আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
সরকারি সুবিধাসহ দলীয় রাজনীতি করা নিয়ে প্রশ্ন
মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে ৩ জানুয়ারি অবসরে যাওয়া কবির বিন আনোয়ার আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, একজন সরকারি কর্মকর্তা অবসরে যাওয়ার তিন বছরের মধ্যে নির্বাচনে অংশ নিতে পারেন না। তবে রাজনীতিতে অংশ নেওয়ার বিষয়ে কিছু বলা নেই।অন্যদিকে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতি করা যাবে কি না, এ বিষয়ে সরকারি চাকরি আইন, ২০১৮-তে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এসব বিষয় নতুন করে সামনে এসেছে জনপ্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব থেকে মাত্রই অবসরে যাওয়া কবির বিন আনোয়ারের দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘটনাটি। মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে ৩ জানুয়ারি অবসরে যাওয়া কবির বিন আনোয়ারকে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পদ বা দায়িত্ব দেওয়া হয়নি। তবে দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। গতকাল শুক্রবারও আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি এবং মেয়রদের যৌথ সভায় অংশ নিয়েছেন। সূত্র: প্রথম আলো
সুষ্ঠু, প্রতিযোগিতামূলক নির্বাচন প্রত্যাশা করছি
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ প্রত্যাশার কথা জানান। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে এ ভাষণ দেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ কয়েকটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক দল, প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানান, তারা যেন সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয়—এমন কোনো ধারণাকে প্রশ্রয় না দেয় এবং ইন্ধন না জোগায়। ,গতকাল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা ক্ষমতায় থাকার ১৪ বছর পূর্ণ হয়। ভাষণে প্রধানমন্ত্রী ২০০৯ সাল থেকে গত ১৪ বছরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।, সূত্র: কালের কণ্ঠ
অক্টোবরে আসছে থার্ড টার্মিনাল
♦ কাজ এগিয়েছে ৫৬ শতাংশ ♦ আরেকটি রানওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে ♦ বাড়ছে প্রকল্প ব্যয়
দেশের অন্যতম মেগা প্রকল্প হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে চলেছে দ্রুতগতিতে। এখন পর্যন্ত এ প্রকল্পের ৫৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টার্মিনাল উদ্বোধন করবেন। এ প্রকল্প শেষে আরও একটি রানওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, থার্ড টার্মিনাল নির্মাণকাজের ৫৬ শতাংশ অগ্রগতি হয়েছে। প্রকল্পের কাজে সাশ্রয় হওয়ায় দ্বিতীয় ধাপের কিছু কাজ এর মধ্যেই করা হচ্ছে। এজন্য প্রকল্প ব্যয় কিছুটা বাড়বে। আগে বোর্ডিং ব্রিজ ১২টি নির্মাণের কথা ছিল এখন ২৬টি নির্মাণ করা হচ্ছে। ভিভিআইপি টার্মিনাল বানানো হচ্ছে। এর ফলে পরে অপারেশনাল কাজে বিঘ্ন হবে না। জাইকা থেকে অতিরিক্ত অর্থায়নের অনুমোদন পেতে কিছুটা সময় লেগেছে। এসব কাজ আগের দামে হবে না, বর্তমানে দ্রব্যমূল্য বেড়েছে। সংশোধিত প্রকল্প বাজেটে এগুলো নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের অক্টোবরে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, ‘থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা অনেক বাড়বে। একটা রানওয়ে দিয়ে এত বড় আন্তর্জাতিক বিমানবন্দর চালানো কঠিন হয়ে পড়বে। তাই আরেকটি রানওয়ে তৈরির সম্ভাব্যতা যাচাই চলছে। এটা আলাদা ফুলফেজের ইনডিপেনডেন্ট রানওয়ে হবে না, এটা হবে ডিপেনডেন্ট রানওয়ে। অর্থাৎ একটি রানওয়ে দিয়ে ফ্লাইট ওঠানামার সময় আরেকটি বন্ধ থাকবে। দুটি রানওয়ের সুরক্ষা বজায় রাখার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় এভাবে রানওয়ে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ সূত্র: বিডি প্রতিদিন।
জড়িত দুই ঠিকাদারি প্রতিষ্ঠান
৮০ হাজার টন সার গায়েব
সার লুটের ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছে না বিএডিসি কর্তৃপক্ষ * দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের
