আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
শিক্ষার প্রকল্প শুরু হয়, শেষ হয় না
ছয় বছরে একটি বিদ্যালয়েও শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া হয়নি।বড় কলেজে ভবন অর্ধনির্মিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। বিদ্যালয় হয়নি একটিও।
মাউশির ১০টি প্রকল্পের বেশির ভাগই বাস্তবায়িত হচ্ছে ধীরগতিতে।
বারবার মেয়াদ বাড়ানো হচ্ছে।

বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০১৬ সালে একটি প্রকল্প নেয়। ব্যয় ধরা হয় ১ হাজার ৩৫৩ কোটি টাকা। ছয় বছর পরে এসে দেখা যাচ্ছে, একটি শ্রেণিকক্ষও মাল্টিমিডিয়া হয়নি। প্রকল্পের অগ্রগতি মাত্র ৮ শতাংশের মতো। যদিও দুর্নীতির অভিযোগে এক দফা প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে।অবস্থা এমন দাঁড়িয়েছে যে প্রকল্পটি জীবিত না মৃত তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংশয়ে পড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রথম আলোকে বলেন, এভাবে একটি প্রকল্প চলতে পারে না। মাউশির নেওয়া এ রকম ১০টি প্রকল্পের মোটামুটি সব কটিই বাস্তবায়িত হচ্ছে ধীরগতিতে। প্রকল্পগুলোর মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। নতুন করে যে মেয়াদ নির্ধারণ করা হয়েছে, তাতেও কাজ শেষ হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আবার সরঞ্জাম ও নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের ব্যয় বাড়ানোর চাপও তৈরি হয়েছে। সূত্র: প্রথম আলো

‘মাথাভারী’ কাঠামো থেকে বের হতে চায় জনপ্রশাসন

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ দুটি, কর্মরত আছেন ১৩ জন। যুগ্ম সচিবের ছয় অনুমোদিত পদের বিপরীতে কাজ করছেন ২৭ জন। উপসচিবের ২৬টি অনুমোদিত পদের বিপরীতে ৩৭ জন কর্মরত আছেন। কিন্তু সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিবের অনুমোদিত পদ আছে ৬৭টি কর্মরত আছেন মাত্র ২১ কর্মকর্তা।শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, অন্য সব মন্ত্রণালয় ও বিভাগের চিত্রও এমন। একাধিক মন্ত্রণালয়ের জনবল কাঠামো (অর্গানোগ্রাম) পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে। যথাসময়ে প্রয়োজনীয় পদ সৃষ্টি, অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত না করায় এবং পদের চেয়ে বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় প্রশাসনে এই অবস্থা তৈরি হয়েছে। কর্মকর্তারাই একে ঠাট্টাচ্ছলে ‘মাথাভারী প্রশাসন’ বলছেন। নিজেদের জনবল কাঠামো পর্যালোচনা করতে আগামীকাল বুধবার বৈঠকে বসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এক বছর আগে সরকারের সব মন্ত্রণালয়ের জনবল কাঠামো হালনাগাদ করার তোড়জোড় শুরু হয়েছিল। দায়িত্ব ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের। কিন্তু তারা সবেমাত্র নিজেদের কাঠামো ঠিক করতে উদ্যোগী হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

