আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২

বাজারদর
শীতের সবজির প্রাচুর্য, দাম বাড়তি

শীত জেঁকে বসার আগে অগ্রহায়ণ মাসে পাওয়া যায় আগাম মৌসুমি সবজি। অধিক লাভের আশায় কৃষকেরা শীতকালীন এসব সবজি চাষ করে থাকেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো। এতে মৌসুমের শুরুতে বাজারে আসতে শুরু করেছে হরেক রকম শীতের সবজি। সরবরাহ ভালো থাকলেও সবজির দাম কিছুটা বাড়তি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ও কৃষি মার্কেট বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। এই দুই বাজারে শিম কেজি প্রতি ৫০-৬০ টাকা, মানভেদে বেগুন ৫০-৮০ টাকা, ওলকপি ৫০-৬০ টাকা, দেশি গাজর ৬০-৮০ টাকা, কাঁচা টমেটো ৮০-১০০ টাকা, লাল টমেটো ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।মানভেদে বাজারে একটি ফুলকপি ৪০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাঁধাকপি ও ফুলকপির আকার ছোট হলে কমেও পাওয়া যাচ্ছে। লাউয়ের ক্ষেত্রেও তা-ই। আকার ও মানভেদে প্রতিটি লাউয়ের দাম ৪০ থেকে ৬০ টাকা। কেজি প্রতি কাঁচা মরিচের দাম ৬০-৮০ টাকা। আর পাতাসহ নতুন পেঁয়াজের প্রতিটি আঁটি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। সূত্র; প্রথম আলো

যশোরে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী
নৌকায় ভোট দিলে আরো উন্নয়ন হবে
► গুজবে কান দেবেন না ► ব্যাংকে যথেষ্ট টাকা আছে ► ভবদহের নাব্যতা ফেরানো হবে

যশোরে দলের জনসভা থেকে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবারও দেশবাসীর প্রতি আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভয় দেন এই বলে, ‘রিজার্ভের কোনো সমস্যা নেই। ব্যাংকে টাকা নেই—এ কথা মিথ্যা। কেউ গুজবে কান দেবেন না। ’ প্রধানমন্ত্রী ড্রেজিং করে ‘যশোরের দুঃখ’ ভবদহ নদীর নাব্যতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।গতকাল বিকেলে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে নির্বাচনী জনসভা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশস্থল ছাড়াও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। জনসভায় আধাঘণ্টার কিছু বেশি সময় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সূত্র: কালের কণ্ঠ

গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ ইইউ

গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।ইইউভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্যাসের একক সর্বোচ্চ দাম নির্ধারণের বৈঠকে বসেন। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টিতে একমত হতে পারেননি তারা। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গ্যাসের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার ব্যাপাইউরোপীয় ইউনিয়ন যে চেষ্টা চালাচ্ছে তাকে হাঙ্গেরিসহ অনেকেই আন্তর্জাতিক গ্যাসের বাজারে বিভ্রান্তিকর হস্তক্ষেপ বলে মনে করছে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

যশোরে আওয়ামী লীগের বিশাল জনসভায় শেখ হাসিনা
ভোট দিন, যা চাইবেন বেশি দেব
♦ উন্নয়ন দিয়েছি ওয়াদা দিন নৌকায় ভোট দেবেন ♦ রিজার্ভ কিংবা ব্যাংকে টাকার কোনো সমস্যা নেই ♦ রক্ত আর হত্যা ছাড়া দেশকে কিছুই দেয়নি বিএনপি, তাদের কাজ গুজব ছড়ানো কান দেবেন না ♦ আড়াই বছর পর ঢাকার বাইরে জনসভায় বক্তব্য –

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর বাকি থাকলেও আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নামলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমুদ্রে দক্ষিণাঞ্চলের মানুষকে আগামী দিনে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিগত দিনেও দেশের উন্নয়ন করেছি, আপনারা সুযোগ দিলে আগামী দিনেও উন্নয়ন করব। কাজেই ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। এ সময় উপস্থিত লাখো জনতা দুই হাত তুলে আগামীতেও নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করেন। ‘নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই’ জয় বাংলা-জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে যশোর জেলা নেতারা বেশকিছু দাবি করেন, এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যা চাইবেন, আমি তার চেয়ে বেশি করেছি, আরও বেশি দেব’।
যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় কয়েক লাখ মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ আড়াই বছর পর প্রথম ঢাকার বাইরে জনসভা করেন। গোটা মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। সূত্র: বিডি প্রতিদিন।

