চট্টগ্রামে ট্রাক-পুলিশ ভ্যানের সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত পাঁচ

চট্টগ্রাম সংবাদদাতাচট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পুলিশ ভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৮ ডিাসেম্বর) দুপুর ২টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফকির তকিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাউজান থানা পুলিশ জানিয়েছে, রাঙামাটি থেকে পুলিশ ভ্যানে (ঢাকা মেট্রো ইউ ১৪- ২১২৪) উত্তরা ব্যাটালিয়নে যাওয়ার পথে ইটবাহী ট্রাকের (রাঙামাটি ন-০২-০০১০) সংঘর্ষ হয়। এতে পুলিশের সাব ইন্সপেক্টর ফারুক, মান্নান, পুলিশের ভ্যান চালক পুলিশ সদস্য মাসুদ গুরুতর আহত হন। একই সাথে পুলিশের গাড়িতে থাকা মো: শামীম ও এক ট্রাক শ্রমিক আহত হন।

ট্রাকচালক বাবর বড়ুয়া গণমাধ্যমকে বলেন, “আমি ইট নিয়ে একটি মাদ্রাসায় যাওয়ার পথে পুলিশের একটি দ্রুতগামী ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে পিংকসিটির দেওয়ালের একটি পিলার ভেঙে যায়। তিন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন। পুলিশ ভ্যান ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।”

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজাদ গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি দুইটি বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।”

সারাদিন/২৮ ডিসেম্বর/এমবি

Nagad