শেয়ারবাজারে আইনি সীমার বেশি বিনিয়োগ, ১ বছর সময় দিল বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হিসাব করার পদ্ধতি বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে নির্ধারণ করায় বিপাকে পড়েছে কিছু বাণিজ্যিক ব্যাংক। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দাবি মেনে এ নিয়ম চালুর অন্তত পাঁচটি ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ আইনি সীমা ছাড়িয়েছে। যাদের আইনি সীমার বেশি বিনিয়োগ রয়েছে, তাদের ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আইন অনুযায়ী কোনো ব্যাংক তার রেগুলেটরি ক্যাপিটাল বা নিয়ন্ত্রণমূলক মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত পুজিবাজারে বিনিয়োগ করতে পারে।কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে জানান, ব্যাংকের শেয়ারবাজার এক্সপোজার বা বিনিয়োগ সীমা গণনার ক্ষেত্রে ক্রয়মূল্যকে বাজার মূল্য বিবেচনা করতে হবে- গত জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংকেরই এমন সার্কুলারের কারণে ওই সময়ই কিছু ব্যাংকের বিনিয়োগ আইনি সীমা ছাড়ায়। কেন্দ্রীয় ব্যাংকের অপর এক কর্মকর্তা জানান, আইনি সীমা ছাড়িয়েছে ৪ থেকে ৫টি ব্যাংকের। এর বাইরে ৬ থেকে ৭ ব্যাংকের বিনিয়োগ সীমা আইনি সীমা ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছেছে। ফলে এসব ব্যাংক নতুন করে বিনিয়োগের সুযোগ হারিয়েছে। ক্রয়মূল্যে গণনার নিয়ম চালুর আগে যে ব্যাংকের বিনিয়োগ নিয়ন্ত্রণমূলক মূলধনের ১৪ থেকে ১৫ শতাংশ ছিল-সূত্র: সমকল

Nagad

অনুমোদন বিলম্বে বিশ্বব্যাংকের ২০০ কোটি ডলার ঋণ ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে

বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে দেরির কারণে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের অনুমোদিত ২০০ কোটি ডলার নমনীয় বৈদেশিক ঋণ ব্যবহার করা যাচ্ছে না। দেশ যখন ডলার সংকট নিমজ্জিত, তার মধ্যে এই বিলম্বের ফলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হতে পারে। হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (শেড) প্রকল্পে ১৯১ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক; ৩৫৮ মিলিয়ন ডলার দিয়েছে সড়ক ও নিরাপত্তা প্রকল্পে। এছাড়া, এক্সেলেরেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া– বাংলাদেশ ফেজ-১ (অ্যাক্সেস) প্রকল্পে অনুমোদন দিয়েছে ৭৫৩.৪৫ মিলিয়ন ডলার। রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর এডাপশন অ্যান্ড ভালনারেবেলেটি রিডাকশন (রিভার) প্রকল্পে ৫০০ মিলিয়ন এবং বাংলাদেশ এনভায়রোমেন্টাল সাসটেইনেবেলিটি অ্যান্ড ট্রান্সফর্মেশন (বেস্ট) প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে। ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রকল্পগুলো অনুমোদন লাভ করে। জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় অনুমোদনের পরই উন্নয়ন সহযোগীদের সাথে বৈদেশিক ঋণ চুক্তি করা হয়। আর ঋণ চুক্তি সইয়ের পরই ঋণ কার্যকর করা হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

কাউন্সিলের সব প্রস্তুতি শেষ
♦ আর মাত্র তিন দিন পর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ♦ বাড়ছে না কমিটির কলেবর ♦ গঠনতন্ত্র সংশোধনের বেশকিছু প্রস্তাব ♦ ১৫ হাজার কাউন্সিলর, ৫০ হাজার মানুষের খাবার ব্যবস্থা ♦ বিদেশি কাউকে নয়, বিএনপিসহ অনেক দলই পাচ্ছে আমন্ত্রণ ♦ পদ্মা সেতুর ওপর নৌকা আদলে মঞ্চ

