ধোনির মেয়েকে নিজের সই করা জার্সি দিলেন মেসি
বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা’কে সই করা জার্সি পাঠিয়েছেন সদ্য কাতার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত ছিলেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তার মেয়েও ফুটবল ভালোবাসে। সেই জিভাই এখন খবরের শিরোনামে। কারণ এম এস ধোনির মেয়েকে নিজে সই করে আর্জেন্টাইন জাতীয় দলের জার্সি পাঠিয়েছেন লিওনেল মেসি।
সাত বছর বয়সি জিভা সেই জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছে। সেই ছবির ক্যাপশনে লিখেছেন, “যেমন বাবা, তেমনই মেয়ে।” ইতিমধ্যেই লিওনেল মেসির পাঠানো জার্সি পরে জিভার ছবি ভাইরাল হয়েছে।
আর্জেন্টিনা থেকে জিভার জন্য পাঠানো জার্সিতে লিওনেল মেসি লিখেছেন, ‘পারা জিভা।’ অর্থাৎ, ‘জিভার জন্য।’ জিভার ইনস্টাগ্রামে সেই জার্সি পরা ছবি আপলোড করেছে।
ছবিতে দেখা গেছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ। সেদিকে আঙুল দেখাচ্ছে জিভা। অপর এক ছবিতে দেখা যাচ্ছে জিভা কতটা খুশি এই জার্সি পেয়ে।
উল্লেখ্য, ধোনি নিজে মেসির বড় ভক্ত। এদিকে ক্লাব ফুটবলে ধোনির প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। এহেন ধোনির মেয়েও এখন মেসির ভক্ত।
সারাদিন/২৯ ডিসেম্বর/এমবি