আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

ব্রির গবেষণা
কেজিতে ৮-১৪ টাকা লাভ করেন চালকলমালিকেরা

দেশে ধান–চালের বাজারে কৃষক থেকে ভোক্তাপর্যায়ে পৌঁছাতে পাঁচবার হাতবদল হয়। প্রতিবার হাতবদলের সময় যোগ হয় খরচ আর মুনাফা। এর মধ্যে সবচেয়ে বেশি ও অস্বাভাবিক মুনাফা করছেন চালকলমালিকেরা। তাঁরা প্রতি কেজি চাল ও এর উপজাত বিক্রি করে ৮ থেকে ১৩ টাকা ৬৬ পয়সা পর্যন্ত মুনাফা করছেন। ধান থেকে চাল করার সময় যেসব উপজাত তৈরি হয়, চালকলমালিকেরা তা আলাদাভাবে বিক্রি করেন। এতে বাড়তি মুনাফা করলেও চালের দাম কমাচ্ছেন না তাঁরা। বরং খুচরা বাজারে চালের দাম বাড়লে ও হাটে ধানের দাম বাড়লে ওই সুযোগে তাঁরা মিলগেটে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।‘বাংলাদেশে চালের দাম বৃদ্ধির একটি সমীক্ষা: কৃষক থেকে ভোক্তাপর্যায়ের অবস্থা’ শীর্ষক ওই গবেষণা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষি অর্থনীতি বিভাগের নেতৃত্বে হয়েছে। গবেষণায় বলা হয়েছে, প্রতি কেজি ধান ভাঙিয়ে ৬০০ থেকে ৬৫০ গ্রাম চাল পাওয়া যায়। চালকলমালিকেরা ওই পরিমাণ চালের ওপরে এক থেকে দুই টাকা পর্যন্ত মুনাফা দেখান। কিন্তু ধান ভাঙিয়ে চাল করার ফলে উপজাত হিসেবে যে কুঁড়া, ভাঙা চাল ও চালের ওপরের ছেঁটে ফেলা অংশ তৈরি হয়, তা চালকলমালিকেরা প্রতি কেজি ছয় থেকে নয় টাকা দরে বিক্রি করেন। সেই হিসাবে চালকলমালিকেরা অস্বাভাবিক মুনাফা করছেন। গবেষণায় সুপারিশ হিসেবে চালকলমালিকদের মিলগেটে চালের দাম কমানো উচিত বলে মত দেওয়া হয়েছে। সুত্র: প্রথম আলো

দক্ষিণের ১৯ জেলা
চাষের জমির অর্ধেকই লবণাক্ততার শিকার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের চম্পা রানী মল্লিক ও সরমা রানী। লবণাক্ত পানি ব্যবহারের কারণে চোখ-মুখ জ্বালাপোড়া, পায়ের চামড়া উঠে যাওয়া, চুলকানিসহ নানা ধরনের জটিলতায় পড়ছেন তাঁরা। একই ধরনের সমস্যায় এই গ্রামের অনেকেই। লবণাক্ততার কারণে উপকূলের মানুষের শারীরিক সমস্যা ছাড়াও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কমছে খাদ্য উৎপদন।দেশের দক্ষিণের ১৯ জেলার চাষযোগ্য জমির প্রায় অর্ধেকই লবণাক্ততার শিকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান অব বাংলাদেশ (২০২৩-২০৫০)’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। মিসরে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

শ্রমিক থেকে অপরাধ জগতের ‘রাজা’ বজলু

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের (চনপাড়া এলাকা) মেম্বার। অবশেষে গতকাল শুক্রবার চনপাড়া থেকে এ মাদকসম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। জানা গেছে, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বজলুর রহমান তিনজন গানম্যান নিয়ে ‘ফিল্মি স্টাইলে’ চলাফেরা করেন। তাঁর রয়েছে একজন পিএস ও একজন এপিএস।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৭ সেপ্টেম্বর র‌্যাব চনপাড়া বস্তিতে অভিযান চালাতে যায়। সে সময় বজলুরসহ তাঁর সাঙ্গোপাঙ্গ র‌্যাবের ওপর হামলা চালায়। হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এ ছাড়া চনপাড়ায় মাদকসহ বিভিন্ন অপরাধে তাঁর সংশ্নিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগগুলো খতিয়ে দেখছে র‌্যাব। সূত্র: সমকাল

