আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২

ইউটিউবে দেখে কমলা চাষের শুরুতে টিপ্পনী, আড়াই বছরেই তাক লাগিয়ে দিলেন আলমগীর

প্রায় দুই দশক প্রবাসে কাটিয়েছেন আলমগীর ভূঁইয়া। কয়েক বছর আগে একেবারে দেশে ফিরে আসেন। একদিন তিনি ইউটিউবে দেখে কলমা চাষে উদ্বুদ্ধ হন। গ্রামে ৬৫ শতক জমি ইজারা নিয়ে শুরু করেন চাষ। যা দেখে নানা টিপ্পনী, ঠাট্টা ও কটুকথা বলতে থাকেন এলাকার মানুষ। এসবে দমে যাননি আলমগীর। আড়াই বছরের মধ্যেই কমলা চাষে সাফল্য এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ১৮৫টি গাছে আসে বিপুল কমলা। গাছ থেকে পেড়ে এখন বাগানেই কমলা বিক্রি করছেন। আলমগীর ব্রাহ্মণবাড়িয়ার ভারত সীমান্তঘেঁষা বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। পরিবারে স্ত্রীসহ দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এর আগে তিনি ১২ বছর সৌদি আরবে কাটিয়েছেন। এরপর সাইপ্রাস ও দুবাইয়ে কাটিয়েছেন আরও ছয় থেকে সাত বছর। এভাবে প্রবাসে কেটেছে তাঁর প্রায় ১৯ বছর। সূত্র: প্রথম আলো

গাইবান্ধায় অনিয়মকারীরা চিহ্নিত
ইসি অনুমান করতে পেরেছে কাদের নির্দেশে অনিয়ম অন্যায়। কর্মকর্তারা তাদের পরিচয় না দেওয়ায় ব্যবস্থা নিতে পারছে না। গোয়েন্দারা কেন আগে তথ্য পেলেন না বোধগম্য নয় – ইসির পর্যালোচনা

বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ১৪৫ কেন্দ্রের মধ্যে ১২৫টিতে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। চিহ্নিত করা হয়েছে অনিয়মকারীদের। তবে সাক্ষীর অভাবে পর্দার আড়ালের দোষীদের চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি।নির্বাচনী দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অনিয়মে সম্পৃক্ততার কারণে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রিটার্নিং অফিসার, পাঁচ পুলিশ কর্মকর্তা, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২৫ প্রিসাইডিং কর্মকর্তা ও নির্বাচনী এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
নিয়েছে নির্বাচন কমিশন। দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে একজন প্রিসাইডিং কর্মকর্তাকে। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তদন্ত প্রতিবেদন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের কাছে ইসির সিদ্ধান্ত তুলে ধরেন। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।সিইসি জানান, দায়িত্বে অবহেলার জন্য রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের (ইসি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একজন প্রিসাইডিং কর্মকর্তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্তের পাশাপাশি পুলিশের পাঁচজন এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে। ১২৫ জন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্ব স্ব মন্ত্রণালয়ে, এডিসি ও একজন নির্বাহী হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করবে ইসি। আর ১৪৫ কেন্দ্রের নির্বাচনী এজেন্টদের আর কখনো ভোটের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, সুপারিশ অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কি না, এক মাসের মধ্যে তা কমিশনকে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে। সূত্র: বিডি প্রতিদিন।

স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ নিয়ে সংশয়

এ বছরের ১৬ ডিসেম্বর স্বাধীনতাবিরোধীদের তালিকার প্রথম পর্যায় প্রকাশ হওয়ার কথা থাকলেও তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকা তৈরিতে সংগৃহীত তথ্য এখনো পুরোপুরি যাচাই-বাছাই বাকি। তা ছাড়া তালিকাটি পর্যায়ক্রমে না একবারেই প্রকাশ করা হবে, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত আগস্টে আইন সংশোধন করে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদরসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা করার ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা)। আগের আইনটি বাতিল করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ নামের আইনটির গেজেট প্রকাশ করা হয় চলতি বছরের ৭ সেপ্টেম্বর। এর আগে থেকেই স্বাধীনতাবিরোধীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য তথ্য সংগ্রহ করছে তিন সদস্যের একটি সাবকমিটি। নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। সূত্র: কালের কণ্ঠ

Nagad

কাভার্ডভ্যান ঢুকে পড়ল দোকানে, নিহত ৫
যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেগারীতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, ‘একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এ দুর্ঘটনায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’ সূত্র: সমকাল

সংকট নিরসনে আর্থিক স্থিতিশীলতা জরুরি

বর্তমান সংকটময় মুহূর্তে প্রবৃদ্ধি অর্জনের কথা চিন্তা করলে হবে না। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। প্রয়োজনে প্রবৃদ্ধি সেক্রিফাইস (উৎসর্গ) করে হলেও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য যা যা করা দরকার তাই করা প্রয়োজন। এক্ষেত্রে জিডিপি প্রবৃদ্ধি কমে গিয়ে ৬ শতাংশ হলেও খারাপ কিছু হবে না। বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক গবেষণা সম্মেলনে এমন তাগিদ দেওয়া হয়েছে। রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ধরা হয়েছে, ‘পোস্ট কোভিড ইন এন ইউক্রেন অ্যান্ড ডিভিসিভ ওয়ার্ল্ড’। সূত্র: যুগান্তর।

