আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে পোল্যান্ডের প্রস্তাব

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠাতে পোল্যান্ডের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। খবর রয়টার্সের
গতকাল বৃহস্পতিবার বার্লিন পরিষ্কার করে বলে দিয়েছে, এই প্রতিরক্ষাব্যবস্থা শুধু পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত এলাকায় ব্যবহারের জন্য প্রযোজ্য। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের তৈরি প্যাট্রিয়টের মতো স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো মূলত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়।গত সপ্তাহে পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র পড়ে। এতে দুজন নিহত হন। এই ঘটনার পর দেশটির আকাশসীমার সুরক্ষায় ওয়ারশকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় বার্লিন।গত বুধবার পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বলেন, ওই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তাঁর দেশের বদলে ইউক্রেনে পাঠাতে তিনি জার্মানিকে অনুরোধ করেছেন। সূত্র: প্রথম আলো

জাতিসংঘে জেলেনস্কি
মানবতাবিরোধী অপরাধ করছে রাশিয়া

জাতিসংঘে দেওয়া বক্তব্যে রাশিয়াকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ দায়ে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিউ ইয়র্ক সময় গত বুধবার রাতে বক্তব্য দেন তিনি। নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়ার ‘সন্ত্রাসের সূত্র’ শূন্য ডিগ্রির নিচে ঠাণ্ডায় লাখ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ, ঘর গরমের ব্যবস্থা এবং পানি সরবরাহ ছাড়া থাকতে বাধ্য করেছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরম দুর্ভোগের জন্য শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।
শীত শুরু হয়ে যাওয়ায় ইউক্রেনজুড়ে তুষারপাত হচ্ছে। তাপমাত্রা এরই মধ্যে শূন্য ডিগ্রির নিচে নেমে এসেছে। এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় মানুষ মুখোমুখি হয়েছে চরম দুর্ভোগের। গতকাল বৃহস্পতিবার সকালে কিয়েভ ছিল ঘন কুয়াশায় মোড়া। সূত্র: কালের কণ্ঠ

গোড়ালির চোটে নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা

বিশ্বকাপের সঙ্গে যেন নেইমারের আড়ি। ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা নেইমার ভয়াবহ এক চোটে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। পরের আসরে খেলেছিলেন ছয় মাস ইনজুরিতে ভোগার পর। এবার ফিট ও ইন ফর্ম নেইমার কাতারে এসেছিলেন।
ম্যাচের আগের দিন থিয়াগো সিলভা বলেছিলেন, এবার ভিন্ন নেইমারকে দেখা যাবে। কিন্তু সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই চোটে পড়েছেন নেইমার। এবারও বেশ কয়েকবার গুরুতর ট্যাকলের শিকার হন তিনি। কিন্তু ম্যাচের ১০ মিনিটে থাকতে তাকে করা ট্যাকল ছিল আর ভয়াবহ। যে কারণে মাঠ ছাড়তে হয় তার। নজুরিতে দলের ২-০ গোলের জয় সাইডলাইনে বসে দেখতে হয়েছে পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে। তার চোখে মুখে লেগে ছিল শঙ্কা। ব্রাজিল শিবির থেকে জানানো হয়েছে, নেইমারের গোড়ালি মচকে গেছে। নেইমারের পায়ের যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, গোড়ালি অনেকটা ফুলে গেছে। ব্রাজিল দলে এখন নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা। সূত্র: সমকাল

Nagad

চীনের জিনজিয়াংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১০

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী শহর উরুমকিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। সিনহুয়ার সংবাদে বলা হয় জানায়, ‘দগ্ধদের জরুরি চিকিৎসা দেওয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয় জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’
জিনজিয়াংয়ের এ অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: সমকাল

অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়ছে
যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক কার্যক্রম টানা পঞ্চম মাসে সংকুচিত

ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে টালমাটাল অর্থনীতি। রেকর্ড পর্যায়ে মূল্যস্ফীতির চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগ্রাসীভাবে সুদের হার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ। বাড়ছে অর্থনৈতিক মন্দার ঝুঁকিও। জ্বালানি ও খাদ্যে ব্যয় বেড়ে যাওয়ায় অন্যান্য খরচ কমিয়ে দিয়েছেন ভোক্তারা। উচ্চ ব্যয়ের কারণে চাপে রয়েছেন উৎপাদকরাও। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক কার্যক্রম নিম্নমুখী রয়েছে। এ নিয়ে টানা পঞ্চম মাসের মতো নভেম্বরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির শিল্পোৎপাদন ও পরিষেবা কার্যক্রম সংকুচিত হয়েছে। খবর রয়টার্স। চলতি মাসে পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের (পিএমআই) সমীক্ষায় শিল্পোৎপাদন ও পরিষেবা উভয় খাতের প্রতিষ্ঠানগুলো দুর্বল চাহিদার কথা জানিয়েছে। এতে নতুন ক্রয়াদেশ আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছে। রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবালের যুক্তরাষ্ট্রের উৎপাদন ও পরিষেবা খাত অন্তর্ভুক্ত থাকা ফ্ল্যাশ কম্পোজিট পিএমআই নভেম্বরে ৪৬ দশমিক ৩ পয়েন্টে নেমেছে। অক্টোবরেও এ সূচক ৪৮ দশমিক ২ পয়েন্টে ছিল। পিএমআই ৫০ পয়েন্টের নিচে সংকোচন এবং এর ওপরে প্রসারিত হওয়ার চিত্র তুলে ধরে। সূত্র: বণিক বার্তা।

অবশেষে, জেলখানা থেকে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর তখতে!

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রায় তিন দশকের অক্লান্ত লড়াইয়ের পর অবশেষে লক্ষ্যে পৌঁছতে পারলেন ৭৫ বছর বয়সি এই রাজনীতিবিদ। মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ বৃহস্পতিবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। খবর রয়টার্সের।মালয়েশিয়ার সাম্প্রতিকতম নির্বাচনে আনোয়ারের নেতৃত্বাধীন প্রগতিশীল ব্লক সবচেয়ে বেশি আসন পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আনোয়ারের জোট পায় ৮২টি আসন, মুহিউদ্দিন ইয়াসিনের দল পায় ৭৩ আসন, আর ক্ষমতাসীন জোট পায় ৩০টি। তবে ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ছিল ১১২ আসন। অন্যদিকে কোনো দলই অন্য কোনো দলকে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য সমর্থন দিতে রাজি হয়নি। তাই শেষতক প্রধানমন্ত্রী ঠিক করার দায়িত্ব পড়ে সুলতানের ওপর। সুলতান প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন আনোয়ার ইব্রাহিমকে।বহু ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পথ পাড়ি দিয়ে অবশেষে প্রধানমন্ত্রী হতে পারলেন আনোয়ার ইব্রাহিম। গত তিন দশকে এই পদটি বারবার তার হাতের নাগালে এসেও মুঠো ফসকে বেরিয়ে গেছে। বহুবার প্রধানমন্ত্রীর চেয়ারের কাছাকাছি পৌঁছেছেন তিনি। প্রথমে ১৯৯০-এর দশকে হন উপপ্রধানমন্ত্রী। তারপর ২০১৮ সালেও প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় ছিলেন।এর মধ্যে প্রায় এক দশক সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাভোগ করেন আনোয়ার ইব্রাহিম। যদিও এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দানি করেছেন তিনি। মাহাথির মোহাম্মদ একবার আনোয়ারকে তার বন্ধু বলে উল্লেখ করেছিলেন। এমনকি আনোয়ারকে তার উত্তরসূরিও নির্বাচন করেছিলেন। কিন্তু পরে সমকামিতার অভিযোগ ওঠার পর আনোয়ারকে তিনি নেতৃত্ব দেওয়ার অযোগ্য ঘোষণা করেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

