গত বছরের তুলনায় দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১৫৪ কোটি ৫০ লাখ ডলারের এফডিআই এসেছে। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে দেশে বিদেশি বিনিয়োগ এসেছিল ১১২ কোটি ৯০ লাখ ডলার। ফলে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ৪১ কোটি ৯০ কোটি ডলার বা ৩৬ দশমিক ৮৫ শতাংশ।
বিভিন্ন খাতে মোট যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসে, তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ দেশে নিয়ে যাওয়ার পর অবশিষ্ট অঙ্ককে নিট এফডিআই বলা হয়। আলোচিত সময়ে নিট বিদেশি বিনিয়োগও আগের বছরের চেয়ে ৪১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৬০ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে নিট বিদেশি বিনিয়োগ ছিল ৪২ কোটি ৯০ লাখ ডলার।
জানা গেছে, রাশিয়া- ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। একইসঙ্গে যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে স্থানীয় মুদ্রার মান। একইসঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারাবিশ্বে উৎপাদনে বড়ধরনের প্রভাব পড়েছে। এতে অর্থনীতিতে ব্যাপক চাপ বেড়েছে। এসব সংকটের মধ্যেও সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ায় অর্থনীতিতে কিছুটা আশা সঞ্চার করেছে।