নিজ বাড়ি থেকে টিকটক তারকার লাশ উদ্ধার

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

ছবি- সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে সামাজিক মাধ্যমে মডেল খ্যাতি পাওয়া লীনা নাগবংশীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছত্তিশগড়ের রায়পুর জেলায় নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টিকটক তারকা লীনা ইনস্টাগ্রামেও তুমুল জনপ্রিয় ছিলেন। ১০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তার। নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। নাম ‘রয়্যাল লীনা’। সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করতেন তিনি। কিন্তু দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কেন এমন চরম পথ বেছে নিলেন তা বুঝতে পারছেন না কেউ।

‘হিন্দুস্তান টাইমস’ ও ‘আনন্দবাজার’ জানিয়েছে, মঙ্গলবার রায়গড়ের বাড়ি থেকে বেরিয়ে বাজারে যান লীনার মা। ২২ বছরের লীনা তখন বাড়িতেই পড়াশোনা করছিলেন। আধাঘণ্টা পর মা ফিরে দেখেন, বাড়ির বারান্দায় ঝুলছে লীনার লাশ। নিজের পরনের ওড়না দিয়েই গলায় ফাঁস দেওয়া ছিল। কী কারণে মেয়ে আত্মঘাতী হলেন, তা বুঝতে পারছেন না পরিবারের লোকেরা।

চক্রধর নগর থানার উপ-পরিদর্শক সংবাদসংস্থাকে বলেন, চক্রধর নগর থানা এই ঘটনার তদন্ত করছে। লীনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সারাদিন/২৮ ডিসেম্বর/এমবি

Nagad