‘রাষ্ট্রবিরোধী অপপ্রচার’র অভিযোগে ইরানের ফুটবল তারকা গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী অপপ্রচার’র অভিযোগ তুলে ইরানের আলোচিত ফুটবল তারকা ভোরিয়া গাফৌরিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানি কুর্দিদের অধিকারের পক্ষে স্পষ্টভাষীদের অন্যতম একজন হিসেবে দেখা হয় গাফৌরিকে।গত বৃহস্পতিবার নিজের ক্লাব ফুলাদ খুজেস্তানের প্রশিক্ষণ সেশন শেষে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের অনলাইনে এ খবর জানানো হয়েছে। সরকারের কট্টর সমালোচক গাফৌরির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগের পাশাপাশি জাতীয় ফুটবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগও তোলা হয়েছে।যদিও ইরানের ফুটবল দল গত ২১ নভেম্বর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সরকারবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে জাতীয় সংগীতে গলা মেলায়নি। ইরানের ফুটবলাররা বলেছেন, পুলিশি হেফাজতে তরুণী মাশা আমিনির মৃত্যুর জের ধরে ইরানে চলমান যে সরকারবিরোধী আন্দোলন- সূত্র: দৈনিক বাংলা।

ইরানে দমন-পীড়নের ঘটনার বিষয়ে তথ্যানুসন্ধান করবে জাতিসংঘ মিশন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল ইরানে সরকার বিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনা অনুসন্ধানের জন্য একটি তথ্যানুসন্ধান মিশন গঠনের পক্ষে ভোট দিয়েছে।পশ্চিমা কূটনীতিকরা বলছেন স্বাধীন এই তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে এবং দেশটির নারীদের সমর্থন করে শক্ত বার্তা দেয়া হবে।
ইরান এ ধরণের মিশনকে আগ্রাসী রাজনৈতিক তৎপরতা হিসেবে বর্ণনা করেছে। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার সংস্থারপ্রধান ভলকার টার্ক সংকটের জন্য সতর্ক করেছেন। তিনি বলেন গত নয় সপ্তাহে প্রায় ১৪ হাজার মানুষকে আটক করা হয়েছে এবং তিনশ মানুষের মৃত্যু হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সূত্র: বিবিসি বাংলা।

রাশিয়ার হামলার পর বিদ্যুৎ ফেরানোর লড়াইয়ে ইউক্রেইন

চলতি সপ্তাহে রাশিয়ার ব্যাপক হামলার পর দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৫০ শতাংশ এখন আর মেটানো যাচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেইন। দেশটির বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনারগো জানিয়েছে, অবকাঠামো মেরামত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তারা কিন্তু এখন এ কাজে আরও বেশি সময় লাগছে। রাজধানী কিইভসহ ১৫টি অঞ্চলে বিদ্যুৎ ও পানি না থাকায় পরিস্থিতিকে ‘অত্যন্ত কঠিন’ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ইউক্রেইনজুড়ে শীত জেঁকে বসছে, হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে তুষারপাত হচ্ছে। হাইপোথার্মিয়ায় দেশজুড়ে লোকজন মারা যেতে পারে বলে আশঙ্কা বিরাজ করছে।বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কিইভের প্রায় ৭০ শতাংশ বাসিন্দা ঘুম থেকে জেগে উঠে দেখেছে বিদ্যুৎ নেই। সূত্র: বিডি নিউজ

অ্যাডিডাসের নকল ভারতে, নাম ‘অজিতদাস’

সব মানুষই জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য কিনতে চান। কিন্তু অজান্তে নকল ব্র্যান্ডের জামাকাপড় বা জুতা কিনে ফেলেন অনেকেই। প্রথম দেখায় এসব পণ্যের আসল-নকল পার্থক্য করা বেশ কঠিন। আর তারই সুযোগ নেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের ক্ষেত্রেও তা-ই হয়েছে। ভারতের বাজারে এর নকল বেরিয়েছে, নাম ‘অজিতদাস’। এটির লোগো তৈরি হয়েছে পুরোপুরি অ্যাডিডাসের অনুকরণে। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি টুইটারে একটি ছবি আপলোড করেছেন। এতে একটি সাদা জুতা দেখা যাচ্ছে, যা একনজর দেখলে একদমই একটি অ্যাডিডাসের বলে মনে হবে। রয়েছে চেনা সেই লোগো এবং তিন-স্ট্রাইপ ট্রেডমার্ক। সূত্য: জাগো নিউজ