আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

শান্তি ছাড়া জলবায়ুনীতি অসম্ভব: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশে রুশ আগ্রাসন বিশ্বের সরকারগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা থেকে মনোযোগ ভিন্নমুখী করেছে। খবর রয়টার্সের।মিসরে চলমান জলবায়ু সম্মেলনে (কপ২৭) গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি।ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘শান্তি ছাড়া কোনো কার্যকর জলবায়ুনীতি হতে পারে না।’ জেলেনস্কি তাঁর ভিডিও বার্তায় ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের সংকট, খাদ্যপণ্যের উচ্চ মূল্য ও ইউক্রেনের বনভূমি ধ্বংসের কথা উল্লেখ করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার এই যুদ্ধ বিশ্বে একটি জ্বালানিসংকট তৈরি করেছে। এই সংকটের কারণে বিশ্বের কতিপয় দেশ কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন আবার শুরু করতে বাধ্য হয়েছে।জেলেনস্কি বলেন, এই যুদ্ধ বিশ্বে একটি তীব্র খাদ্যসংকট নিয়ে এসেছে। এই সংকট জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের সবচেয়ে বেশি আঘাত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার যুদ্ধ ছয় মাসের কম সময়ে তাঁর দেশের ৫ মিলিয়ন একর বনভূমি ধ্বংস করেছে।বাস্তবিক বদল না এনে জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু বড় বড় কথা বলার জন্য বিশ্বনেতাদের সমালোচনা করেন জেলেনস্কি। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। সূত্র: প্রথম আলো

আলোচনায় রাজি ইউক্রেন

অবশেষে আলোচনায় রাশিয়ার প্রেসেডিন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন ইউক্রেনের প্রিসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত মাসে বড় গলায় বলেছিলেন পুতিন ক্ষমতায় থাকতে সমঝোতা নয়। একমাস না যেতেই নরম করে ফেললেন সুর। মার্কিন ‘সন্ধি-ইশারায়’ শেষপর্যন্ত ‘পুতিন ক্ষমতায় থাকতে আলোচনা নয়’ একগুঁয়েমি থেকে সরে আসলেন জেলেনস্কি। আলজাজিরা, এএফপি।মঙ্গলবার জাতিসংঘের ২৭তম সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে অংশ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য কিছু শর্ত দিয়েছেন তিনি। সেগুলো হলো- জাতিসংঘের সনদ অনুসারে চলমান যুদ্ধে ক্ষতিপূরণ দেওয়া। ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে সব রুশ সৈন্য প্রত্যাহার করা। এই শর্ত মানলেই আলোচনায় বসবে ইউক্রেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ‘পুতিনের সঙ্গে বসবে না’ এমন কথা বলতে নিষেধ করেছে। এই গুজ্ঞনের কয়েক দিন পরই ইউক্রেন-রাশিয়া যুদ্ধবন্ধের ইতিবাচক ইঙ্গিত দিলেন জেলেনস্কি। সূত্র: যুগান্তর

চীনের বিরুদ্ধে কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ

কানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের চেষ্টা চালানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার আরও অভিযোগ, ওই হস্তক্ষেপ ছিল ‘আগ্রাসী’। ট্রুডো এমন সময় চীনের বিরুদ্ধে এ অভিযোগ করলেন যখন দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কানাডার গোয়েন্দারা সাম্প্রতিক নির্বাচনে বেইজিং-সমর্থিত প্রার্থীর ‘এক গোপন নেটওয়ার্ক’ চিহ্নিত করেছেন। বিবিসি জানায়, কানাডার সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেছেন, ২০১৯ সালের ফেডারেল নির্বাচনেও চীন-সমর্থিত কমপক্ষে ১১ জন প্রার্থী ছিল। এর পরই ট্রুডো বললেন, গণতন্ত্রের সঙ্গে আগ্রাসী খেলা খেলছে চীন। তবে কানাডায় অবস্থিত চীনের দূতাবাস কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রুডোর অভিযোগ নিয়ে এখনো মন্তব্য করেনি। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ওয়াশিংটন ও ক্রেমলিনের যোগাযোগ অক্ষুণ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটেও ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসএ) উপদেষ্টা জেক সালিভান।সম্প্রতি প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছিল, ইউক্রেনে সম্ভাব্য পারমাণবিক আক্রমণ ঠেকাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জেক সালিভান। হোয়াইট হাউস নিশ্চিত না করলেও বিষয়টি নাকচ করেনি। নিউ ইয়র্কে জেক সালিভান জানান, ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করাটা যুক্তরাষ্ট্রের ‘স্বার্থের’ সঙ্গেই সংশ্লিষ্ট। সূত্র: কালের কণ্ঠ

