শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে একই সংকট: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ এখন কঠিন সময় পার করছে। তবে আতংকিত হওয়ার সময় এখনও আসেনি।
মন্ত্রী বলেন, আমরা এখন কঠিন সময়ে আছি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে একই সংকট। ইউরোপের অবস্থাও একই। বাংলাদেশের সাথে তুলনা করুন। আমাদের এখনও আতংকিত হওয়ার সময় আসেনি।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইউক্রেন খাদ্য ভান্ডার হওয়ায় সারা বিশ্বে এই সংকট। আমাদের ফুয়েল আসতে বাধাগ্রস্ত হচ্ছে। এই সময় সবাইকে একসাথে কাজ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জ্বালানি মূল্য কয়েকগুণ বেড়েছে। এটা সারা পৃথিবীর বাস্তবতা। শিল্পখাতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাস আমদানি করতে হয়। পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনো ভালো অবস্থানে আছে। যদিও অনেক সময় অনেক কারখানায় গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘মালিক শ্রমিক সবাই বাস্তবতার সব কিছুই জানেন। তবে বাংলাদেশের এখনো সেই অবস্থায় যায়নি, যা আতঙ্কিত করার মতো। পৃথিবীর ১০ শতাংশ খাদ্যদ্রব্য উৎপাদন হয় রাশিয়া-ইউক্রেনে। সেখানে যুদ্ধ চলছে। এলএনজি দিয়ে গ্যাসের অভাব পূরণের চেষ্টা করছি।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান-বক্তব্য রাখেন।