আবেগঘন বার্তা: ‘কখনও কারো ক্ষতি কামনা করিনি বরং সাহায্য করেছি’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

ছবি- সংগৃহীত

অমিত প্রতিভা নিয়ে বিশ্ব ফুটবলে আবির্ভাব হয়েছিল যার নাম নেইমার জুনিয়র। তিনি বিশ্বসেরাদের একজন ফুটবলার। লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল এই তারকাকে অন্যতম সেরা লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে হরহামেশাই তুলনা করা হয় তাকে। কিন্তু ইনজুরিতে পড়ে প্রতিভার প্রতিফলন যেন মাঠেই চাপা পড়ে গেছে সেলেসাও এই তারকার।

তার প্রতিভার অর্ধেক ঝলকই যেন চাপা পড়ে রইলো চোটে। দীর্ঘ ২০ বছরের শিরোপা খরা ঘুচানোর স্বপ্ন নিয়েই কাতার বিশ্বকাপে এসেছিল ব্রাজিল। নেইমারকে ঘিরেই হেক্সা মিশনের পরিকল্পনা সাজিয়েছিলেন কোচ তিতে। কিন্তু চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোড়ালির চোটে পড়ে গেলেন ৩০ বছরের এই তারকা। ফলে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে তো খেলতে পারবেনই না, শেষ হয়ে যেতে পারে পুরো বিশ্বকাপটাই!

সার্বিয়ার বিপক্ষে চোট পাওয়ার পর তাই বোধ হয় সাইডবেঞ্চে বসে নীরবে চোখের জল মুছছিলেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিলেন এক আবেগী বার্তা। যার পুরোটা জুড়ে রইলো একরাশ হতাশা আর না পাওয়ার কষ্ট।

নেইমারের সেই আবেগঘন ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো…

‘এই শার্টটি (জার্সি) পরে আমি যে গর্ব এবং ভালোবাসা অনুভব করি তা বর্ণনাতীত। ঈশ্বর যদি আমাকে জন্মের জন্য একটি দেশ বেছে নেওয়ার সুযোগ দেন, তা হবে ব্রাজিল।

আমার জীবনে কিছুই প্রদত্ত বা সহজ ছিল না। আমাকে সবসময় আমার স্বপ্ন এবং আমার লক্ষ্যগুলোকে তাড়া করতে হয়েছে। কখনও কারো ক্ষতি কামনা করিনি বরং যাদের দরকার তাদের সাহায্য করেছি।

Nagad

আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি… এবং আবারও একটি বিশ্বকাপে। আমি ইনজুরিতে পড়েছি। হ্যাঁ, এটা বিরক্তিকর, এটি কষ্ট দেয়। তবে আমি নিশ্চিত যে আমি ফিরে আসার সুযোগ পাব। কারণ আমি আমার দেশ, আমার সতীর্থ এবং নিজেকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

শত্রুরা আমাকে এভাবে বিধ্বস্ত করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবে? কখনই না! আমি অসম্ভবের পুত্র এবং আমার বিশ্বাস অসীম।’

উল্লেখ্য, ২০১৪ সালেও ঘরের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিঠের চোটে পড়েছিলেন নেইমার। সেবার হেরেলো ব্রাজিল।

সারাদিন. ২৬ নভেম্বর.