Nagad

পরিসংখ্যান ব্যুরোর তথ্য
পণ্যের দাম লাগামছাড়া আয়ের ক্ষেত্র সীমিত
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দামে লাগামহীন গতি বিরাজ করছে। এর মধ্যে সরকারিভাবে চিনি ও সয়াবিন তেলের দাম বৃহস্পতিবার থেকে আরও এক দফা বাড়ানো হয়েছে। ব্যয়ের সঙ্গে সমন্বয় রেখে মানুষের আয় বাড়ছে না। উলটো অথনৈতিক মন্দায় আয়ের ক্ষেত্র আরও সংকুচিত হয়েছে। আয় কমেছে অনেকের। এতে মানুষের ক্রয়ক্ষমতাও হ্রাস পাচ্ছে। দৈনন্দিন চাহিদা মেটানোর পর বেশিরভাগ মানুষ সঞ্চয় করতে পারছে না। বরং আগের সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন। একই সঙ্গে মূল্যস্ফীতির হার বাড়তে থাকায় ব্যাংকে রাখা আমানত বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে। সব মিলে এখন দুঃসময়ের মধ্যে আছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষ। সূত্র: যুগান্তর

সীমান্তবর্তী রাজ্যগুলোর স্বার্থ কি বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম নির্ধারক

সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে কানেক্টিভিটি। বাংলাদেশের মধ্য দিয়ে চলে যাওয়া সড়ক ও রেলপথ দেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোকে এক অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে। এমনকি নৌপথেও এখন দুই দেশের কানেক্টিভিটি জোরালো হয়ে উঠছে। এর সুবাদে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব কমার পাশাপাশি এসব এলাকার বাণিজ্যিক সম্ভাবনাও অনেক জোরদার হয়ে উঠেছে। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য আসাম থেকে নৌপথে পণ্য আমদানি-রফতানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর। চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ ভারতের ত্রিপুরা-আসাম-মেঘালয়ের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোসহ দেশটির গোটা উত্তর-পূর্বাঞ্চলের জন্যই সম্ভাবনার বড় দুয়ার খুলে দিয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ পেতে দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে এসেছে ভারত। আবার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুবাদে সীমান্তবর্তী রাজ্যগুলোয় বিচ্ছিন্নতাবাদী তত্পরতাকেও দমন করতে সক্ষম হয়েছে দেশটি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এক সাম্প্রতিক বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে।শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি বড় নির্ধারক হিসেবে সীমান্তবর্তী রাজ্যগুলোর স্বার্থকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে, সীমান্তবর্তী- সূত্র: বণিকবার্তা।

ক্রমেই বড় হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা খাত, কিন্তু মানসম্মত সেবা দিতে ব্যর্থ হচ্ছে

সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় আমিনুল ইসলামের (৫৪)। তখনই তিনি বুঝতে পেরেছিলেন বাজেভাবে ব্যথা পেয়েছেন। অসহ্য যন্ত্রণা তো শুরু হয়েছিলই, সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা আমিনুল তার এই ‘ছেঁড়া লিগামেন্টের’ চিকিৎসা করান স্থানীয় এক ক্লিনিকে। ওই ক্লিনিকে চট্টগ্রামের একজন অর্থোপেডিক চিকিৎসক সপ্তাহে একদিন বসেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ।

