সেমিফাইনাল: পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

ছবি- সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আজকের ম্যাচে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় বুধবার (০৯ নভেম্বর) দুপুর ২টায় অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হয়।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান- ০/০ (০)
নিউজিল্যান্ড- ২৩/১ (৩.৪)

একদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভের বাধা টপকেছে নিউজিল্যান্ড। অন্যদিকে, বরাতজোরে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপের নক-আউট ম্যাচে কোনও দলকে এগিয়ে বা পিছিয়ে রাখা সম্ভব নয়।

পাকিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি লড়াইয়ের ইতিহাস:
টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ড ও পাকিস্তান মোট ২৮ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। পাকিস্তান জিতেছে ১৭টি ম্যাচ। নিউজিল্যান্ড জিতেছে ১১টি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৬ বার পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছে দু’দল। পাকিস্তান জিতেছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জিতেছে ২টি।

Nagad

পাকিস্তান যেভাবে সেমিফাইনালে:

এক. ভারতের কাছে ৪ উইকেটে পরাজিত হয়।
দুই. জিম্বাবোয়ের কাছে ১ রানে হার মানে।
তিন. নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে।
চার. দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৩ রানে হারায়।
পাঁচ. বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে।

নিউজিল্যান্ড যেভাবে সেমিফাইনালে:

এক. অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে দেয়।
দুই. আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
তিন. শ্রীলঙ্কাকে ৬৫ রানে পরাজিত করে।
চার. ইংল্যান্ডের কাছে ২০ রানে পরাজিত হয়।
পাঁচ. আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দেয়।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

সারাদিন/০৯ নভেম্বর/এমবি