আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

ইরানে খোমেনির পৈতৃক বাড়িতে বিক্ষোভকারীদের আগুন

ইরানের ইসলামী বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন দিয়েছেন দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ছবি ও ভিডিওচিত্রে দেখা যায়, খোমেইন শহরে আয়াতুল্লা খোমেনির পৈতৃক বাড়ির একটি অংশ জ্বলছে। বাড়িতে আগুন লাগলে কিছু মানুষকে উল্লাস করতেও দেখা যায়। অ্যাক্টিভিস্টদের একটি নেটওয়ার্ক বলছে, এসব ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যার। খোমেনির বাড়িতে যে বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন, একাধিক সংবাদ সংস্থাও সেটা নিশ্চিত করেছে। তবে আঞ্চলিক সরকারি কর্তৃপক্ষ অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছেন। সসূত্র: প্রথম আলো

উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষা
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি

উত্তর কোরিয়ার আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। পিয়ংইয়ং আইসিবিএমের পরীক্ষা চালানোর পর প্রতিবেশী জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা গতকাল শুক্রবার এ দাবি করেছেন। জাপান দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি তাদের একান্ত অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) পড়েছে। গতকাল শুক্রবার গণমাধ্যমের খবরে বলা হয়, জাপানের অন্যতম প্রধান দ্বীপ হোক্কাইডো থেকে সাগরের পশ্চিম দিকে ২১০ কিলোমিটার দূরে পড়েছে ক্ষেপণাস্ত্রটি। সূত্র: কালের কন্ঠ

খাসোগিকে হত্যার অভিযোগ থেকে যুবরাজ সালমানের দায়মুক্তি

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তার বাগদত্তার করা মামলা থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। তবে এই দায়মুক্তি দেওয়ার মাধ্যমে বাইডেন প্রশাসন যুবরাজ মোহাম্মদকে নির্দোষ হিসেবে রায় দিচ্ছে না বলে জোর দিয়ে জানিয়েছে।সৌদি আরবের বিশিষ্ট সমালোচক খাসোগি ২০১৮ সালের ২ অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্সুলেটের ভেতরে খুন হন। এ ঘটনায় করা মামলায় অভিযোগ করা হয়, সৌদি নেতৃত্ব ও তাঁর কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ও গণতন্ত্রের সমর্থক জামাল খাসোগিকে অপহরণ করে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন। সূত্র: সমকাল

Nagad

যুক্তরাষ্ট্রে চীনের ‘গোপন থানা’

বিশ্বের অন্তত ২১টি দেশে চীনের ‘গোপন পুলিশ স্টেশন’ রয়েছে। পাঁচটি মহাদেশজুড়ে বিস্তৃত ওই ২১টি দেশের মধ্যে নাম রয়েছে যুক্তরাষ্ট্রেরও।আর এতেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।বৃহস্পতিবার সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেন, আমি এ বিষয়ে খুব উদ্বিগ্ন। আমরা এই (পুলিশ) স্টেশনগুলোর অস্তিত্ব সম্পর্কে অবগত। খবর রয়টার্স, গার্ডিয়ান। আইনপ্রণেতাদের উদ্দেশে রে বলেন, চীনের সরকার আমাদের শহরগুলোতে অননুমোদিত ‘পুলিশ স্টেশন’ স্থাপন করায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সম্ভবত প্রভাব বিস্তারের জন্য মার্কিন শহরগুলোতে এসব ‘পুলিশ স্টেশন’ স্থাপন করা হয়েছে। সূত্র: যুগান্তর

