আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

পাকিস্তানে সংকটের জন্য ‘একমাত্র’ বাজওয়া দায়ী: ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াই একমাত্র দায়ী। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনেও বাজওয়ার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান খান। গতকাল সোমবার লাহোরের জামান পার্কের বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইমরান খানের অভিযোগ, পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন জেনারেল বাজওয়া। সাবেক প্রধানমন্ত্রীর দাবি, দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেওয়া সত্ত্বেও বাজওয়া দুর্নীতির মামলায় অভিযুক্তদের রেহাই দিতে চেয়েছিলেন। ইমরান খান দাবি করেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযানের শুরুর দিকে বাজওয়া তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেননি। কিন্তু পরে এ ধরনের অভিযান নিয়ে লেগে না থেকে তাঁকে দেশের অর্থনীতির ওপর জোর দিতে বলেন বাজওয়া। সূত্র: প্রথম আলো

তথ্য-প্রযুক্তি
টুইটার নিয়ে গ্যাঁড়াকলে ইলন মাস্ক

ইলন মাস্কের ‘টুইটারযাত্রা’টা শুরু হয় এ বছরের এপ্রিলে। তখন ৯.২ শতাংশ শেয়ার কিনে যোগাযোগমাধ্যমটির সবচেয়ে বড় বিনিয়োগকারীতে পরিণত হন এই প্রযুক্তি ব্যবসায়ী। সাত কোটি ৩৫ লাখ শেয়ার কিনতে তিনি খরচ করেছিলেন ৩০০ কোটি ডলার। ওই কেনাকাটা সারার পরপরই শুরু হয় তাঁর টুইটারের বিষয়ে ‘নাক গলানো’।ঘটনা এগোতে থাকে দ্রুতগতিতে। পরিচালনা পর্ষদের সঙ্গে তাঁর সম্পর্কে টানাপড়েন শুরু হয়। একসময় প্রযুক্তি দুনিয়ায় ইলন মাস্কের গোটা টুইটারই কিনে নেওয়ার রব ওঠে।
শেষ পর্যন্ত এপ্রিলের মাঝামাঝি টুইটারের পুরো মালিকানা চার হাজার ৩৪০ কোটি ডলারের বিশাল অঙ্কে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েই দেন ইলন মাস্ক। অচিরেই আবার বেঁকে বসে বলেন, কিনবেন না। কারণ নাকি টুইটার যা বলছে, তার চেয়ে সাইটটিতে স্পাম ও ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বহুগুণে বেশি। যা-ই হোক, এ রকম নানা উত্থান-পতন আর মামলার মতো নাটকীয়তার পর গত অক্টোবরে টুইটার কিনতেই হয় মাস্ককে। আর বলা যায়, এর পর থেকে শুরু হয় টুইটারপালার দ্বিতীয় পর্ব। সূত্র: কালের কণ্ঠ

ক্যাপিটলে দাঙ্গা
৪০ বছরের জেল হতে পারে ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্রোহিতাসহ চারটি অভিযোগ আনার সুপারিশ করেছে মার্কিন কংগ্রেসের একটি তদন্ত কমিটি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ট্রাম্প হেরে গেলে ক্ষমতা হস্তান্তর ঠেকাতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলা চালায় তার সমর্থকরা। হট্টগোল করে ভবনের ভেতরে প্রবেশ এবং ভাঙচুরও চালায় রিপাবলিকান পার্টির কর্মীরা। অভিযোগ ওঠে, ট্রাম্প তাদের থামাননি, বরং উস্কানি দিয়েছেন। পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে কংগ্রেসের নিম্নকক্ষের একটি কমিটি। তারা ট্রাম্পের বিরুদ্ধে দ্রোহিতাসহ মোট চারটি অভিযোগে বিচার করার সুপারিশ করেছেন।ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগে বিচার করা হয় এবং তা প্রমাণিত হয় তাহলে তার ৪০ বছরের জেল হতে পারে। এতে করে সামনের বছর আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। খবর ডেইলি মেইলের -তদন্ত কমিটি ক্যাপিটাল হিলের ঘটনায় ট্রাম্পের সম্পৃক্ততা এবং উস্কানি নিয়ে দীর্ঘ ১৮ মাস তদন্ত করেন। এরপর ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনার সুপারিশ করেছেন তারা। সেগুলো হলো-দ্রোহিতায় উস্কানি ও সহযোগিতা করা, সরকারি কাজে বাধা, যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার চক্রান্ত এবং মিথ্যা বিবৃতি দেওয়ার ষড়যন্ত্র করা। সূত্র: সমকাল

