আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

ডলারের বদলে সোনা দিয়ে তেল কিনতে চায় ঘানা

বৈদেশিক মুদ্রার মজুত হিসেবে থাকা মার্কিন ডলারের পরিবর্তে সোনা দিয়ে জ্বালানি তেল কেনার এক পরিকল্পনা নিয়ে কাজ করছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাওউমিয়া গত বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার-বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব চলছে। আন্তর্জাতিক বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহৃত ডলারের চাহিদাও বেড়েছে। বিশেষ করে জ্বালানি তেল আমদানি করতে হয়, এমন দেশে ডলারের মজুত কমছে প্রতিনিয়তই। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। এমন এক পরিস্থিতিতে ডলার–সংকট কাটাতে এ পরিকল্পনার কথা জানাল ঘানা।আফ্রিকার দরিদ্র দেশ ঘানায় ডলারের সংকট চলছে। সরকারের হিসাবে, ২০২১ সাল শেষে ৯৭০ কোটি ডলার মজুত ছিল দেশটিতে। গত সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে, মোট বৈদেশিক মুদ্রার মজুত কমে দাঁড়ায় প্রায় ৬৬০ কোটি ডলারে। হাতে থাকা এই ডলার দিয়ে দেশটি তাদের তিন মাসের আমদানি ব্যয় পরিশোধ করতে পারবে। সূত্র: প্রথম আলো

ঐক্যবদ্ধ ভারতের ডাক দিচ্ছেন রাহুল
ভারত জোড়ো যাত্রা

সর্বভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর আলোচিত ‘ভারত জোড়ো যাত্রা’ দুই হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। এটি নির্ধারিত যাত্রাপথের অর্ধেকের বেশি। নানা দল ও মতের ভারতকে এক সুতায় বাঁধার অঙ্গীকার নিয়ে রাহুলের শুরু করা ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দিয়েছেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীও। ভারতের বিরোধী দলের এই কর্মসূচি এখন দেশের চলমান রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়।আগামী দিনে কংগ্রেসের ভগ্ন অবস্থা কাটাতে তথা ভারতের রাজনৈতিক পালাবদলে এ পদযাত্রা কর্মসূচি কতটা প্রভাব ফেলবে, সে আলোচনা বেশ জোরোশোরেই হচ্ছে।মহারাষ্ট্রের বিদর্ভ নামের দরিদ্র অঞ্চলটি কৃষকদের আত্মহত্যার ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়। কয়েক দিন আগে রাহুল সেখানকার কৃষকদের সঙ্গে দেখা করে বলেন, ‘আমি এই অভিযাত্রার মাধ্যমে আগামীর ভারতের ধারণার জন্য বিকল্প দৃষ্টিভঙ্গি তৈরির চেষ্টা করছি। ’
ভারতের প্রাচীনতম দল কংগ্রেস বর্তমানে দেশের ২৮টি রাজ্যের মাত্র দুটিতে ক্ষমতায় রয়েছে। স্বাধীনতা আন্দোলনের পর সবচেয়ে বেশি দিন দেশ শাসন করা দলটি অনেক দিন কেন্দ্রে ক্ষমতার বাইরে। ভোটের বাক্সে কঠিন বিপর্যয় সামলাতে লড়াই করছে তারা। সূত্র: কালের কণ্ঠ

ব্রাজিলের দুই স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলের দুটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শিক্ষকসহ এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছে আরও ১১ জন।শুক্রবার সকালে এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে ওই বন্দুকধারী বেশ করে একদল শিক্ষককে লক্ষ্য করে গুলি করে। এতে দুজন নারী নিহতসহ ৯ জন আহত হন। খবর এনডিটিভির। এরপর ওই বন্দুকধারী আরও একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক কিশোরী নিহতসহ দুইজন আহত হয়। মেয়র লুইস কার্লোস কুতিনহো রেডিও নেটওয়ার্ক সিবিএনকে এ কথা বলেন। রাজ্যের গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে বলেন, কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে। আমরা তদন্ত অব্যাহত রেখেছি। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সূত্র: সমকাল

