সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ, নেতৃত্বে বাটলার

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নশিপের মুকুট পরে ইংল্যান্ড।

এবারের বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেয়। এরমধ্যে ১২টি দল খেলে বিশ্বকাপের মূলপর্বে। দীর্ঘ এক মাসের লড়াইয়ে যারা নিজেদের সেরাটা উজার করে দিয়ে খেলেছেন তাদের নিয়ে সাজানো হয়েছে সেরা একাদশ। এই দলে জায়গা পায়নি বাংলাদেশের কোনও ক্রিকেট। দারুণ পারফরম্যান্স করেও শক্তিশালী পেস বিভাগে নাম ওঠাতে পারেননি তাসকিন আহমেদ।

বিশ্বকাপের সেরা একাদশ রয়েছে- চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ পাকিস্তান, সেমিফাইনালিস্ট ভারত, নিউজিল্যান্ডের সাথে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা।

সদ্য শেষ হওয়া এই আসরের সবচেয়ে ভ্যালুয়েবল টিমের নেতৃত্বে আছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

বিশ্বকাপের সেরা একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী): অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার) (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউ জিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শাদাব খান (পাকিস্তান), স্যাম কারান (ইংল্যান্ড), আনরিখ নর্কিয়ে (দক্ষিণ আফ্রিকা), মার্ক উড (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান); দ্বাদশ: হার্দিক পান্ডিয়া (ভারত)।

সারাদিন/১৪ নভেম্বর/এমবি

Nagad