Nagad

বিশ্বকাপ ট্রফি নিয়ে আর্জেন্টিনায় মেসি-ডি মারিয়ারা

কাতার থেকে রোম হয়ে আর্জেন্টিনা পৌঁছেছে মেসির দল। স্থানীয় সময় রাত ২.২০ মিনিটে বুয়েন্স আয়ার্সে নেমেছে বিশ্বকাপজয়ীদের বহন করা বিমান। রোববার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। লিওনেল মেসি পেলেন তার অধরা বিশ্বকাপ ট্রফি।
মেসিদের স্বাগত জানাতে এবং বিশ্বকাপ ট্রফি এক ঝলক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। মেসি-ডি মারিয়াদের এমন সাফল্যে ফুটবল ভক্তদের ভিড় জমেছে দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে। জয় উদযাপন করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। আর্জেন্টিনার রাজধানী দেখলে মনে হবে যেন মানুষের ঝড় শুরু হয়েছে। সূত্র: সমকাল

পুরুষের মতো আচরণ ও পোশাক পরলে বেত্রাঘাত-কারাদণ্ড, নারীদের জন্য নতুন আইন মালয়েশিয়ায়

বিবাহ বহির্ভূত গর্ভধারণ, পুরুষের মতো আচরণ ও পোশাক পরলে বেত্রাঘাতসহ জেল-জরিমানার বিধান রেখে মুসলিম নারীদের জন্য নতুন এক আইন পাস করেছে মালয়েশিয়া। তেরেঙ্গানু প্রদেশে সরকারের সাম্প্রতিক এই পদক্ষেপ দেশটিতে নারী অধিকারের বর্তমান অবস্থাকে আরও খারাপ করে তুলবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। খবর ব্লুমবার্গের। সংশোধনীতে পার্টি ইসলাম সে-মালয়েশিয়া শাসিত তেরেঙ্গানু রাজ্যে জাদুবিদ্যাকেও নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য ৫ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) পর্যন্ত জরিমানাসহ ৩ বছরের জেল এবং ৬টি বেত্রাঘাতের যেকোনো একটি বা একইসঙ্গে একাধিক শাস্তির বিধান রাখা হয়েছে। মালয়েশিয়া সরকারের ধর্ম বিষয়ক কর্তকর্তা সতিফুল বাহারি মামতের বরাত দিয়ে, গেল ১ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করে দেশটির সংবাদসংস্থা বার্নামা। এদিকে, নারীদের উদ্দেশ্য করে এমন বিধান জারি করায় মালয়েশিয়াজুড়ে মানবাধিকার সংস্থাগুলো অনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে। অল উইমেনস অ্যাকশন সোসাইটিসহ ১৪টিরও বেশি মানবাধিকার গোষ্ঠী বলছে, দেশটির উত্তর-পূর্ব রাজ্য তেরেঙ্গানুর এই আইনী পরিবর্তন মত প্রকাশের স্বাধীনতা, সমতা এবং বৈষম্যহীনতার অধিকারকে লঙ্ঘন করে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইউক্রেন যুদ্ধে বেলারুশ কি যুক্ত হচ্ছে?

