অভিনেতা ছালাপতি রাও আর নেই  

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

অভিনেতা ছালাপতি রাও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

ভারতের হায়দরাবাদের বানজারা হিলসের এমএলএ কলোনিতে থাকেন অভিনেতার ছেলে রবি বাবু।রোববার (২৫ ডিসেম্বর) সকালে ছেলের বাড়িতেই স্ট্রোক করে মারা যান তিনি।

১৯৪৪ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন অভিনেতা ছালাপতি। মৃত্যুর সময় দুই কন্যা এবং এক পুত্রকে রেখে গেছেন বর্ষীয়ান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করতেন তিনি।

অভিনয় জীবনের দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে প্রায় ছয় শ ছবিতে অভিনয় করেছেন ছালাপতি। কমিক এবং খল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বড় ক্ষতি হয়ে গেল তার মৃত্যুতে।

অভিনেতা ছালাপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা জগতে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস

Nagad