অটোরিকশা বন্ধের দাবি, সুনামগঞ্জ-সিলেটে বাস চলাচল বন্ধ

সিলেট প্রতিনিধি:সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

সড়কে অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও বিএনপির নেতারা বলছেন, তাদের বিভাগীয় সমাবেশকে বাধা দিতেই এ ধর্মঘট দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক এ তথ্য জানিয়েছেন।

বাস চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) ও ১৯ নভেম্বর (শনিবার) সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।