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। তাকে স্বাগত জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। আলোচনায় লুকাশেঙ্কো মস্কোকে ইউক্রেনে আক্রমণের জন্য একটি মঞ্চ প্রস্তুত করে দেওয়ার অনুমতি দিয়েছেন। তবে উদ্বেগ সৃষ্টি হয়েছে, ইউক্রেনে পদাতিক অভিযানে অংশ নিতে সব থেকে ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে ঠেলছে রাশিয়া। আর গতকালও কিয়েভের ওপর আরও হামলার ঘটনা ঘটেছে। যদিও গতকাল ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, বেলারুশকে সংঘাতে টানবে না রাশিয়া। ‘বেলারুশকে যুদ্ধে ঠেলা হচ্ছে’ এমন কথাবার্তাকে ‘ভিত্তিহীন এবং অর্থহীন’ বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে পুতিন মিনস্কের একটি বরফাচ্ছন্ন বিমানবন্দরে একটি বিমান থেকে নামছেন। তাকে অভ্যর্থনা জানাচ্ছেন লুকাশেঙ্কো। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১৯ সালের পর এই প্রথম বেলারুশে গেলেন পুতিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, পুতিনের সঙ্গে তিনি ‘সামরিক-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন।’ ২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশের মধ্যে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। ওই সময় লুকাশেঙ্কোকে সমর্থন দেন রুশ প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেন জানিয়েছে, পুতিন-লুকাশেঙ্কোর বৈঠক তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বেলারুশ রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘সামরিক অভিযান’ চালানোর জন্য মস্কোকে তাদের ভূমি ব্যবহার করতে দিয়েছিল দেশটি। তবে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো বরাবরই বলে আসছেন, বেলারুশের সেনা ইউক্রেনে পাঠানোর কোনো অভিপ্রায় তার নেই। কিন্তু কিইভের আশঙ্কা, ইউক্রেনের বিরুদ্ধে নতুন স্থল আক্রমণে যোগ দিতে ও ফের নতুন একটি যুদ্ধক্ষেত্র খোলার জন্য চাপ সৃষ্টি করতে পুতিন সেখানে যাচ্ছেন। সূত্র: বিডি প্রতিদিন।

চীনের সামনে করোনার তিনটি ঢেউ

যে বয়সে অধিকাংশ মানুষ ঠিকঠাকমতো ঘর পেরিয়ে বাইরে যেতে পারেন না, সেই ৮৬ বছর বয়সে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠেছেন এক বৃদ্ধ। যেন পাহাড়ের টানে বয়স ভুলে গেছেন তিনি! সঙ্গে ছিলেন স্ত্রী। ভারতের মহারাষ্ট্রের এই দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে ওই বৃদ্ধ দম্পতির ভিডিও শেয়ার করেছেন অ্যান্ডি থাপা নামের একজন। কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও। নেটিজেনরা দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন। তরুণরাও এই জুটিকে তাদের অনুপ্রেরণা হিসেবে আখ্যা দিয়েছেন। সূত্র: কালবেলা

এবার শীতে চীনে তিনটি করোনা ঢেউয়ের শঙ্কা
এবার শীতে চীনে অন্তত তিনটি করোনা ঢেউ বয়ে যেতে পারে। চীনের শীর্ষস্থানীয় এক স্বাস্থ্য বিশেষজ্ঞ এমন আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে করোনা বিধিনিষেধ তুলে নেয়ার পর চীনে প্রথমবারের মতো ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর মিলেছে। চীনের রোগতত্ত্ববিশেষজ্ঞ উ জুনইউ বলেন, তার দেশে ইতিমধ্যে প্রথম করোনা ঢেউটি চলছে বলে তিনি ধারণা করছেন। উ জুনইউ গত শনিবার এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, মধ্য জানুয়ারি পর্যন্ত সংক্রমণের বর্তমান ঢেউটি চলতে পারে। এরপর চীনা নববর্ষ উদ্‌যাপনকে ঘিরে আরেকটি নতুন ঢেউ দেখা দিতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে চীনা নববর্ষ উদ্‌যাপন শুরু হবে। ওই সময়ে চীনে এক সপ্তাহের লম্বা ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশজুড়ে লাখ লাখ মানুষ ভ্রমণে বের হবেন। উ জুনইউ বলছেন, ফেব্রুয়ারির শেষ থেকে মধ্য মার্চ পর্যন্ত করোনার তৃতীয় ঢেউ দেখা দিতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণায় আশঙ্কা প্রকাশ করে বলা হয়, চীনে আগামী বছর ১০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এবার চীনের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ উ জনইউও তিনটি করোনা ঢেউয়ের শঙ্কার কথা জানালেন। সূত্র: দৈনিক বাংলা।

