মহিলা আওয়ামী লীগের সম্মেলনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
শনিবার (২৬ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানের দোয়েল চত্বর, রমনা কালী মন্দির গেইট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে এমন চিত্র দেখা গেছে।


ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ বিকেল ৩টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
তাই সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনস্থসহ আশপাশে অবস্থান নিয়েছেন। খণ্ড খণ্ড মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উদ্যোনে এসে জড়ো হচ্ছেন তারা।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থী হিসাবে প্রায় ৪০ জন নেত্রী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। শীর্ষ এই দুই পদে দায়িত্বপ্রাপ্তদের নাম শনিবারই ঘোষণা করা হতে পারে।
এর আগে সবশেষ ২০১৭ সালের ৪ মার্চ ৫ম জাতীয় জাতীয় সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।
বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও চলতি কমিটির সহ-সভাপতি আসমা জেরিন ঝুমু, শিরীন নাঈম পুনম, আজিজা খানম কেয়াসহ দৌড়ে অনেকেই আছেন।
সারাদিন/২৬ নভেম্বর/এমবি