টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, স্বপ্নযাত্রা ভঙ্গ মরোক্কোর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

আবারও বিশ্বকাপের ফাইনালে উঠলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। সেমিফাইনালে দারুণ জমজমাট লড়াই শেষে আফ্রিকার সিংহ মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স। অথচ অথচ পুরো ম্যাচেই বেশ দাপট দেখিয়ে খেলেছে অ্যাটলাস লায়নসরা। একের পর এক চেষ্টা করেও তেমন সুযোগ তৈরি করতে পারেননি তারা

বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল মরক্কো। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ের বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে মরক্কোইয়ানরা। ফলে প্রথমই গোলের দেখা পেয়ে যায় ফরাসিরা।

ফেবারিটের তকমা লাগিয়ে বিশ্বকাপে আসা ফ্রান্স শুরুটাও করে স্বপ্নের মতো। থিও হার্নান্দেজের বা পায়ের দারুণ শটে ম্যাচের ৫ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিপক্ষ ফুটবলারের কাছ থেকে গোল হজম করলো মরক্কো। এক গোল খেলেও দারুণভাবে খেলতে থাকে মরক্কো। কিন্তু কোনো সুযোগ করতে পারেননি দলটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আক্রমণাত্মক খেলতে থাকে মরক্কো। ৫৫ মিনিটে ফ্রেঞ্চ রক্ষণভাগে ভয় ধরিয়ে দেন মরক্কোর ফুটবলাররা। বৌফাল, এল নাসিরের দুই প্রচেষ্টা রুখে দেন ভারান ও থিও হার্নান্দেজ।

পুরো ম্যাচে দারুণভাবে বল দখলে নিয়ে খেলতে থাকে মরক্কো। কিন্তু আক্রমণভাগে গিয়েই যেন খেই হারিয়ে ফেলছিল তাদের ফুটবলাররা।

। ৯২ মিনিটে ডিবক্সের বাইরে থেকে মরক্কোর উনাহির শট চলে যায় গোলবারের উপর দিয়ে। শেষ দিকে আরো কয়েকবার ফ্রান্স আক্রমণভাগে বল নিয়ে ঢুকলেও ফিনিশিংটাই করতে পারেনি ফ্রান্স।

Nagad

ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের পথে ফ্রান্স। ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জয়ের রেকর্ডে নিজেদের নাম লেখাবে দিদিয়ের দেশমের দল। অন্যদিকে হারের সঙ্গে বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ মরক্কোর। তবে তাদের পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মনে আশার বাণী হয়ে ধরা দিবে এটা বলাই যায়।