কাতার বিশ্বকাপ: স্পেনের সাথে ড্র, আশা বাঁচিয়ে রাখল জার্মানি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

স্পেনের সাথে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি।

শুরুতে গোল জার্মানি দিয়েছিল। তবে অফসাইডের খপ্পরে পড়ে জার্মানদের সেই গোল কাটা গেছে। ফলে প্রথমার্ধে ০-০ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

রোববার রাতে আল বাইত স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমার্ধ কোনো গোল না হলেও বিরতির পর আলভারো মোরাতা স্পেনকে এগিয়ে নেওয়ার পর শেষদিকে জার্মানিকে সমতায় ফেরান নিকলাস ফুলক্রুগ।

শীর্ষে থাকা স্পেন ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে ৩ পয়েন্ট করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে জাপান ও কোস্টারিকা। তবে ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে হ্যান্স ফ্লিকের শিষ্যরা।

এদিকে কোস্টারিকা জাপানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জার্মানির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে অনেকটা। যে কারণে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করলেও জার্মানির বিশ্বকাপ যাত্রা থামছে না হয়তো।

Nagad