টুইটারে পদত্যাগের হিড়িক
কর্মীদের ধরে রাখার চেষ্টা করছেন ইলোন মাস্ক

ইলোন মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকেই ঘটছে একের পর এক অঘটন। টুইটারের আইকনের পরিবর্তন করেছেন, অর্ধেক সংখ্যক কর্মী ছাঁটাই করেছেন, এরপর দূর থেকে কাজের ব্যবস্থা উঠিয়ে দিতেও তত্পর হয়েছেন। এত কিছুর পরও সুস্থির হননি। সম্প্রতি কর্মীদের জন্য নতুন বিধান ছুড়ে দিয়ে বলেছিলেন, টুইটারকে যুগান্তকারী প্লাটফর্ম হিসেবে নির্মাণ কার্যক্রমে ভবিষ্যতে কে শামিল থাকবেন কিংবা থাকবেন না সে-বিষয়ক সিদ্ধান্তটি বৃহস্পতিবারের মধ্যেই সবাইকে জানাতে হবে। এরপর গুগল ড্রাইভে একটি রেসপন্স ফরম পূরণের আহ্বান জানান কর্মীদের। নির্ধারিত সময়সীমার আগেই দেখা যায় কর্মীরা টুইটার স্ল্যাকে মাস্ককে বিদায় সূচক বার্তা ও ইমোজি পোস্ট করতে শুরু করেছেন।
স্বাভাবিকভাবেই মাস্কের খামখেয়ালিপণার সঙ্গে মানিয়ে উঠতে না পেরে কর্মীরা পদত্যাগকে বিকল্প হিসেবেই বেছে নিচ্ছেন। এ অবস্থায় মাস্ক ও তার উপদেষ্টারা কর্মীদের সঙ্গে বৈঠক করে তাদের প্রতিষ্ঠানে ধরে রাখার চেষ্টা করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। এ প্রতিবেদনে আরো বলা হয়, টুইটারের জন্য মাস্ক ও তার উপদেষ্টারা যে কর্মীদের গুরুত্বপূর্ণ মনে করেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইলোন মাস্ককে তার কঠোর সুর পাল্টে কিছুটা নরম হতে দেখা গিয়েছে। বিশেষ করে অফিসের বাইরে থেকে নয়, অফিসে এসে কাজের ক্ষেত্রে যে কঠোর বার্তা তিনি কর্মীদের উদ্দেশে পাঠিয়েছিলেন, সেখানে তিনি কিছুটা নরম ভঙ্গি প্রকাশ করেছেন। সূত্র: বণিক বার্তা।

কাতার বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের প্রবাসী শ্রমিকদের যেভাবে স্বপ্নভঙ্গ ঘটেছে

২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। গত কয়েক বছরে দেশটিতে হাজার হাজার কর্মী পাড়ি জমিয়েছেন। উদ্দেশ্য, বিশ্বকাপ উপলক্ষে কাতারের অবকাঠামো নির্মাণযজ্ঞে কাজ করা। কাতারের মোট জনসংখ্যা ২৮ লাখ। তার প্রায় ৯০ শতাংশই অভিবাসী শ্রমিক। ভাগ্য ফেরাতে, একটু বেশি আয়ের আশায় এই কর্মীরা মরুর দেশটিতে পাড়ি জমান। এই শ্রমিকদের সিংহভাগই যান ভারতীয় উপমহাদেশ ও ফিলিপাইন থেকে। বাকিরা যান কেনিয়া ও উগান্ডাসহ কয়েকটি আফ্রিকান দেশ থেকে।বিশ্বকাপের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে গিয়ে অনেকসময়ই অনেক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, আবার অনেকে মজুরিও পাননি। এসব নিয়ে নানা সময়ে তুমুল সমালোচনার শিকার হয়েছে কাতার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

