সংসার জীবনের ইতি টানলেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

ছবি- সংগৃহীত

৬ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। চিত্রগ্রাহক রাশেদ জামানের সাথে ৭ বছর প্রেম করার পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী স্বাগতা।

২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে। এর এক বছর পর জানা গেল স্বামী চিত্রগ্রাহক রাশেদের সাথে সংসারজীবনের ইতি টেনেছেন স্বাগতা।

রোববার (২৫ ডিসেম্বর) অভিনেত্রী স্বাগতা গণমাধ্যমকে জানান, পারস্পরিক বোঝাপড়ায় সমস্যা হওয়ার কারণেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। পারিবারিক সম্মতিতে ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাশেদ জামান এবং স্বাগতার বিবাহ বিচ্ছেদ হয়।

বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গে স্বাগতা বলেন, বলেন, “মানুষের প্রতিটি সম্পর্কে কমবেশি জটিলতা থাকে। একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দু’জন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি।”

স্বাগতা আরও বলেন, “যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দু’জনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দু’জনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সাথেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।”

সারাদিন/২৬ ডিসেম্বর/এমবি

Nagad