আধুনিক যন্ত্রে কাটা-মাড়াই, কমছে উৎপাদন খরচ

মৌলভীবাজারের কমলগঞ্জে বেড়েছে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার। চলতি আমন মৌসুমে উপজেলার কৃষকরা কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ব্যাপক হারে জমি থেকে ধান কাটা-মাড়াই করছেন। ফলে শ্রমিকসংকটের অভাব কিছুটা দূর হচ্ছে। কমছে উৎপাদন খরচ।
উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন মৌসুমে শ্রমিকের তীব্র সংকট দেখা দেয়। সময়মতো ধান কাটা-মাড়াই করা যায় না। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে একসঙ্গে ধান কাটা-মাড়াই করা যাচ্ছে। এতে করে কৃষকদের খরচ ও সময় অনেক কম লেগেছে। সূত্র: দৈনিক বাংলা ।

জমির লাইসেন্স ফি
গ্রামীণফোনের কাছে রেলের পাওনা ১৬৬ কোটি টাকা

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্টেশনসংলগ্ন এলাকায় প্রায় চার লাখ বর্গফুট খোলা জায়গা ইজারা নিয়ে ব্যবহার করছে টেলিকম অপারেটর গ্রামীণফোন লিমিটেড। ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত এসব জমির লাইসেন্স ফি বাবদ ১৬৬ কোটি টাকা বকেয়া পড়েছে। যদিও মামলা জটিলতার কারণে গ্রামীণফোনের কাছ থেকে বকেয়া আদায় করতে পারছে না রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ের ২০১৯-২০ অর্থবছরে ভূমি ব্যবস্থাপনা নিয়ে এক নিরীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সেখানে এ বিপুল পরিমাণ বকেয়া অনাদায়ী থাকার জন্য রেলওয়ের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও অদক্ষতাকে দায়ী করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালায় (২০২০) মোবাইল ফোন কোম্পানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট হারে লাইসেন্স ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। বিভাগীয় শহর এলাকায় প্রতি বর্গফুট জমির ইজারা নিতে হলে মোবাইল ফোন কোম্পানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বার্ষিক ৩৩৫ টাকা লাইসেন্স ফি দিতে হয়। জেলা শহরের ক্ষেত্রে প্রতি বর্গফুট জায়গার জন্য এর ফির পরিমাণ ২২৩ টাকা। এ লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হয়। এর ব্যত্যয় হলে লাইসেন্স মেয়াদোত্তীর্ণের তিন মাসের মধ্যে ১০ শতাংশ জরিমানা দিয়ে লাইসেন্স হালনাগাদ করা যায়। যদি কোনো প্রতিষ্ঠান টানা তিন বছর লাইসেন্স ফি না দেয় তাহলে প্রথম বছরের জন্য ১০ শতাংশ, দ্বিতীয় বছরের জন্য ২০ শতাংশ ও তৃতীয় বছরের জন্য ৩০ শতাংশ হারে জরিমানা আদায় করা হবে। সূত্র: বণিক বার্তা।

রাজশাহীতে সমাবেশ রুখতে বিএনপি নেতাকর্মী ধরপাকড়ের অভিযোগ

বাংলাদেশে রাজশাহীতে আগামী তেসরা ডিসেম্বর বিরোধীদল বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে পুলিশ প্রায় কয়েক’শ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা বলছেন, অন্তত আড়াই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ধর-পাকড়এখনও চলছে।রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলি ঈশা অভিযোগ করেছেন যে, তাদের কয়েক জন গুরুত্বপূর্ণ নেতাকে আটক করা হয়েছে।“আমাদের খুব ভাইটাল কিছু লোক তারা ধরেছে, যেমন বাঘমারা চেয়ারম্যান।”
সূত্র: বিবিসি বাংলা।

নিয়ন্ত্রণহারা কাভার্ডভ্যান খাবার হোটেলে, নাস্তার টেবিলেই পিষে গেল ৫ জন

যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণহীন একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে খাবার হোটেলে ঢুকে পড়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান।তিনি বলেন, কভার্ডভ্যানটি যশোর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে বেগারিতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে আবু তালেবের হোটেল ঢুকে পড়ে।“এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। তারা সবাই সেখানে সকালে নাস্তা করছিলেন।”নিহতরা হলেন– মণিরামপুর উপজেলার টুনিঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০) ও তার ছেলে তাহসিব হোসেন (৭), একই গ্রাসের শামসুর রহমান (৫৫) ও তার ভাইপো তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)। তাদের মরদেহ যাশের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র: বিডি নিউজ