কাতার বিশ্বকাপে শেষ হাসি হাসবে কে?

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

আর মাত্র কয়েক ঘন্টা। কাতার বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হবে ইউরোপীয় শক্তি ফ্রান্সের মুখোমুখি হবে লাতিন আমেরিকার শক্তি আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী
ম্যাচটি শুরু হবে।

দুই দলই দুইবার করে বিশ্বকাপ জিতেছে। এবার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের লড়াইয়ে নামছেন তৃতীয় শিরোপার জন্য। তবে ৩৬ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ লে আলবিসেলেস্তেদের।মাঠে নামার আগে ফরাসিদের বিরুদ্ধে অতীত পরিসংখ্যান সাহস জোগাতে পারে মেসিদের।

সব মিলিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা মোট ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬ বারই জিতেছে আর্জেন্টিনা। ফ্রান্স মাত্র তিনটি ম্যাচ জিতেছে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। তবে দুই দলের শেষ লড়াইয়ে অবশ্য শেষ হাসি হেসেছিল ফরাসিরা।

২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে-আতোঁয়ান গ্রিজম্যানদের সৌজন্যে ফ্রান্স জিতেছিল ৪-৩ ব্যবধানে।

এদিকে, বিশ্বকাপে খেলা তিন ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে দুই বার। ফ্রান্সের জয় একটি। ১৯৩০ বিশ্বকাপের পর ১৯৭৮ বিশ্বকাপেও ফ্রান্সকে হারায় আলবিসেলেস্তেরা। আর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ে নেয় মেসির আর্জেন্টিনা।

Nagad

লাতিন আমেরিকা ও ইউরোপিয়ান ফুটবলের মধ্যকার লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসবে? সেটাই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

এবার আসুন জেনে নেই, আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার লড়াইয়ের অতীত পরিসংখ্যান।

১৯৩০ : বিশ্বকাপ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ১;
১৯৬৫ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ০;
১৯৭১ : প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ৩ ফ্রান্স ৪;
১৯৭১ : প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ২ ফ্রান্স ০।

১৯৭২ : প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ০ ফ্রান্স ০;
১৯৭৪ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ১;
১৯৭৭ : প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ০ ফ্রান্স ০;
১৯৭৮ : বিশ্বকাপ, আর্জেন্টিনা ২ ফ্রান্স ১।

১৯৮৬ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ২, আর্জেন্টিনা ০;
২০০৭ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ১;
২০০৯ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ২;
২০১৮ : বিশ্বকাপ, ফ্রান্স ৪ আর্জেন্টিনা ৩।

সারাদিন/১৮ ডিসেম্বর/এমবি