আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

বিএনপিকে ‘নিয়ন্ত্রণে’ রাখতে চায় আ.লীগ
আওয়ামী লীগের নেতারা বলছেন, চাপ ও শক্তি প্রয়োগ করে বিএনপিকে যে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সেটি গত কয়েক দিনে আবার দেখানো গেছে।

ঢাকায় বিএনপির গণসমাবেশ ও দলটির সংসদ সদস্যদের পদত্যাগকে রাজনৈতিক শক্তির লড়াই হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির নীতিনির্ধারকেরা বলছেন, বিএনপি শক্তি দেখাতে চাইলে সরকার ও আওয়ামী লীগ একই কায়দায় জবাব দেবে। দলীয় সূত্র বলছে, চাপে রেখে ও শক্তি প্রয়োগ করেই বিএনপিকে গত প্রায় ১৪ বছর ‘নিয়ন্ত্রণে’ রেখেছে সরকার। এখনো তাদের নিয়ন্ত্রণে রাখতে সরকার যে সক্ষম, সেটি গত কয়েক দিনে আবার দেখানো গেছে। ঢাকার গোলাপবাগে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ এবং দলটির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়টি নিয়ে এখনো আওয়ামী লীগের ভেতরে আনুষ্ঠানিক আলোচনা বা মূল্যায়ন হয়নি। তবে দলের নীতিনির্ধারকেরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিচার-বিশ্লেষণ করছেন। সূত্র: প্রথম আলো

বিএনপির ছয় এমপির আসন শূন্য
গেজেট প্রকাশ, বিদেশে থাকা হারুনকে ফিরে পদত্যাগপত্র দিতে হবে । ৯০ দিনের মধ্যে উপনির্বাচন : ইসি । পদত্যাগ দিয়েই আন্দোলনের শুরু : রুমিন ফারহানা

বিএনপির ছয় এমপির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। আগামী মার্চের প্রথম ভাগের মধ্যে এসব আসনে উপনির্বাচন হবে। গতকাল সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাতেই এ গেজেট হলো। স্পিকারের কাছে সাতজন সংসদ সদস্যেরই পদত্যাগপত্র হস্তান্তর করা হয়। সশরীরে উপস্থিত পাঁচজন এবং অসুস্থ একজনের পদত্যাগপত্র গৃহীত হয়। দেশের বাইরে থাকা হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে। তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে। সূত্র: বিডি প্রতিদিন।

আইন বাতিলের দাবি সুচিন্তিত নয়
রাজধানীর গোলাপবাগ মাঠে গত শনিবারের সমাবেশে বিএনপিঘোষিত ১০ দফা দাবিকে সুচিন্তিত মনে করছেন না অনেকেই। বিশেষ করে, বেশ কয়েকটি আইন বাতিলের দাবির ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এসব আইনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। আইনের অপপ্রয়োগ হলে তার জন্য সেই আইনকে দায়ী করা যায় না। এ ক্ষেত্রে অপপ্রয়োগ বন্ধে সংশ্লিষ্ট আইনগুলো সংস্কার করার দাবি করা হলে অযৌক্তিক হতো না।এ ছাড়া বিএনপি ক্ষমতায় থাকতে যে আইন বাতিল করেনি, সেই আইন এখন কেন বাতিলের দাবি জানাচ্ছে, সে প্রশ্নও উঠেছে। কারো কারো মতে, বিএনপির এসব দাবি মানুষের সস্তা সমর্থন আদায়ের অপচেষ্টা। এটা কোনো দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান নয়।গোলাপবাগে বিএনপির ঘোষিত ১০ দফা দাবির মধ্যে উল্লেখ রয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, সন্ত্রাস দমন আইন ২০০৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালাকানুন বাতিল করতে হবে। সূত্র: কালের কণ্ঠ

