উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে লজ্জার হার কাতারের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

ঘরের মাঠে স্বাগতিক কাতারকে স্তব্ধ করে নিজেদের বিশ্বকাপ যাত্রা দারুণভাবে শুরু করল আমেরিকার দেশ ইকুয়েডর। দোহার আল বায়াত স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই হারের কারণে ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম হলো।

রোববার (২০ নভেম্বর) কাতারের খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে কাতারকে হারিয়ে জয়সূচক দুটি গোলই এসেছে ইকুয়েডরের অধিনায়ক ইনার ভ্যালেন্সিয়ার পা থেকে। প্রথম ম্যাচের প্রথম গোল এসেছে পেনাল্টি থেকে, পরেরটি আসে হেড থেকে।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলছে কাতার ও ইকুয়েডর। কাতারকে হারিয়ে এই গ্রুপে সবার আগে পয়েন্টের খাতা খুলল লাতিন আমেরিকার দেশটি। এই গ্রুপের অন্য দুদল হলো সেনেগাল ও নেদারল্যান্ডস।

এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই দলই এদিন প্রচুর ফাউল করে। কাতারের ১৫ ফাউলের বিপরীতে ইকুয়েডরও করে ১৫টি। এরমধ্যে কাতারের ৪ এবং ইকুয়েডরের ২ ফুটবলার হলুদ কার্ড দেখে।