চলে গেলেন রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

ছবি- সংগৃহীত

নতুন বছরের শুরুতেই খারাপ খবর! ভারতের রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে কলকাতায় নিজের বাড়িতে এই শিল্পীর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, আনন্দবাজারের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন গায়িকা। তারই মধ্যে ডিসেম্বরে ভীষণ ঠান্ডা লাগিয়ে ফেলেন তিনি। এর ফলে জ্বরের সাথে বুকে সর্দি বসে অবস্থার অবনতি হতে থাকে ক্রমশ। এরপর তাকে গতমাসের ২১ তারিখ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ব্রঙ্কো-নিউমোনিয়া ধরা পড়ে। যদিও গতকাল (০২ জানুয়ারি) সোমবার তাকে ছুটি করিয়ে বাড়ি আনা হয়। কিন্তু ভোর রাতেই প্রয়াত হন গায়িকা।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে গায়িকা শ্রাবণী সেন তার মায়ের প্রয়াণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। তিনি লিখেছেন, “আজ মা ভোরে চলে গেল।”

আগামী মার্চ মাসেই তিনি ৯০ বছর পূর্ণ করতেন। তার আগেই চলে গেলেন গায়িকা। গতকালই শ্রাবণী সেন সংবাদমাধ্যমকে তার মায়ের স্বাস্থ্যের বিষয়ে বলেন, “বয়সটা তো একটা কারণ। ভালো নেই মা। মোটামুটি আছেন। চিকিৎসকদের সাথে কথা বলেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।”

সুমিত্রা কন্য়া ইন্দ্রাণীও একই কথা জানিয়ে ছিলেন সংবাদমাধ্যমকে। পরিবারের সাথে রাখার সিদ্ধান্ত নিয়ে তাকে বাড়ি আনা হয় সোমবার। এদিকে রাত কাটতে না কাটতেই সুরলোকে চলে গেলেন গায়িকা।

Nagad

সারাদিন/০৩ জানুয়ারি/এমবি