কাতার বিশ্বকাপ: স্টেডিয়ামে যা করা যাবে না

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

ছবি- সংগৃহীত

২০১০ সালে ২০২২ বিশ্বকাপ আয়োজক হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নাম ঘোষনা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপের স্বাগতিক দেশ হওয়ার পর থেকেই শুরু
হয় সমালোচনা। যতই টুর্নামেন্টের সময় ঘনিয়ে আসছে, ততই সমালোচনা বাড়তে থাকে।

অবশেষে সব আলোচনা-সমালোচনাকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারেই পর্দা উঠলো ফিফা বিশ্বকাপের ২২তম আসর। স্বাভাবিকভাবেই এবারের আয়োজন নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা একটু বেশি কাজ করছে।

সম্পূর্ণ মুসলিম দেশে হওয়ায় অন্যান্যবারের চেয়ে এবারের নিয়ম-কানুন, বিধি-নিষেধগুলো একটু অন্যরকম। গুটিকয়েক নিয়মে শিথিলতা আনলেও মুসলিম দেশ হিসেবে কাতার অনেক কিছুর জন্যই নিজেদের নিয়ম পরিবর্তন কিংবা পরিমার্জন করেনি।

রোববার (২০ নভেম্বর) শুরু হওয়া এই বিশ্বকাপ প্রায় মাসব্যাপী চলবে। এই আসরের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। সেজন্য কাতারের পাঁচটি শহরে নান্দনিকতার ছোঁয়ায় আটটি স্টেডিয়াম সাজানো হয়েছে। এবারের আসরে ৩২ দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ হবে ৬৪টি।

এবার আসুন জেনে নেই, কাতার বিশ্বকাপে কী করা যাবে, কী যাবে না।

পোশাক: মুসলিম দেশ হওয়ায় এবারের বিশ্বকাপে নারীর পোশাকের শালীনতার উপর জোর দেওয়া হয়েছে। খেলা চলাকালীন স্টেডিয়ামে নারী-পুরুষ প্রত্যেক দর্শককে অবশ্যই সম্পূর্ণ পোশাক পড়তে হবে। অর্থ্যাৎ স্টেডিয়ামে খেলা দেখার সময় উম্মাদনায় নগ্ন কিংবা অর্ধ নগ্ন হওয়া যাবে না।

Nagad

অ্যালকোহল: খেলা চলাকালীন মাদকাসক্ত অবস্থায় স্টেডিয়ামে ঢোকা যাবে না। এছাড়া স্টেডিয়ামে মাদক বহনও করা যাবে না। কর্তৃপক্ষ পুরো টূর্ণামেন্টজুড়ে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে। এ বিষয়ে ফুটবল ভক্তদের পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, যদি কাউকে অ্যালকোহল পানরত কিংবা জনসমক্ষ মাতাল অবস্থায় পাওয়া যায় তবে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। শাস্তির মধ্যে রয়েছে ছয় মাস পর্যন্ত জেল বা জরিমানা।

নিষিদ্ধ অন্য জিনিসপত্র: বোতল, কাপ বয়ম, ক্যান বা অন্য কোনও ধরণের বন্ধ বা ক্যাপড রিসেপ্ট্যাকল যা নিক্ষেপ করা যেতে পারে বা আঘাত করতে পারে- এমন সব জিনিসপত্র বহন করা যাবে না।

স্টেডিয়ামে যে কোনও ধরণের খাবার, পানি বহন করতে পারবে না ফুটবল ভক্তরা। এছাড়া স্ফীত আইটেম যেমন বেলুন বহন করতে পারবে না। স্টেডিয়ামে খেলা চলাকালী রাজনৈতিক আলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ভুভুজেলা এবং বাদ্যযন্ত্র: একসময় বিশ্বকাপে ভুভুজেলা নিয়মত বাজানো হলেও এবারের কাতার বিশ্বকাপে এই জিনিসিটি নিষিদ্ধ করেছে আয়োজন দেশ। ভুভুজেলার সাথে সাথে অত্যাধিক আওয়াজ তৈরি করে এমন সব বাদ্যযন্ত্র নিয়েও স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ভক্তদের সাথে থাকা ব্যাগের দৈর্ঘ্য: ফুটবল ভক্তদের সাথে থাকা ব্যাগের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে, এমন ব্যাগ নিতে হবে যেগুলো নিজ নিজ আসনের নিচে রাখা যায়। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কোনোভাবেই ৭৫ সেন্টিমিটারের বেশি হবে না।

কর্তৃপক্ষ বলছে, নিয়মগুলো না মানলে কেউ খেলা তো দেখতেই পারবে না উপরন্তু জেল ও জরিমানার শিকার হতে হবে।

সারাদিন/২১ নভেম্বর/এমবি