ডলার সংকটে ফোরজি ও ফাইভজি কার্যক্রম সম্প্রসারণ করতে পারছে না অপারেটররা
ডলার সংকটের কারণে সেলফোন অপারেটররা ফোরজি ও ফাইভজির কার্যক্রম সম্প্রসারণ করতে পারছে না। অন্য সব খাতের মতো সেলফোন অপারেটরদেরও আমদানি ব্যয় বেড়েছে। সর্বশেষ প্রান্তিকে বেড়েছে মূলধনি ব্যয়। একই সঙ্গে বেড়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ক্ষতি। বাড়তি এ চাপে শ্লথ হয়ে পড়েছে বিদ্যমান নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও ফোরজির সম্প্রসারণকাজ। এমন পরিস্থিতিতে আগামী বছর ফাইভজির বাণিজ্যিক কার্যক্রম চালুর কথা থাকলেও তা পিছিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খাতসংশ্লিষ্টদের দাবি, দেশের সিংহভাগ এলাকাই ফোরজি সেবার আওতায় নিয়ে এসেছেন তারা। এক্ষেত্রে স্থাপিত টাওয়ারের আওতাধীন এলাকা ও জনগোষ্ঠীকে বিবেচনায় নেয়া হয়েছে। তবে মানসম্পন্ন সেবা দেয়ার প্রয়োজনে নিয়মিতভাবে নেটওয়ার্ক উন্নয়ন করতে হয় তাদের। একাধিক টাওয়ারের মধ্যবর্তী স্থানে নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকতে পারে (নেটওয়ার্ক পকেট), আবার জনবহুল এলাকায় নেটওয়ার্কের ওপর বাড়তি চাপ পড়ে। এসব ক্ষেত্রে নতুন করে টাওয়ার বা ই-নোড-বি স্থাপনের প্রয়োজন হতে পারে। দেশের বাইরে থেকে আনতে হয় প্রয়োজনীয় সব যন্ত্রাংশ। সূত্র: বণিক বার্তা।

Nagad

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বড় প্রশ্ন এখন, কার ক্ষেপণাস্ত্র আগে নিঃশেষ হবে?

খুব সম্ভবত দ্বিগবিজয়ী ফরাসী সম্রাট নেপোলিয়ন কিংবা ফ্রেডারিক দ্য গ্রেট বলেছিলেন, সৈন্যদল অগ্রসর হতে পারে তাদের উদরের ওপর নির্ভর করে। অর্থাৎ সেনাদের অভিযান পরিচালনার জন্য প্রথমেই প্রয়োজন পর্যাপ্ত খাদ্য। আরও বিশদভাবে বলতে গেলে, সবার আগে প্রয়োজন তাদের সুষম খাদ্য, প্রয়োজনীয় চিকিৎসার ব্যাবস্থা, যোগাযোগসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সুসজ্জিত করে তাদের সর্বদা প্রস্তুত রাখা। এসব ছাড়াও অন্য আরেকটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা হলো, প্রয়োজনীয় সমরাস্ত্র। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেন দারুণ সাহসিকতা, চাতুর্যপূর্ণ কৌশল এবং উল্লেখযোগ্য নেতৃত্ব দেখিয়েছে। তবে মানতেই হবে, পশ্চিম থেকে সামরিক সাহায্য না পেলে কিয়েভ এতদিনে মস্কোর অন্তর্ভুক্ত হয়ে যেত। যুদ্ধের প্রথম ছয় সপ্তাহের মধ্যেই পশ্চিমা সরকার ইউক্রেনে ৬০ হাজার অ্যান্টিট্যাংক সমরাস্ত্র এবং ২৫ হাজার অ্যান্টি-ক্রাফট ওয়েপন পাঠিয়েছে। কিন্তু এত পশ্চিমা এবং ইউরোপীয় সাহায্য সত্ত্বেও যুদ্ধের গতি ইউক্রেনের জন্য টেকসই নয়। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

