আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

ঢাকা-আশুলিয়া
কঠিন শর্তের চীনা ঋণে আরেকটি উড়ালসড়ক

চীনের কঠিন শর্তের ঋণ ও চীনা ঠিকাদারের মাধ্যমে ঢাকায় আরেকটি উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত এই উড়ালসড়ক ২০২৬ সালে চালুর কথা রয়েছে, যার নাম ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক। উড়ালসড়কটি নির্মিত হলে যাতায়াত সহজ হবে। শাহজালাল বিমানবন্দরের কাছে যেখান থেকে এ উড়ালসড়কের শুরু, সেখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামের আরেকটি উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ উড়ালসড়ক তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে রেললাইন ধরে যাত্রাবাড়ীর কুতুবখালীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে।
এর সঙ্গে যুক্ততা থাকবে মেয়র হানিফ উড়ালসড়কেরও। সরকার বলছে, ঢাকা-আশুলিয়া ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে—এই উড়ালসড়ক দুটি চালু হলে তা দেশের ছয়টি জাতীয় মহাসড়ককে যুক্ত করবে। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৫ থেকে ২৬টি জেলার সঙ্গে দেশের পূর্বাংশ ও দক্ষিণের যোগাযোগ দ্রুতগতির হবে। ঢাকার ভেতর দিয়ে যানবাহন চলবে যানজট এড়িয়ে।সূত্র: প্রথম আলো

বেসরকারি খাতের নেতৃত্বে ২০৪০ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি
বাংলাদেশ নিয়ে বোস্টন গ্রুপের প্রতিবেদন

আগামী দু-এক দশকের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। এ প্রবৃদ্ধি ও উন্নয়নের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বেসরকারি খাতের কম্পানিগুলো। এসব প্রতিষ্ঠান মেধাবী তরুণদের নিয়োগ করছে এবং শক্তি, আত্মবিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নিজেদের বিশ্বমানের ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে। বহুজাতিক কম্পানিগুলোর সঙ্গে তুমুল প্রতিযোগিতা করে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি আদায় করছে।তাদের এ অর্জনের মধ্য দিয়ে ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের মাইলফলক অর্জনের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশও।যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বোস্টন কনসাল্টিং গ্রুপ সম্প্রতি বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি এবং সাম্প্রতিক বছরগুলোতে বিপর্যয়ের পরও কিভাবে দেশটির অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার ওপর আলোকপাত করে একটি সমীক্ষা পরিচালনা করে। গতকাল শুক্রবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দ্য ট্রিলিয়ন-ডলার প্রাইজ-লোকাল চ্যাম্পিয়নস লিডিং দ্য ওয়ে’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়। সূত্র: কালের কণ্ঠ

আবার গায়েবি মামলা
এত্ত ককটেল বিস্ফোরণ কেউ শোনেনি, দেখেনি

চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে রাতের বেলায় বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরিত হয়েছে! উদ্ধারও হয়েছে প্রচুর! পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর হয়েছে! গত বুধবার রাতে খোদ রাজধানীর কুড়িল বিশ্বরোডে মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ও বাস ভাঙচুর হয়েছে! কিন্তু স্থানীয়রা বিস্ফোরণ শোনেননি। সংঘর্ষও দেখেননি। মালিকরা জানিয়েছেন, বাস ভাঙচুর হয়নি। গণমাধ্যমে ‘বিস্ফোরণ, হামলা ও সংঘর্ষ’ হওয়ার খবর না এলেও মামলা হয়েছে! মামলার বাদী পুলিশ কিংবা আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আসামি বিএনপি নেতাকর্মী। অধিকাংশ মামলায় অভিযোগ হুবহু এক। এজাহারে বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীর গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ গেলে আসামিরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দা এবং কয়েকটি মামলার সাক্ষী সমকালকে জানিয়েছেন, ককটেল বিস্ফোরিত হয়নি। বিএনপির অভিযোগ- সবই গায়েবি মামলা। ২০১৮ সালের মতো ‘কাল্পনিক ঘটনায়’ মামলা দেওয়া হচ্ছে। সূত্র: সমকাল

Nagad

বিএনপির আন্দোলন মোকাবিলায় ডাক পাননি শরিকরা
মান ভাঙাতে ১৪ দল নিয়ে বসবেন প্রধানমন্ত্রী
১৪ দলীয় জোটের ঐক্য অটুট আছে : আমির হোসেন আমু * দেশ একটা সংকটকাল অতিক্রম করছে : হাসানুল হক ইনু * প্রধানমন্ত্রী প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও এক্সপার্টদের ওপর নির্ভর করছেন : দিলীপ বড়ুয়া

