সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু

মানিকগঞ্জ সংবাদদাতামানিকগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

ছবি- সংগৃহীত

সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে বুধবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ২টায় বন্ধ হওয়া ফেরি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় যানবাহন পারাপার চালু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে বুধবার রাত পৌনে ২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। দুই নৌ-রুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুল সালাম রহমান গণমাধ্যমকে বলেন, বুধবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ২টা থেকে ঘন কুয়াশায় নৌ-পথ দেখা না গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমতে থাকায় সকাল সোয়া ৯টায় ঘন এ দুই নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সারাদিন/২৯ ডিসেম্বর/এমবি

Nagad