নরসিংদীতে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

নরসিংদী সংবাদদাতানরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২

ছবি- সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলের দিকে রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর বাজারে মানিককে গুলি করে দুর্বৃত্তরা।

নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুইবার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া একই ইউনিয়নের যুবলীগের সভাপতি তিনি।

নিহত চেয়ারম্যান মানিকের ভাই বারসন মিয়া সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বারসন মিয়া বলেন, “গত নির্বাচনের পর থেকেই আমার ভাইকে বিভিন্নভাবে হয়রানি করে তার প্রতিপক্ষ মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফিরোজ মিয়া। আজ এক সভা শেষে বাড়ি ফেরার পথে ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাই মির্জাচর ইউনিয়ন যুবলীগের সভাপতি।”

স্থানীয়রা জানান, ফিরোজ মিয়া ও তার প্রতিপক্ষ জাফর ইকবাল মানিকের মধ্যে বিবাদ বন্ধে আজ একটি সভা হয়। সমঝোতার প্রস্তাব না মেনে সভা থেকে উঠে যায় ফিরোজের লোকজন। বিকেলে বাড়ি থেকে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

Nagad

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিত ঘোষ গণমাধ্যমকে জানান, ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ওই এলাকায় যাচ্ছি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

সারাদিন/০৩ ডিসেম্বর/এমবি