পিএসসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৫০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

ছবি- সংগৃহীত

একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই প্রতিষ্ঠানটিতে ১৬ পদে ৯ম থেকে ১২তম গ্রেডে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

০১. পদের নাম: কাস্টোডিয়ান/ফিল্ড অফিসার। পদসংখ্যা: ২ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ ২৫ থেকে ৩৫ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

০২. পদের নাম: সহকারী পরিচালক। পদসংখ্যা: ১ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

০৩. পদের নাম: বয়লার পরিদর্শক। পদসংখ্যা: ৫ (অস্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। যোগ্যতা: যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ ২১ থেকে ৩০ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

০৪. পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার। পদসংখ্যা: ১ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বন অধিদপ্তর। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

০৫. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (কোয়ালিটি কন্ট্রোল)। পদসংখ্যা: ১ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: মেরিন ফিশারিজ একাডেমি। যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

Nagad

০৬. পদের নাম: ফটো টেকনিশিয়ান। পদসংখ্যা: ৩ (অস্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক বা সমমান ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

০৭. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল/কারিগরি)। পদসংখ্যা: ৪ (অস্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

০৮. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার (একডেমি)। পদসংখ্যা: ১ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: সমবায় অধিদপ্তর। যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

০৯. পদের নাম: উপসহকারী প্রকৌশলী। পদসংখ্যা: ১ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

১০. পদের নাম: এস্টিমেটর। পদসংখ্যা: ২ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

১১. পদের নাম: ড্রাফটসম্যান। পদসংখ্যা: ২ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

১২. পদের নাম: সহকারী গ্রন্থাগারিক। পদসংখ্যা: ১ (অস্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতকসহ ডিপ্লোমা ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

১৩. পদের নাম: অডিট সুপার। পদসংখ্যা: ১ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

১৪. পদের নাম: সহকারী কাস্টোডিয়ান/গবেষণা সহকারী। পদসংখ্যা: ৬ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

১৫. পদের নাম: জুনিয়র প্রশিক্ষক। পদসংখ্যা: ২ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্ত/সমমানের ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ২৭ বছর। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)।

১৬. পদের নাম: স্টাফ অফিসার। পদসংখ্যা: ১৭ (স্থায়ী)। মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্ত/সমমানের ডিগ্রি। বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ২৭ বছর। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)।

আবেদন যেভাবে: শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রার্থীদের টেলিটকের http://bpsc.teletalk.com.bd/ এই ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের https://www.bpsc.gov.bd/ এই ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।

উল্লিখিত ওয়েবসাইটে Non-Cadre অপশন সিলেক্ট করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে।

আবেদনের শর্ত, পদ্ধতি’সহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, দশম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১১ থেকে ১২তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সারাদিন/০৬ ডিসেম্বর/এমবি