আর মাত্র তিন দিন পর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এই কর্মযজ্ঞ সফল করতে রাত-দিন পরিশ্রম করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। দফায় দফায় বৈঠক, দাওয়াতপত্র বিতরণ, গঠনতন্ত্র সংযোজন, বিয়োজন, ঘোষণাপত্র পরিমার্জন, মঞ্চ সাজসজ্জাসহ আনুষঙ্গিক সব কাজ শেষ পর্যায়ে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর ওপরে নৌকার আদলে তৈরি ৮০ ফুট বনাম ৪৪ ফুট মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। মূল মঞ্চের উচ্চতা হবে ৭ ফুট। সাংস্কৃতিক পর্বের জন্য তৈরি হচ্ছে আলাদা মঞ্চ। মূলমঞ্চে চার লেয়ারে চেয়ার সাজানো হবে। প্রথমে দলের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বসবেন। দ্বিতীয়টিতে উপদেষ্টা পরিষদের সদস্য, সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য, বাকি দুটোতে কেন্দ্রীয় নেতারা। মোট ১২০টি চেয়ার রাখা হবে। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে কিছুটা কৃচ্ছ্র সাধনের লক্ষ্যে সম্মেলনে সাদামাটা আয়োজন থাকছে এবার। তবে নেতা-কর্মীর উপস্থিতি কমবে না। সম্মেলনে নেতা-কর্মীদের ঢল নামবে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। দলের পরবর্তী নেতা নির্বাচন করতে ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট সম্মেলন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, দলের কলেবর না বাড়লেও এবারের সম্মেলনে গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে বেশকিছু পরিবর্তন আসতে পারে। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনীর কাজ। দলের ২১তম সম্মেলনে বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হলেও এবার বিদেশি কোনো অতিথিকেও আমন্ত্রণ জানাবে না আওয়ামী লীগ। তবে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া বরাবরের মতো বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমন্ত্রণ পাবেন। সূত্র: বিডি প্রতিদিন।

পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা পড়তে অনাগ্রহ কেন

বাংলাদেশ পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দেশ। বাংলাদেশের মানুষও খুব অতিথিপরায়ণ। কিন্তু এ দেশে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা ও আতিথেয়তা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ বেছে নিতে খুবই অনিচ্ছুক। বিশ্বব্যাপী পর্যটন একটি অত্যন্ত চাহিদাপূর্ণ বিষয় এবং প্রতিবছর অনেক শিক্ষার্থী পিএইচডি করার জন্য বৃত্তি নিয়ে বিদেশে যায় এ পর্যটনে। বাংলাদেশে বর্তমান সরকার পর্যটন শিল্পের উন্নয়নে সভা, সেমিনারসহ নানা কর্মসূচির উদ্যোগ নিচ্ছে। আজকের সরকার পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে। ২০২০ সালে, বৈশ্বিক জিডিপিতে ভ্রমণ এবং পর্যটনের প্রত্যক্ষ অবদান ৪.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল। কিন্তু দুঃখের বিষয়, করোনাভাইরাস মহামারি বিশ্বব্যাপী পর্যটন অর্থনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে। ফলে ভ্রমণ এবং পর্যটন শিল্পের বিশ্বব্যাপী আয় ৪২ শতাংশ কমে গেছে। তবে পর্যটন গবেষকরা আশা করছেন, সরকার, পর্যটক, পর্যটন আয়োজক, ভ্রমণকারী, পর্যটক সম্প্রদায়ের সহযোগিতায় শিগগিরই এ বাজেয়াপ্ততা কাটিয়ে উঠবে। সূত্র: কালবেলা

জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক পুলিশ

কদিন পরই খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ দিনটিকে কেন্দ্র করে খ্রিষ্টানদের ধর্মীয় স্থানসহ বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা এই হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। যেসব খ্রিষ্টান মিশনারিতে ধর্মান্তরের প্রক্রিয়া আছে, সেগুলোকে জঙ্গিরা লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে বলে পুলিশের কাছে তথ্য আছে। গোয়েন্দা তথ্য বলছে, ইতিমধ্যে জঙ্গি সদস্যরা টার্গেটকৃত স্থাপনার আশপাশে অবস্থানও করছে।সম্প্রতি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (গোপনীয়) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী স্বাক্ষরিত একটি গোয়েন্দা প্রতিবেদনে জঙ্গি হামলার এই আশঙ্কা করা হয়েছে। প্রতিবেদনে হামলার আশঙ্কার বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রতিরোধের জন্য করণীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়েছে। পুলিশের সব ইউনিটসহ দেশের ৬৪ জেলার পুলিশ সুপারের (এসপি) কাছেও এই প্রতিবেদন পাঠানো হয়েছে।জানতে চাইলে পুলিশের জঙ্গি প্রতিরোধে বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান দৈনিক বাংলাকে বলেন, ‘সুনির্দিষ্টভাবে বড়দিনকে কেন্দ্র করে হামলার আশঙ্কা নেই। নিয়মিত গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে পুলিশ সদর দপ্তর একটি প্রতিবেদন দিয়েছে। সব সময় জঙ্গিরা যেসব স্থাপনায় হামলা করতে পারে, সেসব স্থাপনায় আমাদের নজরদারি থাকে। আমরা বড়দিনকে কেন্দ্র করেও নিরাপত্তা জোরদার করেছি।’ সূত্র: দৈনিক বাংলা ।

