আমরা চাই ফুটবলারদের সাথে স্ত্রী-বান্ধবীরা দেখা করুক: ইংলিশ কোচ
আগামী ২০ নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রায় মাসব্যাপী চলবে এই বিশ্বকাপ। ফাইনাল পর্যন্ত যারা খেলবে তাদের এই লম্বা সময়ই থাকতে হবে কাতারে।
এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। দীর্ঘদিন আসরে থেকে নিজেদের ফ্রেশ রাখতে স্ত্রী ও বান্ধবীদের পাশে চান দলটির ফুটবলাররা। তাইতো স্ত্রী-বান্ধবীদের কাতারেই বিলাসবহুল ক্রুজে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
তবে ইতোমধ্যে শঙ্কা জেগেছে বিশ্বকাপের মাঝে আদৌ হ্যারি কেইন, জ্যাক গ্রিলিশরা তাদের সাথে দেখা করতে পারবেন কি-না?
মূলত কাতারে করোনাভাইরাসের বিধির কারণে গোটা বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছে। যেখানে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও এই ব্যাপারে ঝুঁকি নিতে রাজি নন।
দেশ ছাড়ার আগে সাউথগেট গণমাধ্যমকে বলেন, “আমরা চাই ফুটবলারদের সাথে স্ত্রী-বান্ধবীরা দেখা করুক। দলের পরিবেশ যাতে শান্ত ও ভালো থাকে তার জন্যে এটা দরকার। কিন্তু এখনই এই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলতে পারবো না। আগে দেখতে হবে কাতারে করোনাভাইরাসের সংক্রমণের হার কত। তার পরেই সিদ্ধান্ত নেওয়া যাবে।”
সারাদিন/১৬ নভেম্বর/এমবি