১৪ দলীয় জোটের অনেক নেতা সরকারের ভূমিকায় অসন্তুষ্ট। তাদের কেউ কেউ বিএনপির ধারাবাহিক আন্দোলনের এ পর্যায়ে নতুন করে জঙ্গি তৎপরতাকে রাজনৈতিক সংকট মনে করেছেন। তাদের অভিযোগ এই পরিস্থিতিতে সরকার প্রশাসন ও আমলানির্ভর হয়ে পড়েছে। শরিকদের কোনো মতামত গ্রহণ করছে না। ১৪ দলকে সক্রিয় করার বিষয়টিও চলছে ঢিমেতালে। এসব ঘটনায় অসন্তোষ প্রকাশ করে দু-একজন বক্তৃতা-বিবৃতিও দিচ্ছেন। এ পরিস্থিতিতে ১৪ দল নেতাদের মতামত জানতে তাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সঙ্গে শুক্রবার যুগান্তরের কথা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা (১৪ দল) একসঙ্গে আছি। তাদের যথাযথ মূল্যায়ন করা হয় বলেই আমাদের ঐক্য অটুট রয়েছে। বৈঠকে বসে তারা যেসব দাবি করেন তা সব সময় পূরণ করা হয়। সূত্র: যুগান্তর

ট্যারিফ নিয়ে আপত্তি
পদ্মা সেতুর মুনাফার ভাগ চায় রেল

পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন পরিচালনা করতে রেলওয়ের কাছে ট্যারিফ হিসেবে ৬ হাজার ২৫২ কোটি টাকা দাবি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতুর রেলওয়ে ডেক, ভায়াডাক্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ বাবদ এ অর্থ দাবি করেছে সংস্থাটি। এর বিপরীতে রেলওয়ে চাইছে, তারা দাবি করা ট্যারিফের টাকা পরিশোধ করবে, কিন্তু সেতু থেকে টোল বাবদ আদায় হওয়া মুনাফার ভাগ দিতে হবে তাদের। পদ্মা সেতুর ট্যারিফ নির্ধারণ বিষয়ে বৃহস্পতিবার রেল ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।৩০ হাজার ১৯৩ কোটি টাকা খরচ হয়েছে পদ্মা সেতু নির্মাণে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে সেতুতে রেলওয়ে অবকাঠামো তৈরি করতে ব্যয় হয়েছে ৬ হাজার ২৫২ কোটি টাকা। নির্মাণ ব্যয়ের এ টাকা ট্যারিফ বাবদ আদায়ে চলতি বছরের ২৪ এপ্রিল রেলওয়েকে একটি প্রস্তাব দেয় সংস্থাটি। ট্যারিফ বাবদ দাবি করা এ টাকার পরিমাণ পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের ১৭ দশমিক শূন্য ২৫ শতাংশ।সেতু কর্তৃপক্ষের প্রস্তাব পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ট্যারিফ নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদনও দাখিল করেছে কমিটি। বৃহস্পতিবারের সভায় প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। এসব সুপারিশের একটি হলো সেতু কর্তৃপক্ষের দাবি করা ট্যারিফ পরিশোধ করে সেতুর ১৭ দশমিক শূন্য ২৫ শতাংশ মুনাফা আদায়। ট্যারিফ নিয়ে দেয়া হয়েছে আরো দুটি বিকল্প প্রস্তাব। এর একটি হলো বঙ্গবন্ধু সেতুর মতো বার্ষিক এক-দেড় কোটি টাকা ট্যারিফ প্রদান। অন্যটি হলো পোন্টেজ চার্জ বা সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ট্যাক্স প্রদান। সূত্র: বণিক বাংলা।