নগদ প্রবাহের ঘাটতিতে বেশির ভাগ ব্যাংক

যেকোনো ব্যাংকের আর্থিক সক্ষমতা ও দক্ষ ব্যবস্থাপনার বড় একটি নির্দেশক হলো ব্যাংকটির নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো। নগদ অর্থ প্রবেশের চেয়ে বের হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংকের নগদ প্রবাহে ঘাটতি তৈরি হয়। এ ঘাটতি যত বড় হয়, ব্যাংকের তারল্য ঝুঁকিও তত বেড়ে যায়। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩ ব্যাংকের আর্থিক প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের বেশির ভাগ ব্যাংকেরই শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে (এনওসিএফএস) বড় ধরনের ঘাটতি সৃষ্টি হয়েছে। তালিকাভুক্ত ৩৩ ব্যাংকের মধ্যে ১৮টিরই এনওসিএফএস ঋণাত্মক ধারায় নেমে এসেছে। এর মধ্যে নয়টি ব্যাংকের এনওসিএফএস ২০২১ সালের সেপ্টেম্বরে ইতিবাচক ধারায় থাকলেও চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা নেতিবাচক অবস্থানে চলে গিয়েছে। বাকি নয়টি ব্যাংকের এনওসিএফএস গত বছরের সেপ্টেম্বরেও নেতিবাচক ধারায় ছিল। সূত্র: বণিক বার্তা

ক্ষমতায় গেলে বাংলাদেশকে ‘মেরামত’ করবে বিএনপি
বাংলাদেশের বিরোধী দল বিএনপি বলেছে, আওয়ামী লীগ গত এক দশকে যে “রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট” তৈরি করেছে তা থেকে উত্তরণে বাংলাদেশের এখন – তাদের ভাষায় – “মেরামত” প্রয়োজন।
কীভাবে বাংলাদেশ রাষ্ট্রকে ‘মেরামত’ তারা করতে চায় তার জানাতে বিএনপি সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে তাদের ‘রাষ্ট্র সংস্কারের রূপরেখা’ ঘোষণা করেছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তাদের ২৭ দফার রূপরেখা ঘোষণা করেন। সেখানে কার্যত বলা হয়েছে দল ক্ষমতায় গেলে তাদের প্রধান করনীয় কি হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্তরাজ্য থেকে সংযুক্ত অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এই রূপরেখার প্রথমেই বলা হয়েছে ক্ষমতায় গেলে বিএনপি, একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করবে যার মাধ্যমে আওয়ামী লীগের সরকারের নেয়া সব সাংবিধানিক সংশোধনী এবং পরিবর্তনকে ”স্থগিত বা সংশোধন” করা হবে। সূত্র: বিবিসি বাংলা।

ডিএনসিসি: জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা যাচ্ছে দোরগোড়ায়

জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা যাতে ওয়ার্ড পর্যায়ে মেলে, সেই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।সেই লক্ষ্যে ওয়ার্ড সচিবের অনুকূলে ইউজার আইডি ও পাসওয়ার্ড চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়ে চিঠি দিয়েছে সিটি কর্তৃপক্ষ। তাতে সায় আছে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়েরও।মঙ্গলবার বিষয়টি নিয়ে সংস্থা দুটি বৈঠক করবে, সব প্রস্তুতি সারা হলে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে। এখন ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং সিটি করপোরেশন এলাকায় আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়া হয়।ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর মধ্যে ছয়টি আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়া হয়। উত্তর সিটির নতুন চারটি আঞ্চলিক কার্যালয় ৭, ৮, ৯ ও ১০-এ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নেই। সূত্র: বিডি নিউজ