অব্যবহূত থাকছে বরাদ্দ জমি
বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না হাই-টেক পার্ক

তথ্যপ্রযুক্তি খাত বিকাশের উদ্দেশ্য থেকে দেশের বিভিন্ন স্থানে হাই-টেক পার্ক নির্মাণ করছে সরকার। এরই মধ্যে গাজীপুর, সিলেট ও রাজশাহীতে তিনটি হাই-টেক পার্কের নির্মাণকাজ শেষও হয়েছে। পার্কগুলোয় কার্যক্রম চালাচ্ছে খুবই স্বল্পসংখ্যক প্রতিষ্ঠান। বিনিয়োগকারীরা শুরুতে আগ্রহ দেখালেও দিনে দিনে তা কমে এসেছে। জমি বা ফ্লোর স্পেস বরাদ্দ নেয়ার পর উৎপাদন শুরুর জন্য নতুন করে বিনিয়োগ করছেন না তারা। এখন পর্যন্ত হাই-টেক পার্কগুলোয় বিপুল পরিমাণ জায়গা বরাদ্দ হলেও তা অব্যবহূতই পড়ে থাকছে।তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১০ সালে গঠন করা হয় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)। বিএইচটিপিএর অধীনে এখন হাই-টেক পার্ক, আইটি পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারসহ মোট ৯২টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে হাই-টেক পার্কের সংখ্যা চার। আইসিটি খাতের বৃহৎ পরিসরের উৎপাদন হাব হিসেবেই গড়ে তোলার লক্ষ্য থেকে হাই-টেক পার্কগুলো নির্মাণের উদ্যোগ নেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এর মধ্যে সবার আগে উৎপাদনে এসেছে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটি। এছাড়া সিলেট ও রাজশাহীতে নির্মিত হাই-টেক পার্কে কয়েকটি প্রতিষ্ঠান স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। রাজশাহীর হাই-টেক পার্কে দুই বছর আগেই উৎপাদন কার্যক্রম শুরু হলেও এখনো তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। এছাড়া সম্প্রতি ঢাকার দোহারে চতুর্থ ও সর্বশেষ হাই-টেক পার্কটি নির্মাণে গৃহীত প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। সূত্র: বণিক বার্তা।

বিদেশি ঋণেও যুদ্ধের ধাক্কা

বিদেশি ঋণ প্রবাহেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা লেগেছে। যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও বেশ চাপে পড়েছে। বিদেশি মুদ্রার রিজার্ভ বা সঞ্চয়ন কমছেই। এই চাপ সামাল দিতে সবচেয়ে বেশি প্রয়োজন এখন কম সুদের বিদেশি ঋণ-সহায়তা। কিন্তু তেমনটি না হয়ে উল্টো কমছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২০২১-২২ অর্থবছরে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের বেশি বিদেশি ঋণ পেয়েছিল বাংলাদেশ, যা ছিল আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। দুই বছরের করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় চাপে পড়া অর্থনীতিকে সামাল দিতে কম সুদের বিশাল অঙ্কের এই ঋণ বেশ অবদান রেখেছিল।কিন্তু বিদেশি ঋণে সেই জোয়ার আর নেই, এখন প্রতি মাসেই কমছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে মোট ১৯৭ কোটি ৬ লাখ (১.৯৭ বিলিয়ন) ডলারের ঋণ-সহায়তা পেয়েছে বাংলাদেশ। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কম। গত ২০২১-২২ অর্থবছরের এই ৪ মাসে ২৬২ কোটি ৬২ লাখ (২.৬২ বিলিয়ন) ডলারের ঋণ ছাড় করেছিল দাতারা। সূত্র: দৈনিক বাংলা।

ব্যাংকের তারল্য সংকট ও রিজার্ভ নিয়ে যশোরের জনসভায় যা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী জাতীয় নির্বাচনে মানুষ যেন নৌকা মার্কায় ভোট দেয়, যশোরের জনসভায় উপস্থিত লোকজনের কাছে সেই ‘ওয়াদা’ চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। চলমান রিজার্ভ ও ব্যাংকে তারল্য সংকটকে কেন্দ্র করে হওয়া আলোচনা ও সাম্প্রতিক সময়ে বিরোধী দল বিএনপির অভিযোগ নিয়েও কথা বলেন তিনি।যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের সমাবেশ থেকে বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন এই সমাবেশে শেখ হাসিনা প্রায় ৩৫ মিনিট বক্তব্য রাখেন। যা বলেছেন শেখ হাসিনা-জনসভায় রিজার্ভের অর্থ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার ব্যাখ্যা তুলে ধরেছেন শেখ হাসিন। সূত্র: বিবিসি বাংলা।