Nagad

রাশিয়ার মৃত্যুফাঁদে ইউক্রেন
কিয়েভে পানি ও বিদ্যুতের জন্য লাখ লাখ মানুষের হাহাকার * ৩০ লাখ মানুষের শহরটির অর্ধেক মানুষই এখন অন্ধকারে, ৫২৮টি জরুরি হিটিং পয়েন্ট-চার দিকে যেন মৃত্যুর ফাঁদ। নেই বিদ্যুৎ, পানি, জ্বালানি, খাদ্য। প্রতিদিনই একটু একটু করে জেঁকে বসছে শীত অথচ ঘর গরম রাখার উপায় নেই।প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে এসেও মানুষ দেখছে প্রস্তর যুগের প্রতিচ্ছবি। গত কয়েক মাস থেকেই ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলো টার্গেট করে হামলা করছে রাশিয়া।অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, বর্তমান যুগে বসেও অতীত স্মরণ করছে ইউক্রেনের মানুষ। রাজধানীর বড় সড়কগুলোতেও টর্চ লাইট জ্বেলে পথ চলছেন বাসিন্দারা। আর ঘরে-বাইরে-দোকানে মোমবাতি। মস্কোর এ কৌশলকে বিশেষজ্ঞরা তখন থেকেই রাশিয়ার ‘ডেথ ট্রাপ/উইন্টার ট্রাপ’ নামগুলোতে পরিচিত করেছিলেন। যার প্রকৃত চেহারা এখন দেখছে গোটা বিশ্ব। দুর্ভোগ পোহাচ্ছে গোটা ইউক্রেন। সূত্র: যুগান্তর

বিশ্বজুড়ে ৬ লাখেরও বেশি গাড়ি প্রত্যাহার করছে ফোর্ড

বিশ্বজুড়ে ৬ লাখ ৩৪ হাজার ইউনিট স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফোর্ড। ধারণা করা হচ্ছে, গরম ইঞ্জিনে জ্বালানি ছাড়িয়ে ভাঙা ফুয়েল ইনজেক্টর অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। খবর এপি।বিক্রির দিক থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০-২৩ মডেল বছর পর্যন্ত ব্রোনকো স্পোর্ট ও ইস্কেপ এসইউভিগুলো এ প্রত্যাহারে অন্তর্ভুক্ত। তবে সংস্থাটি গাড়িমালিকদের গাড়িগুলো চালানো বন্ধ কিংবা বাড়ির বাইরে পার্ক করার সুপারিশ করেনি। কারণ ইঞ্জিন বন্ধ থাকলে সাধারণত অগ্নিকাণ্ড ঘটে না। ফোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত গাড়িগুলোয় ২০টি আগুন লাগার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনটি ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছিল। এছাড়া চারটি ঘটনায় গাড়ির ইঞ্জিন বন্ধ করার পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন আহত হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। সূত্র: বণিক বার্তা।

ইউক্রেন যুদ্ধে ‘বিরক্ত’ রুশদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে খুঁজছে সিআইএ

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডেপুটি ডিরেক্টর ডেভিড মার্লো গত সপ্তাহে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের জন্য বিরক্ত রুশদেরকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য খুঁজছে সিআইএ। খবর বিজনেস ইনসাইডারের। ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের হেইডেন সেন্টারে মার্লো পুতিনের বিষেদাগার করে বলেন, “ইউক্রেন যুদ্ধ শুরুর আগে পুতিন তার সেরা সময়ে ছিল, কারণ তার হাতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু পুতিন তার এই ক্ষমতার প্রতিটি কণার অপব্যবহার করেছে।””আমরা সারা বিশ্বজুড়ে এমন রুশদেরকে খুঁজছি যারা পুতিনের এসব কার্যকলাপের জন্য আমাদের মতোই বিরক্ত। আমরা ব্যবসা করার জন্য উন্মুক্ত।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