অনিয়ম-দুর্নীতিতে ডুবেছে ওয়াসার তিন মেগা প্রকল্প

ঢাকা ওয়াসার জনবান্ধব আরও তিন মেগা প্রকল্প মাঠে মারা গেছে। কোটি কোটি টাকা খরচায় করা দুটি প্রকল্প কখনোই পুরোপুরি চালু করা যাবে না। কর্তৃপক্ষের অবহেলা, উদাসীনতা, অনিয়ম-দুর্নীতি ও মেরামত অযোগ্য কারিগরি ত্রুটির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্নিষ্টরা। সমকালের অনুসন্ধানে এ তিন প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার প্রমাণও মিলেছে। প্রকল্প তিনটি হলো- পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প, তেঁতুলঝোড়া-ভাকুর্তা ওয়েলফিল্ড প্রকল্প ও দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প। এই তিন মেগা প্রকল্প ছাড়াও ঢাকা ওয়াসার ছোট ও মাঝারি পর্যায়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সেগুলোর ক্ষেত্রেও ব্যর্থতার ছাপ রয়েছে।জানা গেছে, পদ্মা (যশলদিয়া) প্রকল্পে পানি সরবরাহের জন্য যে ৩৩ কিলোমিটার দৈর্ঘ্যের মূল পাইপ লাগানো হয়েছে, তা অত্যন্ত নিম্নমানের। এই পাইপ দিয়ে পূর্ণ মাত্রায় পানি সরবরাহ কখনোই সম্ভব নয়। প্রকল্পটির মাধ্যমে ঢাকাবাসীকে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হলেও বর্তমানে মিলছে ২৭ কোটি লিটার। সূত্র: সমকাল

ব্যাংক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসছেন ব্যবসায়ীরা

দেশের বর্তমান অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। সোমবার বিকেল ৩টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ১২ জনের একটি দল এ বৈঠকে অংশ নেবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর আবদুর রউফ তালুকদারসহ চার ডেপুটি গভর্নর বৈঠকে উপস্থিত থাকবেন। সূত্র: দৈনিক বাংলা।

পাকিস্তানি বংশোদ্ভূত এক সুইডিশ বিচারপতি কেন বাংলাদেশে সমাহিত হতে চান

বাংলাদেশের নাগরিকত্ব এবং বাংলাদেশের মাটিতে সমাহিত হওয়ার ইচ্ছা জানিয়ে বাংলাদেশের সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে সৈয়দ আসিফ শাহকার চিঠি লিখেছিলেন আরো প্রায় আট বছর আগে, ২০১৪ সালে। কিন্তু বাংলাদেশের সরকারের কাছ থেকে তিনি কোন সাড়া পাননি।এবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া এবং তার মৃত্যুর পর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার ইচ্ছা প্রকাশ করেছেন।উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশের সরকার ২০১২ সালের ডিসেম্বরে বিচারপতি শাহকারকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা দিয়েছে। তার লেখা চিঠিটি এ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে ‘আমরা একাত্তর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি ১৯৭১ সালের ২৫শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবিতে কাজ করছে। সূত্র: বিবিসি বাংলা।

বিশিষ্টজনদের বিবৃতি
নাগরিকদের মুঠোফোন ঘাঁটা গণতন্ত্র পরিপন্থী

নাগরিকদের মুঠোফোন ও দেহ তল্লাশিসহ রাজনৈতিক কর্মকা-ের ওপর পুলিশ যে ধরনের তৎপরতা চালাচ্ছে, ‘তা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী’ বলে মনে করেন দেশের ২৪ বিশিষ্ট নাগরিক। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ অভিমত তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, ‘সভা-সমাবেশ করা আমাদের সংবিধানসম্মত মৌলিক অধিকার। আমরা সরকারকে এ অধিকারের লঙ্ঘন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন-নির্যাতন থেকে বিরত থাকার দাবি জানাচ্ছি। উপযুক্ত প্রমাণ ছাড়া যেসব বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তাদের অবিলম্বে মুক্তির দাবি করছি।’ সূত্র: দৈনিক আমাদের সময়।

রোমহর্ষক অপরাধ প্রবণতায় টিভি সিরিয়ালের দায় কতটা?

