আফগানিস্তানে রাস্তার পাশে বিস্ফোরণে নিহত ৭

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার পাশে একটি গাড়িতে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, মাজার-ই-শরীফ শহরে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাসে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী ছিলেন।

মাজার-ই-শরিফের বাল্খ পুলিশ ডিপার্টমেন্টের আসিফ ওয়াজিরি জানান, বোমাটি রাস্তার পাশে একটি কার্টে রাখা হয়েছিল। বাসটি আসার সাথে সাথে এটি বিস্ফোরিত হয়। এই ঘটনার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

উত্তর আফগানিস্তানের বাল্খ প্রদেশে, উজবেকিস্তানের সীমান্ত লাগোয়া হাইরাতান শহরে অন্যতম প্রধান স্থলবন্দর রয়েছে। সেখানে মধ্য এশিয়ার সাথে রেল ও সড়ক যোগাযোগও রয়েছে।

সারাদিন/০৬ ডিসেম্বর/এমবি 

Nagad