আইপিএলে একই আসরে প্রথমবার ৩ বাংলাদেশি ক্রিকেটার
২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক আসরে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার। আইপিএলের মিনি নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে ধরে রাখে (রিটেইন) দিল্লি ক্যাপিটালস। আর নিলাম থেকে শেষ মুহূর্তে দল পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত নিলামে প্রথম দফায় অবিক্রিতই ছিলেন সাকিব ও লিটন। তবে দুজনেই দ্বিতীয় দফায় দল পেয়েছেন।
কলকাতা নাইট রাইডার্স নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নেয়। আর মোস্তাফিজুর রহমানকে আগেই দলে ভিড়িয়েছিল আগের বারের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। এর ফলে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। একইভাবে দ্বিতীয় ডাকে কলকাতা লিটনকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে টেনেছে।
সারাদিন/২৪ ডিসেম্বর/এমবি