চট্টগ্রামের পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ ও হত্যার পর লাশ কয়েক টুকরো করে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশ বলছে, ‘ক্রাইম পেট্রোল’ ও ‘সিআইডি’র মত ভারতীয় টিভি সিরিয়াল দেখে উৎসাহ পেয়ে ওই হত্যাকাণ্ড ঘটান এক তরুণ। গত এক দশকে এরকম বেশকিছু হত্যাকাণ্ড ও অপরাধের তদন্তে নেমে একই ধরনের কথা বলেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ওই ধরনের ‘সিরিয়াল দেখে’ অপরাধের কৌশল রপ্ত করেছিলেন খুনিরা। অপরাধ বিজ্ঞানের একজন বিশেষজ্ঞ অবশ্য বলছেন, মানুষের ওপর গণমাধ্যমের প্রভাব সবসময় থাকেই, সে কারণে সুনির্দিষ্ট গবেষণা ছাড়া ঢালাও কোনোকিছু বলা ঠিক না। আর এসব টিভি সিরিয়াল মানুষকে সচেতন করতেও ভূমিকা রাখে অনেক ক্ষেত্রে। সূত্র: বিডি নিউজ

রোমহর্ষক অপরাধ প্রবণতায় টিভি সিরিয়ালের দায় কতটা?

চট্টগ্রামের পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ ও হত্যার পর লাশ কয়েক টুকরো করে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশ বলছে, ‘ক্রাইম পেট্রোল’ ও ‘সিআইডি’র মত ভারতীয় টিভি সিরিয়াল দেখে উৎসাহ পেয়ে ওই হত্যাকাণ্ড ঘটান এক তরুণ। গত এক দশকে এরকম বেশকিছু হত্যাকাণ্ড ও অপরাধের তদন্তে নেমে একই ধরনের কথা বলেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ওই ধরনের ‘সিরিয়াল দেখে’ অপরাধের কৌশল রপ্ত করেছিলেন খুনিরা। অপরাধ বিজ্ঞানের একজন বিশেষজ্ঞ অবশ্য বলছেন, মানুষের ওপর গণমাধ্যমের প্রভাব সবসময় থাকেই, সে কারণে সুনির্দিষ্ট গবেষণা ছাড়া ঢালাও কোনোকিছু বলা ঠিক না। আর এসব টিভি সিরিয়াল মানুষকে সচেতন করতেও ভূমিকা রাখে অনেক ক্ষেত্রে। সূত্র: বিডি নিউজ

ঠাটারি বাজার
ইজারাদারের টাকা-কাউন্সিলরের ‘চাঁদা’য় দিশেহারা ব্যবসায়ীরা

পুরান ঢাকার ঠাটারি বাজারের স্থাপনাটি ছিল ঝুঁকিপূর্ণ। সব সময় আতঙ্কে থাকতেন দোকানিরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেড় বছর আগে স্থাপনাটি ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন ভবন নির্মাণ নিয়ে জটিলতা কাটেনি এখনো। পরে উন্মুক্ত সেই স্থানে ব্যবসার সুযোগ করে দিয়ে প্রতিদিন চাঁদা তোলা শুরু করেন বলে অভিযোগ ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। সম্প্রতি জায়গাটি ইজারা দিয়েছে ডিএসসিসি। এখন ইজারাদারকে প্রতিদিন দিতে হচ্ছে টাকা। আবার চাচাতো ভাইয়ের মাধ্যমে পরিচালনা করা চাঁদা অর্ধেকে নামালেও বন্ধ করেননি কাউন্সিলর। ইজারাদার ও কাউন্সিলরের চাপে দিশেহারা বাজারটির দোকানিরা। ঠাটারি বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, এখন ইজারাদার ও ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফীর লোকজন সমানভাবে চাঁদা চাইছেন। অথচ তারা নিয়ম মেনে ডিএসসিসির কাছ থেকে ঠাটারি বাজারে দোকানের বরাদ্দ নিয়েছিলেন। তাদেরই আবেদনের পরিপ্রেক্ষিতে করপোরেশন ২০২০ সালের সেপ্টেম্বরে বাজারের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙেছিল। এখন ডিএসসিসি তাদের জন্য একই জায়গায় নতুন ভবন তৈরি না করে ইজারা দেওয়ায় এমন জটিলতা তৈরি হয়েছে। সূত্র: জাগো নিউজ