চঞ্চল চৌধুরীর নতুন নায়িকা মনামী ঘোষ

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

পশ্চিমবঙ্গ চলচ্চিত্রের অভিনেত্রী মনামী ঘোষ। মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় জগতের যাত্রা শুরু করেন তিনি। এরপর টালিউডের বড়পর্দায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মনামী। এবার ঢাকাই সিনেমার অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরী; মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে টালিউড অভিনেত্রী মনামী ঘোষকে চূড়ান্ত করা হয়েছে। আর শিগগিরই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।

মনামী ঘোষ ১৯৯৭ সালে সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ অবলম্বনে নির্মিত সিরিয়াল দিয়ে অভিনয়জীবন শুরু। এরপর ‘এক আকাশের নিচে’, ‘ইরাবতীর কথা’সহ অনেক ধারাবাহিকে দেখা গেছে তাকে।

অনেক সিনেমায়ও অভিনয় করেছেন মনামী। তাকে পাওয়া যায় ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’ সিনেমাগুলোতে। এবার মনামীকে দেখা যাবে বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর নায়িকা হিসেবে।

চলতি বছর বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী পালিত হবে। এই উপলক্ষে অঞ্জন দত্ত, কৌশিক গাঙ্গুলি ও সৃজিত মুখার্জির আলাদা তিনটি সিনেমা বানাচ্ছেন। সৃজিতের সিনেমার নাম ‘পদাতিক’, এতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এই সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী।

সারাদিন/০৩ জানুয়ারি/এমবি 

Nagad