আড়াই কোটির শহরে পাবলিক টয়লেট ১৪০

পুলিশ সদস্য শেফালিকে প্রতিদিন রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করতে হয়। ডিউটি রেখে দূরে যাওয়ার সুযোগ নেই তার। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে বিপাকে পড়েন তিনি। আশপাশে পাবলিক টয়লেট না থাকায় বাধ্য হয়ে রেস্তোরাঁ, শপিংমল বা ব্যক্তিমালিকানাধীন কোনো ভবনে যেতে হয়।শুধু এই পুলিশ সদস্যই নন, এমন বিপাকে প্রতিদিন পড়তে হয় রাজধানীর রাস্তায় নামা অসংখ্য নারী-পুরুষকে। বেসরকারি সংস্থা ওয়াটার এইডের তথ্য মতে, রাজধানীতে প্রায় আড়াই কোটি মানুষের বসবাস। এর মধ্যে বসবাসরত ও বহিরাগত মিলিয়ে প্রায় এক কোটির কাছাকাছি মানুষ প্রতিদিন শহরে চলাচল করেন। কিন্তু এই বিশাল জনসংখ্যার জন্য নেই পর্যাপ্ত পাবলিক টয়লেট, যা আছে তার মধ্যে বেশ কয়েকটি ব্যবহার অযোগ্য। বন্ধ পড়ে আছে অনেক। যেগুলো চালু আছে তার অধিকাংশ অপরিষ্কার। সূত্র: দৈনিক বাংলা।

নয়ছয়ের ২০ কোটিতে অধ্যক্ষের স্কুল

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের ভর্তিবাণিজ্য প্রায় ওপেন সিক্রেট বিষয়। সরকারের একাধিক তদন্তেও বিষয়টি প্রমাণিত। এ ছাড়া টাকার বিনিময়ে আইডিয়ালের মতিঝিল, মুগদা ও বনশ্রী ক্যাম্পাসে শিক্ষক-কর্মচারী নিয়োগ, নির্দিষ্ট কোম্পানির গাইড বই কিনতে বাধ্য করা, নির্দিষ্ট টেইলর প্রতিষ্ঠান থেকে ড্রেস বানানোসহ নানা ধরনের বাণিজ্য করছে একটি সিন্ডিকেট। আইডিয়ালের লুটপাট করা টাকা থেকে প্রায় ২০ কোটি টাকা খরচ করে রাজধানীর আফতাবনগরে ১০ তলা নিজস্ব ভবনে এভারকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চালু করেছে ওই সিন্ডিকেট।জানা গেছে, এভারকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মালিকানায় রয়েছেন আইডিয়ালের সদ্য সাবেক অধ্যক্ষ শাহান আরা বেগম। প্রায় ১৯ বছর ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করে গত ফেব্রুয়ারিতে অবসরে যান তিনি। এ ছাড়া রয়েছেন বর্তমানে আইডিয়ালে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী আতিকুর রহমান খান (যিনি ইঞ্জিনিয়ার আতিক হিসেবে পরিচিত)। তারা দুজন নামে-বেনামে স্কুলের মালিকানায় আছেন। গভর্নিং বডির প্রভাবশালী এক সদস্যের সন্তানও এ স্কুলের মালিকানায় রয়েছেন। সূত্র: দেশ রুপান্তর।

সিলেটের সাথে বাস যোগাযোগ বন্ধ, বাড়ছে বিএনপি কর্মী-সমর্থকদের ভিড়

বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলীয় বিভাগীয় শহর সিলেটের সাথে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকার সরাসরি বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যদিও সিলেটে পরিবহন ধর্মঘট হওয়ার কথা ছিলো শনিবার। শনিবারই সিলেটের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে বিরোধী দল বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের একটি বড় অংশ ইতোমধ্যেই সিলেটে পৌঁছেছেন। সূত্র: বিবিসি বাংলা।

দোকানে শীতের হাওয়া, হালকা গরম কাপড়ের ‘কাটতিই’ বেশি

ঢাকার ফার্মগেইট মোড় থেকে ইন্দিরা রোডের পুরোটা জুড়েই এখন শীতবস্ত্রের দোকান। কিছুদিন আগেও ফুটপাতের এসব দোকানে ছিল পালাজ্জো, বাচ্চাদের ঘরে পরার পাতলা কাপড়ের পসরা। সেগুলো এখন ফুল হাতা টিশার্ট, সোয়েটারের মত গরম কাপড়ে ভর উঠেছে। দুদিন আগেই প্রায় ১০ হাজার টাকার শীতের পোশাক বঙ্গবাজার থেকে এনেছেন জানিয়ে শামীম আহমেদ নামের এক দোকানি বলেন, “এখন তো হালকা শীত, এগুলার চাহিদা এখন একটু বেশি।” সূত্র: বিডি নিউজ