানো এই মা আরও বলেন, “যার কারণে পরবর্তী সময়ে আরেকটা বাচ্চার ক্ষতি হয়ে যায়৷ তা নাহলে কারোর সাহস ছিল না আবরার মরার পরে বুয়েটের কোনো বাচ্চার গায়ে হাত তোলা৷ এত কলিজা কাদের আছে তাদের তো আপনারা খুঁজে বের করতে পারেন না৷”মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ফারহানা ইয়াসমিন৷
সূত্র: বিডি নিউজ

মেঘনায় দস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরের রামগতি এবং ভোলার দৌলতখান সীমানার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারে হামলা করেছে দস্যুরা। এ সময় তারা জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়লে তিন জেলে গুলিবিদ্ধ হয়। ঙ্গলবার (৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।রে রাত ৪ টার দিকে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।হতরা হলেন- কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে মো. আব্বাস মাঝি (২৮), রামগতির পশ্চিম চরকলাকোপা এলাকার মো. ইউনুসের ছেলে মো. ইউসুফ (২৭) এবং নোয়াখালীর সুবর্ণ চর এলাকার আলমগীর ফরাজির ছেলে মো. ফারুক (৩৫)। ঘটনার সময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে নিয়ে যায় দস্যুরা। মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে। সূত্র: বাংলানিউজ