তরুণদের বাঁচাতে বিনোদন নিষিদ্ধ

আমাজন অরণ্যের গহীনে অবস্থিত ছোট্ট এলাকা আরারায় ক্ষুদ্র নৃগোষ্ঠী তিকুনার আবাস। সম্প্রতি সেখানে কিশোর-তরুণদের মধ্যে আত্মহত্যার হার বেড়ে গেছে। এই প্রবণতা রুখতে স্থানীয় ওঝারা তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন জারি করেছে। পাশাপাশি কিছু বিধিনিষেধও দেয়া হয়েছে, যার আওতায় পড়েছে মদ্যপান, ফুটবল খেলা ও গানবাজনা। তিকুনা সম্প্রদায়ের জ্যেষ্ঠ লোকজনের ধারণা, তরুণরা পশ্চিমা অপসংস্কৃতির কবলে পড়ে নিজেদের মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছেন ক্রমশ। ফলে অশুভ শক্তির প্রভাবে আত্মহত্যার মতো সর্বনাশা পথ বেছে নিচ্ছেন তারা। মদ্যপান, ফুটবল ও গান নিষিদ্ধ করে সেই অশুভ শক্তিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। সূত্র: দৈনিক বাংলা।

কমছে শুক্রাণু প্রজননে হুমকি

শুক্রাণুর পরিমাণ কমা প্রতিরোধে ব্যবস্থা না নিলে মানবজাতি শিগগিরই প্রজনন সংকটের মুখোমুখি হতে পারে বলে সাবধান করেছেন গবেষকরা। দুইশোর বেশি গবেষণার তথ্য বিশ্লেষণ করে জার্নাল হিউম্যান রিপ্রোডাকশন আপডেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ সাবধানবাণী দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৯৭৩ থেকে ২০১৮ সালের মধ্যে গড় শুক্রাণু ঘনত্ব প্রতি মিলিলিটারে আনুমানিক ১০১ দশমিক ২ মিলিয়ন থেকে ৫১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি মিলিলিটারে ৪৯ মিলিয়নে পৌঁছেছে। এই সময়ের মধ্যে শুক্রাণুর পরিমাণও কমেছে ৬২ দশমিক ৩ শতাংশ।
২০১৭ সালে প্রকাশিত একই দলের করা এক গবেষণায় আগের ৪০ বছরে শুক্রাণুর ঘনত্ব অর্ধেকেরও বেশি কমে গেছে বলে জানানো হয়েছিল। তবে সে সময় যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে গবেষকরা ওই সিদ্ধান্তে পৌঁছেছিলেন, সেসব তথ্য-উপাত্ত ছিল কেবল ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে পাওয়া। এ নিয়ে গবেষক দলটিকে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। সূত্র: দেশ রুপান্তর

বিশ্বকাপ ফুটবল ২০২২: কাতার সরকার বিদেশি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছে

কাতারে বিশ্বকাপ ২০২২ শুরু হচ্ছে ২০শে নভেম্বর, রবিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল ভক্তরা তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য ইতোমধ্যে কাতারে গিয়ে পৌঁছাতে শুরু করেছেন। এই সমর্থকরা কাতারে যেসব হোটেলে অবস্থান করবেন এবং যেসব স্টেডিয়ামে খেলা দেখবেন, হাজার হাজার বিদেশি শ্রমিক কয়েক বছর ধরে সেগুলো নির্মাণ করেছেন। এসব বিদেশি শ্রমিকের সাথে কাতার যে ধরনের আচরণ করেছে তাতে উপসাগরীয় এই দেশটি বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। কতো বিদেশি শ্রমিক কাজ করেছে বিশ্বকাপকে সামনে রেখে কাতার সাতটি স্টেডিয়াম নির্মাণ করেছে। একই সাথে একটি নতুন বিমানবন্দর, পাতাল রেল অবকাঠামো, বেশ কয়েকটি সড়ক এবং ১০০টির মতো নতুন হোটেলও নির্মাণ করা হয়েছে। যে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তাকে ঘিরে গড়ে তোলা হয়েছে নতুন একটি শহর। সূত্র: বিবিসি বাংলা।

 

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে।
শুক্রবার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগে জানিয়েছে, বিস্ফোরণের পর ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায় তারা।
বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সুলাইমানিয়ার ওই আবাসিক এলাকায় আগুন লেগে যায়। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয় বলে জানিয়েছে পুলিশ। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্র: বিডি নিউজ