বেইজিংয়ের কভিড বিধিনিষেধ শিথিল
চীনের অর্থনীতি চাঙ্গা হলেও শঙ্কা বেড়েছে বৈশ্বিক মূল্যস্ফীতির

জিরো কভিড নীতি থেকে চীনের ধীরে ধীরে বেরিয়ে আসার সিদ্ধান্ত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করলেও বৈশ্বিক মূল্যস্ফীতির শঙ্কা বাড়িয়েছে। যদিও সম্প্রতি বৈশ্বিক মূল্যস্ফীতি স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল। এ রকম দ্বিমুখী সংকট উদ্বেগ বাড়িয়েছে চীনসহ অন্যান্য বৃহৎ অর্থনীতির। কভিড-১৯ পরিস্থিতি থেকে বিশ্বের অন্যান্য অংশের তুলনায় স্বাভাবিক অবস্থায় আসেনি চীন। বরং ভাইরাসটির প্রাদুর্ভাব ঘিরে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে দেশটি। তবে চীন সরকারের জিরো কভিড নীতির বিপরীতে জনসাধারণের প্রতিবাদের পর উল্লেখযোগ্যভাবে বিধিনিষেধ শিথিল করা হয়, যা পুনরায় বহির্বিশ্বের সঙ্গে তাদের পুরোপুরি সংযোগ স্থাপনের ইঙ্গিত দেয়। প্রায় তিন বছর ধরে চীন সরকারের জিরো কভিড নীতির প্রয়োগ বিশ্বজুড়েই ব্যাপক অর্থনৈতিক সংকট তৈরি করেছে। যেমন তা জ্বালানি তেল, গ্যাস ও কাঁচামালের চাহিদার লাগাম টেনে ধরে। কারণ চীন এ জাতীয় পণ্যের অন্যতম বৃহত্তম আমদানিকারক। তবে এখন পর্যন্ত অনেক কিছুই অনিশ্চিত। কেননা দেশটি এখনো নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি থেকে পুরোপুরি বের হতে পারেনি বরং ক্রমবর্ধমান সংক্রমণের মুখোমুখি। বিশ্লেষকরা বলছেন, লকডাউন তুলে নেয়া এবং ব্যাপক হারে করোনাভাইরাস পরীক্ষার কর্মসূচিগুলো বাতিলের ফলে চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব বাড়তে পারে। সূত্র: বণিক বার্তা

ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ ক্যাপিটল দাঙ্গা কমিটির

যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিষয়ক এক তদন্ত কমিটি বলছে যে, গত বছর ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রোহসহ অন্য আরো ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে।
ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন কমিটি মি. ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে বিচার বিভাগকে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকার করা ট্রাম্পের সাবেক সহযোগী হোপ হিকসের একটি নতুন ক্লিপও প্রচার করেছে। ট্রাম্প সমর্থকরা ২০২১ সালের ৬ই জানুয়ারী কংগ্রেসে হামলা চালায় এবং জো বাইডেনের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতির আনুষ্ঠানিকতায় বাধা দেয়।মি. ট্রাম্প কোন অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন এবং নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন যেখানে তিনি এই প্যানেলকে “ক্যাঙ্গারু কোর্ট” বলে উল্লেখ করেছেন।দাঙ্গার তদন্তে প্রায় ১৮ মাস ব্যয় করার পর, কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটি সোমবার তাদের চূড়ান্ত সভায় সুপারিশ করেছে যে মি. ট্রাম্পকে চারটি অভিযোগের মুখোমুখি করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সেনাসহ নিহত ৩

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ জেলায় আত্মঘাতী এক বোমা বিস্ফোরণে এক সেনা ও দুই বেসামরিক নিহত হয়েছে।সোমবারের এ ঘটনায় এক বেসামরিক আহত হয়েছে বলে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, খবর ডন ডটকমের।এর পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও এক বেসামরিক নিহত এবং আরও নয় বেসামরিক আহত হয়েছিল। এদিকে সোমবার স্থানীয় সময় রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার উমর ফারুক চকের কাছে আরেকটি বিস্ফোরণে অন্তত ১৩ বেসামরিক আহত হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র: বিডি নিউজ