ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসিরা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

ছবি- সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর শিরোপাখরা ঘুচলো লিওনেল মেসি-মার্তিনেজদের। গত রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ এবং অতিরিক্ত সময়ে ৩-৩ সমতা শেষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে শিরোপা জিতে আর্জেন্টিনা।

দীর্ঘ প্রতিক্ষার পর আর্জেন্টিনায় ফিরছে বিশ্বকাপের ট্রফি। যেই ট্রফি নিয়ে ১৯৮৬ সালে দিয়াগো ম‌্যারাডোনা দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে ফিরেছিলেন। এবার সেই ট্রফি হাতে ফিরলেন লিওনেল মেসি।

কাতার থেকে ইতালিতে যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার খেলোয়াড়দের বহনকারী বিমান পৌঁছায়। ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অ‌্যারোপার্কে তাদের বিমান অবতরণ করে।

ফুটবলের জাদুকর মেসি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। ডানহাতে ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টাইনদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করেন এলএম টেন। পাশেই ছিলেন কোচ লিওনেল স্কালোনি।

বিমানবন্দরে বেশি মানুষকে ভিড় করতে দেয়নি কর্তৃপক্ষরা। বিমানবন্দরের বাইরেই সব আয়োজন। সমর্থকরা সেখানেই বিশ্বচ‌্যাম্পিয়নদের জন‌্য অপেক্ষা করছিলেন।

আনুষ্ঠানিকতা সেরে মেসি-ডি মারিয়ারা ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন রাত ৩টা ৩০ মিনিটে। সে সময় বাইরে হাজার হাজার মানুষ পতাকা নেড়ে, স্লোগানে স্লোগানে তাদের অভিবাদন জানায়। তাদের অভিবাদনের জবাব দেন বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা।

Nagad

বিমানবন্দর থেকে মেসিরা চলে যাবেন নিকটস্থ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ট্রেনিং সেন্টারে। সেখানে তারা বিশ্রাম নিবেন মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত। এরপর ছাদখোলা বাসে করে রওয়ানা দিবেন আর্জেন্টিনার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের দিকে।

যেকোনো ক্রীড়ানন্দ উদযাপনের ঐতিহাসিক ভেন্যু এটি। সেখানেই মেসি-ডি মারিয়াদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে। হবে আনুষ্ঠানিক উদযাপনও। আর এই উদযাপনে যাতে দেশের সকলেই অংশ নিতে পারে সেজন্য দেশটিতে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সারাদিন/২০ ডিসেম্বর/এমবি