বিএডিসি’র ১১০ কোটি টাকা মূল্যের ৮০ হাজার টন এমওপি (পটাশ) সারের হদিস নেই। তার মধ্যে আশুগঞ্জ ঘাটে পোটন ট্রেডার্সের অধীনে ১১ হাজার টন ও কুষ্টিয়া ট্রেডার্সের অধীনে ১০ হাজার টন সারের হদিস মিলছে না। সেপ্টেম্বরে বিএডিসির গোপন তদন্তে আশুগঞ্জ ঘাটের ঘটনাটি উদ্ঘাটিত হলেও বিষয়টি চেপে রাখে কর্তৃপক্ষ।আশুগঞ্জ ঘাট ছাড়াও পোটন ট্রেডার্সের কাছে এখনো পাওনা প্রায় ৬০ হাজার টন এমওপি সার। এ সার কোথায় আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষ জানে না। তবে সংশ্লিষ্টদের ধারণা, দুটি প্রতিষ্ঠান মিলে কালোবাজারে সার বিক্রি করে ১১০ কোটি টাকা আত্মসাৎ করেছে।জানা গেছে, কুষ্টিয়া ট্রেডার্সের মালিক ৮-১০ হাজার টন টিএসপি সার গত ৬ মাস ধরে বিএডিসিকে বুঝিয়ে দিচ্ছে না। এ সারের মূল্য ২০ কোটি টাকা। বিএডিসির বিদেশ থেকে আমদানি করা এসব সার চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন সার গুদামে পৌঁছানোর দায়িত্ব ছিল দুটি প্রতিষ্ঠানের। পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটন ও কুষ্টিয়া ট্রেডার্সের মালিক মো. মোখলেছুর রহমান। সূত্র: যুগান্তর
বয়স ৬৫ হলেই কম মেয়াদের পাসপোর্ট দেয়া হচ্ছে কি আয়ু ফুরিয়ে আসছে বলে?
মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন করে ই-পাসপোর্ট নেয়ার সময় হয়েছিল সুনামগঞ্জের রবিউল লেইসের। ই-পাসপোর্ট ১০ বছর মেয়াদে নিতে চেয়েছিলেন যেন ৫ বছর পর আবার পাসপোর্টের ঝক্কিটা পোহাতে না হয়। তবে আবেদন করতে গিয়ে আশাভঙ্গ হয় তাঁর। কারণ তাঁর বয়স ৬৫ পার হয়ে গিয়েছে এবং চাইলেও তিনি ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন না।রিবারের অন্য সব সদস্য ১০ বছরের জন্য পারলেও তাঁর পাসপোর্টের মেয়াদ হয় ৫ বছর।বিষয়টা আপত্তিকর ঠেকে তাঁর কাছে এবং এনিয়ে খুব আহত বোধ করেন তিনি।
“আমাদেরকে কেন এরকম করবে? বোঝা গেলো এর বেশি বোধহয় আর বাঁচবে না” এমন মানসিকতা থেকে কাজটি করা হয়েছে বলে ধারণা করেন মি. লেইস। সূত্র: বিবিসি বাংলা।
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়
ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চল কয়েকদিন ধরে হাঁড়কাপানো শীতের কবলে। এই পরিস্থিতির আরও অবনতি ঘটেছে শনিবার। ঢাকায় রেকর্ড হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা—১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে কাঁপছে রাজধানী ও এর আশপাশের বাসিন্দারা।তাপমাত্রার নিম্নমুখী প্রবণতার মধ্যে কয়েকদিন ধরেই আকাশ থাকছে কুয়াশার কবলে। রোদের দেখা মিলছে কদাচিৎ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এ কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। ফলে দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীত পড়েছে। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৬টায় ঢাকা ও এর আশপাশের অঞ্চলে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তার আগে সর্বনিম্ন তাপমাত্রা রের্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।এর আগে শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। সেখানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।এ ছাড়া এদিন তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছীতে ৯ দশমিক ৮, দিনাজপুর ও যশোরে ১০, সাতক্ষীরায় ১০ দশমিক ২, ঈশ্বরদীতে ১০ দশমিক ৪, সৈয়দপুরে ১০ দশমিক ৫, রাজশাহী, ডিমলা ও কুমারখালীতে ১০ দশমিক ৬, বগুড়া ও বরিশালে ১০ দশমিক ৭, ফরিদপুর ও গোপালগঞ্জে ১০ দশমিক ৮ এবং নিকলিতে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূত্র: দৈনিক বাংলা।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী
সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না, ইন্ধন জোগাবেন না
