ব্রাজিল শিবিরে স্বস্তির সংবাদ দিলো চিকিৎসকরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রিচার্লিশনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে দিয়ে মিশন শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

পুরো ম্যাচে ব্রাজিলিয়ান কোচ তিতের দলের মুগ্ধতা ছড়ানো শৈল্পিক ফুটবলে ভক্ত সমর্থকরা বুদ হয়েছে। তবে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচেই অস্বস্তির খবর আসে। দলের তারকা ফুটবলার নেইমার পায়ের গোড়ালিতে চোট পান।

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের পর ব্রাজিল শিবিরে স্বস্তির সংবাদ দিয়েছেন দলের চিকিৎসকরা । তারা জানিয়েছেন দ্রুতই মাঠে ফিরতে পারবেন ব্রাজিলে ফুটবল দলের পোস্টার বয় নেইমার।

সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচের আগেই ব্রাজিল শিবিরে ওই স্বস্তির সংবাদ দিয়েছেন দলের চিকিৎসকরা।

তবে ‘জি’ গ্রুপের এই ম্যাচটিতে নেইমারকে মাঠে নামাবেন না ব্রাজিলিয়ান কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত করবে সেলেসাওরা। তাই পরিস্থিতি বিবেচনায় দলের সেরা তারকাকে মাঠে নামাবেন তিতে।

এরআগে গত বৃহস্পতিবার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ইউরোপের দেশ সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

Nagad

সারাদিন/২৭ নভেম্বর/এমবি