গাজীপুরে টেক্সটাইল মিলের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর সংবাদদাতাগাজীপুর সংবাদদাতা
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

ফাইল ছবি

গাজীপুরে সামিম টেক্সটাইল মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার দিনগত রাত ১২টায় সদর উপজেলার ভবানীপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত সামিম টেক্সটাইল মিলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন এখন যে অবস্থায় আছে তা অন্য কোথাও ছড়াতে পারবে না। তবে বেলা ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনায় কোনও হতাহত নেই।

সারাদিন/২৯ নভেম্বর/এমবি

Nagad