স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সম্মেলন

স্বাচিপের সম্মেলন: কারা হচ্ছেন সভাপতি, মহাসচিব

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

শুরু হচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সম্মেলন। দীর্ঘ সাত বছর পরে সংগঠনটির আগমীকাল শুক্রবার (২৫ নভেম্বর) সংগঠনটির জাতীয় সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে সারাদেশে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এই সম্মলনে ২০ হাজার চিকিৎসকরা উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।

এবারের এই জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক শহিদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, ১৯৯৩ সাল ২৪ ডিসেম্বর প্রথম স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউ এর প্রথম উপাচার্য প্রয়াত অধ্যাপক ডা. এম কাদেরি-কে সভাপতি ও মোস্তফা জালাল মহিউদ্দিন-কে মহাসচিব করে প্রথম কমিটি গঠিত হয়। পরবর্তীতে ২০০৩ সাথে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে সাবে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক-কে সভাপতি ও অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান-কে মহাসচিব করে দ্বিতীয় কমিটি গঠিত হয়। এরপর ২০১৩ সালে তৃতীয় অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান- কে সভাপতি, ও ডা. এম এ আজিজকে মহাসচিব করে তৃতীয় কমিটি গঠিত হয়।

সময়ে বিবর্তনে-আওমীয়া লীগ সরকার দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কারণে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর -কর্মকাণ্ডে ঢিলেমি, কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। এজন্য সারাদেশের স্বাধীনতার পক্ষের চিকিৎসকরা-এই কাউন্সিলের মাধ্যমে নতুন গতিশীল নেতৃত্বের মাধ্যমে উজ্জীবিত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। সরেজমিনে দেখা যায়, এই সম্মেলনকে ঘিরে বেশ কয়েকদিন যাবত স্বাচিপ অফিসে জমজমাট অবস্থা বিরাজ করছে।

আসন্ন সম্মেলনের নানা বিষয় নিয়ে কথা হয় সংগঠনের একাধিক সদস্যের সঙ্গে। তাদের সাথে কথা বলে জানা যায়, সবাই নতুন নেতৃত্বের আশা করছেন। সে ক্ষেত্রে নেতা কর্মীদের দাবি-পরিচ্ছন্ন ইমেজের পরিশ্রমী, ত্যাগী, ও গ্রহণযোগ্য, মুজিব আদর্শের নিবেদিত প্রাণ- চিকিৎসকদের নেতৃত্ব মধ্যে দিয়ে তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চান। তারা মনে করছেন সংগঠনের চিরচেনা ঐতিহ্যে ফিরে পেতে পরিশ্রমী, স্বাধীনতার সপক্ষের শক্তি’র দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন।

ইতোমধ্যে অনেকেই নিজেদের সভাপতি, মহাসচিব প্রার্থী ঘোষণা করে, বিভিন্ন পোস্টার, ফেস্টুন, লাগিয়ে, প্রচার-প্রচারণা করছেন।

Nagad

এদিকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচিত বেশ কয়েকজন হচ্ছেন, অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ও বর্তমান বিএসএমএমইউ এর স্বাচিবের আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাছার রিভভী প্রমুখ বেশ আলোচিত।

মহাসচিব পদে- ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডা. তারেক মেহেদী পারভেজ, ডা. জুলফিকার লেলিন, অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. কাজল কর্মকার আলোচিত।

কর্মীদের মুখে সভাপতি পদে অধ্যাপক ডা. আবু নাসের রিজভির নাম, মহাসচিব পদে ডা. জুলফিকর লেলিন-এর নাম বেশ জোড়োলো ভাবে শোনা যাচ্ছে।

সারাদিন. ২৪ নভেম্বর. আরএ