বিএনপি চায় নয়া পল্টন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখালেন সোহরাওয়ার্দী

আগামী ১০ ডিসেম্বর বিএনপি নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বৃহস্পতিবার বলেছেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিতে পুলিশকে বলেছেন তিনি।বিভাগে বিভাগে সমাবেশের পর আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। তারা নয়া পল্টনে সেই সমাবেশ করতে ইতোমধ্যে পুলিশের কাছে অনুমতি চেয়েছে। পুলিশ অনুমতি না দিলেও বিএনপি নেতারা নয়া পল্টনে সমাবেশ করতে অনড় অবস্থান নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অনুমতির ধার ধারছেন না। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বৃহস্পতিবারই বলেছেন, “(নয়া পল্টনে) অনুমতি দিলেও করব, না দিলেও করব।” সূত্র: বিডি নিউজ

ডিসেম্বর থেকে দ্বিগুণ মূল্যের ১,৪০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ পাবে পিডিবি
ডলার সংকট এবং বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মাসকয়েক ধরেই লোডশেডিং এর কবলে পড়ে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, আগামী ডিসেম্বর থেকেই ১,৪০০ মেগাওয়াট কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। গ্রিডে এই অতিরিক্ত বিদ্যুৎ আসবে- নবনির্মিত ১,৩২০ মেগাওয়াট সক্ষমতার রামপাল এবং ভারতের আদানি গ্রুপের ১,৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। প্রাথমিকভাবে দুটি কেন্দ্র থেকেই তাদের সক্ষমতার অর্ধেক সরবরাহ পাওয়া যাবে। এরমধ্যে ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ আন্তঃসীমান্ত সঞ্চালন লাইনের মাধ্যমে আমদানি করা হবে।তবে আগে যতোটা প্রক্ষেপণ করা হয়েছিল, বিশ্ববাজারে কয়লার দাম বাড়ার কারণে– উভয় প্ল্যান্ট থেকেই বিদ্যুৎ কেনার খরচ তার চেয়ে অনেকটা বেশি হবে। রামপাল থেকে প্রতি কিলোওয়ান্ট ঘণ্টা (বা এক ইউনিট) বিদ্যুৎ ক্রয়ের ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৭.৭ টাকা, এখন লাগবে ১৪ টাকা। একইভাবে, প্রাথমিকভাবে ৮.৭১ টাকা প্রাক্কলন করা হলেও গোড্ডার বিদ্যুতের দাম পড়বে ১৫ টাকা। বর্তমানে শুধু তেল-ভিত্তিক বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১৫ টাকা। ইতঃপূর্বে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এবং ব্যয় সাশ্রয়ে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝোঁকে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড্

ভরা মৌসুমেও চড়া দাম শীতের সবজির

নিত্যপণ্যের অস্বাভাবিক দামে নাভিশ্বাস মানুষের। চাল, ডাল, ডিম, চিনি ও তেলসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। শীতের সবজিতেও ফেরেনি স্বস্তি। শুধুমাত্র মুলা ও পেঁপের দাম কিছুটা কম। ভরা মৌসুম চললেও এই দুই পদের সবজি ছাড়া অন্য প্রায় সব সবজির দাম চড়া। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শীতকালীন সবজির প্রচুর আমদানি রয়েছে। কিন্তু সে অনুযায়ী দাম কমেনি। এ নিয়ে ক্রেতাদের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও দোকান ভাড়া, আমদানি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।বাজারে সবজির দাম জানতে চাইলে খিলগাঁও তালতলা সিটি করপোরেশনের কাঁচাবাজারের বিক্রেতা শফিক মিয়া জাগো নিউজকে বলেন, পেঁপে ৩০ আর মুলা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শীতকালীন অন্যান্য সবজি ৫০ থেকে ৬০ টাকায় কেনাবেচা চলছে। মৌসুমি সবজি ছাড়া অন্যান্য সবজি ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সূত্র: জাগো নিউজ