ইরানে দমন-পীড়ন
তথ্যানুসন্ধান করবে জাতিসংঘ মিশন

ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০০ পেরিয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পরিস্থিতিকে ‘খুবই গুরুতর’ বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। সংস্থাটির দাবি, বিক্ষোভকারীদের ওপর ইরান কর্তৃপক্ষের কঠোর দমন নীতির কারণেই এত সংখ্যক মানুষ মারা গেছে। এ অবস্থায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল ইরানে সরকার বিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনা অনুসন্ধানের জন্য একটি তথ্যানুসন্ধান মিশন গঠনের পক্ষে ভোট দিয়েছে। পশ্চিমা কূটনীতিকরা বলছেন স্বাধীন এই তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে এবং দেশটির নারীদের সমর্থন করে শক্ত বার্তা দেওয়া হবে। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার টার্ক সংকটের জন্য সতর্ক করে বলেন, গত নয় সপ্তাহে প্রায় ১৪ হাজার মানুষকে আটক করা হয়েছে এবং ৩০০ মানুষের মৃত্যু হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সূত্র: বিডি প্রতিদিন

পাকিস্তান: রাজনৈতিক ঘূর্ণিপাকের মধ্যে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন আসিম মুনির

পাকিস্তানের ক্ষমতাধর এই পদে কে বসছেন তা নিয়ে গত কয়েকমাস ধরে বহু জল্পনার পর সাবেক সেনা গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মুনিরের নাম ঘোষণা করা হয়েছে।বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরে যাচ্ছেন ২৯শে নভেম্বর। তার পাঁচদিন আগে বৃহস্পতিবার তার উত্তরসূরি নিয়োগ করা হয়।জেনারেল মুনির বর্তমানে পাকিস্তানে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র জেনারেল এবং জেনারেল বাজওয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে তাকে দেখা হয়। তিনি সে দেশের অত্যন্ত প্রভাবশালী আন্ত:বাহিনী গোয়েন্দা বিভাগ আইএসআইয়ের নেতৃত্বে ছিলেন। পাকিস্তানে রাজনীতি এবং পররাষ্ট্র নীতিতে সবসময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, এবং নতুন একজন সেনাপ্রধান এমন সময় আসছেন যখন দেশটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে বড় রকম সংকটের ভেতর দিয়ে যাচ্ছে।সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান – যিনি এপ্রিলে ক্ষমতাচ্যুত হন- নতুন সেনাপ্রধানের নিয়োগ নিয়ে ইসলামাবাদে নতুন জোট সরকার এবং সেনাবাহিনীর ওপর চাপ তৈরি করেছিলেন- সূত্র: বিবিসি বাংলা ।

নিরাপত্তায় ঝুঁকি, ইমরান খানকে লং মার্চ পেছাতে বলল সরকার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ রাওয়ালপিণ্ডি থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।জঙ্গি গোষ্ঠীগুলো থেকে ইমরানের লং মার্চে হামলা হওয়ার হুমকি আছে উল্লেখ করে শুক্রবার সানাউল্লাহ বলেন, তার (ইমরান) উচিত এই বিক্ষোভ পদযাত্রা পিছিয়ে দেওয়া।এ মাসের শুরুর দিকে লং মার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে গুলি হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর ইমরান খান বলেছিলেন, তিনি আবার ২৬ নভেম্বর থেকে এই বিক্ষোভযাত্রা শুরু করবেন। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলছেন, ইমরান খানের জীবনের নিরাপত্তায় ঝুঁকি আছে। সূত্র: বিডি নিউজ


ধর্ষণের দায়ে কানাডিয়ান পপ তারকার ১৩ বছরের কারাদণ্ড

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনা বংশোদ্ভূত কানাডিয়ান পপ তারকা ক্রিস উকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। তিন নারীকে ধর্ষণের অভিযোগ এবং প্রকাশ্যে অশ্লীল কাজ করায় স্থানীয় সময় গতকাল শুক্রবার বেইজিংয়ের একটি আদালত তাকে এই কারাদণ্ড দেন। বিবিসি, দ্য গার্ডিয়ান, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এক শিক্ষার্থীর সঙ্গে ডেট রেপ করার অভিযোগে ৩২ বছর বয়সী এই গায়ককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার আগে আরও ২৪ জন নারী তার বিরুদ্ধে কথা বলেন। সূত্র: দৈনিক আমাদের সময়