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেছেন, ‘মানুষের অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ থাকবে, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না, ইন্ধন জোগাবেন না।’ আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বছরপূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ বছরের শেষে অথবা সামনের বছরের শুরুতেই জাতীয় নির্বাচন হবে। কিন্তু এখন থেকেই স্বাধীনতাবিরোধী, ক্ষমতালোভী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী আর পরগাছা গোষ্ঠীর সরব তত্পরতা শুরু হয়েছে। এদের লক্ষ্য ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করা। এরা লুণ্ঠনের অর্থ দিয়ে দেশে-বিদেশে ভাড়াটে বুদ্ধিজীবী এবং বিবৃতিজীবী নিয়োগ করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা রটিয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এরা মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না।’ সূত্র: বণিক বার্তা।
মেট্রো, মহাসড়কের জন্য আরও ৭ বিলিয়ন ডলারের সহজ শর্তে কোরিয়ান ঋণ পাওয়ার আশা
কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে পাঁচ বছরে (২০২২–২০২৬) ৩ বিলিয়ন ডলারের উন্নয়ন ঋণের আশ্বাস পাওয়ার পর বাংলাদেশ এখন একই উন্নয়ন সহযোগিতা সংস্থার নতুন উইন্ডো ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ) থেকে ২০২৩ হতে ২০২৭ সালের মধ্যে আরও ৭ বিলিয়ন ডলার পাওয়ার আশা করছে। ইডিপিএফ গঠন করা হয়েছে উন্নয়নশীল দেশগুলোকে বৃহৎ অবকাঠামো প্রকল্পে সহায়তা দেওয়ার জন্য। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা বলেছেন, এই ঋণ অন্যান্য উন্নয়ন সহযোগিতা সংস্থার ঋণের তুলনায় সস্তা হওয়ায় সরকার এ তহবিল থেকে প্রতি বছর ১ থেকে ১.৫ বিলিয়ন ডলার পেতে চায়। রিয়ান ইডিপিএফের আওতায় এগারো প্রকল্প-দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে ইডিপিএফ তহবিল অর্থায়ন বাস্তবায়নের জন্য মোট ১১টি প্রকল্প বাছাই করা হয়েছে বলে তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান। প্রকল্পগুলোর মধ্যে আছে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ঢাকায় এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট ও এমআরটি লাইন-৪ এবং ঢাকা রিং রোড। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড্
সুশাসনে ঘাটতি, উন্নয়ন ম্লান
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০১৮ সালে ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বিশেষ লক্ষ্য হিসেবে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছিল। অঙ্গীকারে আরও ছিল দুর্নীতি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদক নির্মূল। ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দেশে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল।’রাতের ভোট’ বলে বহু সমালোচিত ওই নির্বাচনে বিশাল জয় নিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয়বার ক্ষমতায় আসে। এই মেয়াদের চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম তথা শেষ বছরে যাত্রা শুরু হচ্ছে আজ। পরবর্তী জানুয়ারিতে দ্বাদশ সংসদের ভোট গ্রহণ নির্ধারিত হলেও চলতি বছরটিই নির্বাচনী বছর হিসেবে জনগণের আলোচনায় থাকবে- আওয়ামী লীগ সরকার অঙ্গীকার কতখানি পূরণ করতে পেরেছে।বিশ্নেষকরা বলছেন, কোনো সন্দেহ নেই- বহু উন্নয়ন কাজ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ভূয়সী প্রশংসা পেলেও গণতন্ত্র, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও মানবাধিকার প্রশ্নে রয়েছে প্রবল সমালোচনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভা শপথ নিয়েছিল। এ হিসাবে বর্তমান মেয়াদের সরকারের চার বছর পূর্তি হচ্ছে আজ। এর আগে ২০০৮ সালে নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ ও মহাজোট। ওই দুই মেয়াদেও প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সূত্র: সমকাল
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, হাসপাতালে ভিড়
দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। পাশাপাশি কুয়াশার কারণে বীজতলা ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ রকিবুল হাসান বলেন, শনিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে।“সকাল থেকে ঘন কুয়াশা চারদিকে; আগের দুদিনও চুয়াডাঙ্গা কুয়াশায় ঢাকা ছিলো। তাপমাত্রা নিচে নেমে আসায় শীতে কাঁপছে মানুষ। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।” সূত্র: বিডি নিউজ