ধীরগতির নিষ্পত্তিতে অর্থ পাচার মামলার স্তূপ জমে উঠছে

অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন সরকারি সংস্থার দায়ের করা মামলার সংখ্যা বছরের পর বছর ধরে ক্রমেই বাড়ছে। কিন্তু এসব মামলা নিষ্পত্তির হার একেবারেই কম।সূত্রমতে, দেশে ২০০৩ সালের পর থেকে এখন পর্যন্ত মোট অর্থ পাচারের মামলা দায়ের হয়েছে ৯৭৬টি। এসব মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ২০৩ টির।এ বছরের অক্টোবর পর্যন্ত গত পাঁচ বছরে অর্থ পাচারের মোট ৩২২টি মামলা দায়ের করা হয়। আর ২০১৬ সালে যে পরিমাণ মামলা দায়ের করা হয়, ২০২১ সালে তার দ্বিগুণ মামলা দায়ের করা হয়েছে। অথচ এই সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৬৪ টি মামলা। প্রায় ৫ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ৮৫৬টি মামলা বছরের পর বছর ধরে সারা দেশের বিভিন্ন বিচারিক আদালতে ঝুলে আছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগী
রাত আনুমানিক ১০টা। রাজধানীর বনানী এলাকায় সিএনজি অটোরিকশায় হৃদরোগে আক্রান্ত হন জহিরুল ইসলাম। আনা হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। প্রয়োজনীয় লাইফ সাপোর্ট না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট অথবা বড় কোনো বেসরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন দায়িত্বরতরা। নিকটদূরত্বের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নেওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা। মাত্র সাত কিলোমিটার পথ পাড়ি দিতে ২ হাজার টাকা দিতে হয় অ্যাম্বুলেন্স চালককে। সিন্ডিকেটের কারণে সুযোগ ছিল না দরকষাকষি বা অন্য অ্যাম্বুলেন্সে রোগী তোলার। পরদিন ফের অ্যাম্বুলেন্সে হৃদরোগ ইনস্টিটিউটে নিতে খরচ হয় আরও ৩ হাজার টাকা। জহিরুল ইসলাম নামের ওই রোগী আর বাঁচেননি। তবে মৃত্যুর আগে দেখে গেছেন চিকিৎসা খাতের পদে পদে অমানবিক নৈরাজ্য। চিকিৎসা খরচ জোগাড়ে যখন তার স্বজনরা হিমশিম খাচ্ছিলেন তখন রোগীর শারীরিক অবস্থার সুযোগ নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটগুলো পকেট কাটার নগ্ন খেলায় মেতেছিল। এদিকে গত বৃহস্পতিবার মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার আবদুল্লাহ ফয়েজকে অ্যাম্বুলেন্সে আনা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। এ জন্য তার পরিবারকে গুনতে হয়েছে ১১ হাজার টাকা। সূত্র: বিডি প্রতিদিন।

কর্ণফুলী টানেল দেশের জন্য লাভজনক হবে নাকি ‘বোঝা’ হয়ে থাকবে?
চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে বহুলেন সড়ক টানেল নির্মিত হচ্ছে সেটির দক্ষিণ টিউবের কাজ শেষ হয়েছে। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশীদ জানান, আগামী বছর জানুয়ারির শেষ নাগাদ পুরো টানেলের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।আর পুরো কাজ শেষ হলে তখন টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামে এই টানেলটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে।এর আগে ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং’কে সাথে নিয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই প্রকল্পটির নির্মাণ কাজ চলছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে।তাদের তথ্য অনুযায়ী, প্রকল্পটির মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯হাজার ৮৮০ কোটি টাকার বেশি। এর মধ্যে বাংলাদেশে সরকারের অর্থ সহায়তা থাকবে তিন হাজার ৯৬৭ কোটি টাকার মতো। বাকি টাকা আসবে চীনের কাছ থেকে। এই প্রকল্পটিতে চীন পাঁচ হাজার ৯১৩ কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

নিখোঁজ শিশুর গলাকাটা লাশ মিললো প্রতিবেশীর বাড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর পাঁচ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, শুক্রবার রাত ১০টার দিকে শহরের কান্দিপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।নিহত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার হাসান মিয়ার ছেলে। এ ঘটনায় বক্করের প্রতিবেশী সাব্বির নামে এক যুবককে আটকের কথা জানিয়েছে পুলিশ।স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বক্কর নিখোঁজ ছিলো। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার গালাকাটা লাশ দেখতে পায় পরিবারের লোকজন। সূত্র” বিডি নিউজ

বাগানে পড়ে ছিল প্রবাসীর স্ত্রীর লাশ
নিখোঁজের দুই দিন পর মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৌসুমি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী গ্রামের মানিক হাওলারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মিয়ার স্ত্রী। তিনি কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী দুটি শিশুসন্তান রয়েছে। সূত্র: দৈনিক আমাদের সময়