প্রথম দিনে ২২৭ রানেই গুঁটিয়ে গেলো টাইগাররা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২

ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ দল। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরি মিসের দিনে টাইগাররা ২২৭ রানেই গুঁটিয়ে যায়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের তৃতীয় সেশনে দ্রুত ৫ উইকেট হারালে ২২৭ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ দল। এদিন মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় ৬৫তম ওভারে দলীয় ২০০ রান পার করেছিল টাইগাররা।

আজ ব্যাট হাতে লিটন দাস, মুশফিকুর রহিমরা হতাশ করলেও দলে ফিরেই বড় ইনিংস খেলেছেন মুমিনুল হক। তবে টেস্টে ফেরার ম্যাচেই সেঞ্চুরি করার সুবর্ণ সুযোগ হারিয়েছেন তিনি।

দুর্ভাগ্যজনক এক আউটে ব্যক্তিগত ৮৪ রানে থামলেন মুমিনুল। তিনি আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংসটা আর এগোয়নি। ৭৩.৫ ওভারে ২২৭ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল।

২৫ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার উমেশ যাদব। ৭১ রানে ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এক যুগ পর টেস্ট ক্রিকেটে ফেরা জয়েদব উনাদকাট ৫০ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

Nagad

বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৩.৫ ওভারে ২২৭।

(শান্ত ২৪, জাকির ১৫, মুমিনুল ৮৪, সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫, মিরাজ ১৫, সোহান ৬, তাসকিন ১, তাইজুল ৪*, খালেদ ০; সিরাজ ৯-১-৩৯-০, উমেশ ১৫-৪-২৫-৪, উনাদকাট ১৬-২-৫০-২, অশ্বিন ২১.৫-৩-৭১-৪, আকসার ১২-৩-৩২-০)।

সারাদিন/২২ ডিসেম্বর/এমবি