জর্ডান-ইসরায়েলের মধ্যে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি স্বাক্ষর

মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও জর্ডানের মধ্যে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার মিসরের উপকূলীয় শহর শার্ম আল শেখে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ এই চুক্তি স্বাক্ষর করেন। খবর রয়টার্সের।চুক্তির শর্ত অনুযায়ী, জর্ডান থেকে প্রতি বছর ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে ইসরায়েলে। তার পরিবর্তে ইসরায়েল প্রতি বছর ২০ কোটি ঘণমিটার পানি সরবরাহ করবে জর্ডানকে। বিশ্বের যেসব দেশে বছরের সবচেয়ে বেশিদিন ব্যাপক সূর্যালোক পড়ে, সেসবের মধ্যে জর্ডান অন্যতম। বছরের ৩০০ বা তারও বেশি দিন সূর্যের উজ্জ্বল ও উষ্ণ আলো পড়ে জর্ডানে। ইসরায়েলে প্রতি বছর যে বিদ্যুৎ পাঠাবে জর্ডান, তার পুরোটাই হবে সৌরবিদ্যুৎ। সূর্যের আলো ও তাপকে ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ ইসরায়েলে পাঠাবে জর্ডান। তবে যথেষ্ট পানির হাহাকার রয়েছে জর্ডানে। সূত্র: সমকাল

ইউরোপ-এশিয়ায় ফ্লাইট চালুর পরিকল্পনা ফ্লাইদুবাইয়ের

ইউরোপ ও এশিয়ার প্রধান গন্তব্যগুলোয় ফ্লাইট চালু করতে চায় ফ্লাইদুবাই এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি আগামী বছর কার্যক্রম বিস্তৃত করার এ পরিকল্পনা হাতে নিয়েছে।আরব নিউজের খবরে বলা হয়েছে, ফ্লাইদুবাইয়ের পরিকল্পনায় থাকা নতুন গন্তব্যগুলোর মধ্যে ইতালির মিলান ও ক্যাগলিয়ারির পাশাপাশি গ্রিসের করফুর মতো ইউরোপীয় শহর অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া থাইল্যান্ডের পাতায়া ও ক্রাবির মতো এশীয় পর্যটকদের পছন্দের শহরগুলোয় ফ্লাইট চালু করতে চায় এয়ারলাইনসটি। স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি ২৪ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থিত আল হোফুফ শহরে পুনরায় ফ্লাইট চালু করবে। ছয়টি নতুন রুটের সূচনার মাধ্যমে ফ্লাইদুবাইয়ের নেটওয়ার্ক ৫৩টি দেশের মোট ১১৩টি গন্তব্যে উন্নীত হবে। ২০০৮ সালে চালু হওয়ার পর থেকে এয়ারলাইনসটি কার্যক্রম বিস্তৃত করতে আগ্রাসী পরিকল্পনা হাতে নিয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সংস্থাটির প্রধান নির্বাহী গাইথ আল গাইথ বলেন, দুবাইয়ের এভিয়েশন শিল্প দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। শক্তিশালী ব্যবসায়িক মডেলের সঙ্গে তত্পরতা আমাদের কার্যক্রম বৃদ্ধি করতে এবং উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করতে সক্ষম করেছে। গ্রাহক এখনই ১১৩টি গন্তব্যে ফ্লাইট বুক করতে পারবেন। ক্রমবর্ধমান নেটওয়ার্কজুড়ে ভ্রমণের সুযোগ দেয়ার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। সূত্র: বণিক বার্তা।

সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের ভরাডুবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনায় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। এখন পর্যন্ত ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছেন ১৬৪ আসন ও ডেমোক্র্যাটরা পেয়েছে ১০৩টি। খবর সিএনএনের।সিনেটেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সিনেটের ১০০ আসনের মধ্যে ৪৪টি রিপাবলিকান ও ৪৩টি ডেমোক্র্যাটরা পেয়েছেন।যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিকে ভোটের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদ ও সিনেট দুটোতেই বিজয়ী হওয়ার আশাব্যক্ত করেছে তারা। ফ্লোরিডায় ২৫ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী ম্যাক্সওয়েল ফ্রস্ট প্রতিনিধি পরিষদে আসতে চলেছেন। এরই মধ্য দিয়ে জেনারেশন জেড এর প্রথম কংগ্রেস সদস্য পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।পেনসিলভেনিয়াতে রিপাবলিকান প্রার্থী ডগ ম্যাস্ট্রিয়ানোকে হারিয়েছেন ডেমোক্র্যাট জস শাপিরো। ওহাইও-তে সিনেটে জিতেছেন রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স।এদিকে সিবিএস নিউজ বিশ্লেষণ অনুসারে, জর্জিয়ায় ডেমোক্র্যাট রাফেল ওয়ার্নক ও রিপাবলিকান হার্শেল ওয়াকারের মধ্যে টস-আপ হতে চলেছ। সূত্র: বিজনেস সট্যান্ডার্ড।

গ্রীষ্মে আর বরফ জমবে না আর্কটিকে

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে দ্রুততম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে হিমশৈল ও হিমবাহে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে আগামী ২০৫০ সাল নাগাদ উত্তর মেরুর আর্কটিক সাগরে গ্রীষ্মকালীন বরফের মজুদ হারিয়ে যাবে। আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রায়োস্ফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ রিসার্চ নেটওয়ার্কের করা এক গবেষণা প্রতিবেদনের বরাতে গত সোমবার এই শঙ্কা জাগানো খবর প্রকাশ করে রয়টার্স। ক্রায়োস্ফিয়ার হলো জলবায়ু ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। পর্বত, সাগর, হ্রদের হিমবাহ এবং হিমশৈল, মৌসুমি জমাট বরফাবৃত অঞ্চল ক্রায়োস্ফিয়ারের অন্তর্ভুক্ত। ক্রায়োস্ফিয়ার গবেষক এবং এই প্রতিবেদনের সহলেখক রবি ম্যালেট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যদি অব্যাহত থাকে, তাহলে আগামী ৫০ বছরের মধ্যে বিশ্বের তাপমাত্রা বাড়বে অন্তত দেড় ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার আগেই উত্তর মেরুর সাগর থেকে গ্রীষ্মকালীন বরফ হারিয়ে যাবে।’ তাদের প্রতিবেদন বলছে, ‘একই সময়ে অ্যান্টার্কটিকা মহাদেশেও উল্লেখযোগ্য পরিমাণ বরফ গলে যাবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলতি বছর মার্চে অ্যান্টার্কটিকার উত্তরাংশে বৃষ্টিপাত হয়েছে। মার্চ মাসে অ্যান্টার্কটিকায় বৃষ্টি খুবই বিরল ঘটনা।’ এ ছাড়া ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের জমাট বরফের স্তূপের ৫ শতাংশ চলতি বছর গ্রীষ্মে গলে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবারের জলবায়ু সম্মেলন কপ-২৭ এর আগে বিস্তারিত তথ্যাদি সংগ্রহ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়, যা সম্মেলনে প্রকাশিত হলো। সূত্র; দেশ রুপান্তর ।

চীনের বিরুদ্ধে কানাডার নির্বাচনে ‘আগ্রাসী’ হস্তক্ষেপের অভিযোগ

গণতন্ত্র নিয়ে ‘আগ্রাসী খেলা’ এবং কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানকে চীন নিশানা করেছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। কানাডার নির্বাচনে চীনের ‘আগ্রাসী’ হস্তক্ষেপের চেষ্টা চালানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।কানাডার গণতন্ত্র নিয়ে ‘আগ্রাসী খেলা’ এবং কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানকে চীন নিশানা করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।কানাডার প্রধানমন্ত্রী এমন এক সময়ে নির্বাচনে চীনের হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ করলেন যখন দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কানাডার গোয়েন্দারা সাম্প্রতিক নির্বাচনে বেইজিং-সমর্থিত প্রার্থীর ‘এক গোপন নেটওয়ার্ক’ চিহ্নিত করেছেন।বিবিসি জানায়, কানাডার সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেছেন, ২০১৯ সালের ফেডারেল নির্বাচনেও চীন-সমর্থিত কমপক্ষে ১১ জন প্রার্থী ছিল। সূত্র: বিডি নিউজ