আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
অক্সফোর্ড-স্ট্যানফোর্ডসহ বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলতে ভারতের তোড়জোড়
ইয়েল, অক্সফোর্ড ও স্ট্যানফোর্ডের মতো শীর্ষস্থানীয় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের দেশে ক্যাম্পাস স্থাপন করতে দেওয়ার পথে আরেক ধাপ এগিয়েছে ভারত। জনসাধারণের প্রতিক্রিয়া জানতে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি খসড়া আইন উন্মোচন করেছে। খবর এনডিটিভির। খসড়ায় প্রথমবারের মতো ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন এবং তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়ার কথা বলা হয়েছে। দেশ ও বিদেশের শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া, ফি কেমন হবে এবং বৃত্তি প্রদানের মতো বিষয়গুলো স্থানীয় ক্যাম্পাস ঠিক করতে পারবে। শিক্ষক ও কর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন থাকবে। সূত্র: প্রথম আলো
তাইওয়ান প্রণালি পার হলো মার্কিন রণতরী
উচ্চ সতর্ক অবস্থায় ছিল চীনা বাহিনী
মার্কিন রণতরী তাইওয়ান প্রণালি অতিক্রম করায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে। চীনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, রণতরীটি প্রণালি অতিক্রমের সময় উচ্চ সতর্ক অবস্থায় ছিল তারা। ,গত বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের বিদায়ি স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তাইওয়ানকে কেন্দ্র করে চীন-মার্কিন উত্তেজনা তখন এক নতুন মাত্রা পায়।, বৃহস্পতিবার মার্কিন রণতরী ‘ইউএসএস চুং-হুন’ তাইওয়ান প্রণালি অতিক্রমের ঘোষণা দেওয়ার পরই এ নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মার্কিন নৌবাহিনীর ঘোষণা আসার পর ওয়াশিংটনের চীনা দূতাবাদের মুখপাত্র লিউ পেংগু বলেন, চীন এ ধরনের তৎপরতার বিরোধিতা করে। সেই সঙ্গে তাইওয়ান প্রণালিতে ‘উত্তেজনা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী ও প্ররোচনামূলক পদক্ষেপ’ অবিলম্বে বন্ধের আহ্বান জানায় বেইজিং। , সূত্র: কালের কণ্ঠ
তিন দিনে ১১ বার ভোট
স্পিকারই নির্বাচন করতে পারছে না রিপাবলিকানরা
ধারণা করা হচ্ছিল, কেভিন ম্যাকার্থিই হবেন রিপাবলিকান দলের স্পিকার। কিন্তু প্রয়োজনীয় ২১৮ ভোট পাচ্ছেন না তিনি
টানা তিন দিনে মোট ১১ বার ভোট হয়েছে। তারপরও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ স্পিকার নির্বাচন করতে পারেনি। ১৮৬০ সালে প্রাক-গৃহযুদ্ধ যুগের পর স্পিকার নির্বাচনে এমন অচলাবস্থা যুক্তরাষ্ট্রে আর দেখা যায়নি। সেই বছর প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে মোট ৪৪ দফা ভোট হয়েছিল। এই ভোটের মধ্য দিয়ে রিপাবলিকান দলের মধ্যে থাকা মধ্যপন্থি এবং ডানপন্থিদের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। ধারণা করা হচ্ছিল, কেভিন ম্যাকার্থিই হবেন রিপাবলিকান দলের স্পিকার। কিন্তু প্রয়োজনীয় ২১৮ ভোট পাচ্ছেন না তিনি। যদিও তার দল রিপাবলিকান পার্টির আসনসংখ্যা ২২২টি। কিন্তু এর মধ্যে ২০ জন জানিয়ে দিয়েছেন, তারা ম্যাকার্থিকে ভোট দেবেন না। সর্বশেষ যখন এমন অবস্থা হয়েছিল, তখন দাস প্রথার মতো গুরুতর ইস্যু নিয়ে বিভেদ ছিল আইনপ্রনেতাদের মধ্যে। এবার যদিও তেমন কিছুই নেই। ম্যাকার্থির বিরুদ্ধে ওই আইনপ্রনেতাদের অভিযোগ, তার কর্মকান্ডে তাকে আর বিশ্বাস করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছিল ২০২৩ সাল এলেই হাউসের নিয়ন্ত্রণ নিয়ে নেবে রিপাবলিকান দল। সূত্র; বিডি প্রতিদিন।
যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচন
ঘরের শত্রু বিভীষণ
ম্যাকার্থির পাকা ধানে মই দিল দলের ‘বিশ তালেবান’
অচলাবস্থা চলছে মার্কিন কংগ্রেসে। কার্যক্রম শুরু হচ্ছে না কোনো কক্ষেই। স্পিকার ছাড়া কংগ্রেসে শপথ নেওয়ার বিধান নেই আইনপ্রণেতাদের। অর্থাৎ নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারছেন না। কে হবেন স্পিকার-তিন দিনের মোট ১১ দফা ভোটাভোটিতেও মেলেনি সুরাহা। তবে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেলে নিুকক্ষে স্পিকারের আসনে বসবেন ক্যাভিন ম্যাকার্থি-এমনটাই শোনা যাচ্ছিল সদ্য অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের আগে থেকেই। ৫৭ বছর বয়সি ম্যাকার্থিরও দীর্ঘদিন ধরে লালিত বড় যত্নের স্বপ্ন ছিল এটি। সে সময়কার রিপাবলিকান শিরোমণি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও কুড়িয়েছিলেন। ঠিকঠাকই চলছিল সব। কিন্তু গোল বাঁধল শেষবেলায়- এতদিন ঘাপটি মেরে থেকে একেবারে পাকা ধানে মই দিলেন তারই একদল সতীর্থ। দলের অন্দেরই ‘বিশ তালেবান’ খ্যাত কট্টরপন্থির একটি দল। ম্যাকার্থিবিরোধী এই ২০ সদস্যের দলকে ‘ঘরের শত্রু বিভীষণ’ আখ্যা দিয়েছেন ট্রাম্পপন্থি রিপাবলিকানরা।প্রতিনিধি পরিষদের স্পিকার হতে ভোট প্রয়োজন ২১৮টি। সেখানে ২০২ ভোটেই আটকে আছে ম্যাকার্থি। অথচ নিুকক্ষে তারাই সংখ্যাগরিষ্ঠ। পরিষদে রিপাবলিকানদের আসন সংখ্যা ২২২টি। আর ডেমোক্র্যাটদের ২১২টি। নিজ দলের ২০ সদস্য থেকেই তিরস্কৃত হয়েছেন ম্যাকার্থি। বিদ্রোহী কট্টর ডানদের নানা দাবি মেনে চলেও তার দলে ভিড়াতে পারছেন না এই নেতা। স্পিকার নির্বাচনের অচলাবস্থা সৃষ্টির জন্য দায়ী করা হচ্ছে কট্টর নেতাদের। তাদের ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগেও। সূত্র; যুগান্তর।
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইউক্রেনে বিভিন্নস্থানে লড়াই চলছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফাভাবে ইউক্রেনে ৩৬ ঘন্টার এক যুদ্ধবিরতি ঘোষণা করলেও কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে এবং বিভিন্ন স্থানে লড়াই অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাশিয়া বলছে, তাদের বাহিনীর অবস্থানগুলোর ওপর ইউক্রেন গোলাবর্ষণ করে চলেছে এবং আক্রান্ত হলে তারাও পাল্টা গোলা ছুঁড়ছে।রুশ অর্থডক্স চার্চের বিধান অনুসরণকারী রাশিয়ায় ৬ই জানুয়ারি ক্রিসমাস ইভ এবং ৭ই জানুয়ারি ক্রিসমাস বা বড়দিন উদযাপিত হয়। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একই সময় বড়দিন পালন করে।এ উপলক্ষেই বৃহস্পতিবার ভ্লাদিমির পুতিন এক আকস্মিক ঘোষণায় বলেন, রুশ সৈন্যরা শুক্রবার থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে। সূত্র; বিবিসি বাংলা
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ‘গৃহযুদ্ধের’ ছায়া স্পিকারশূন্য তিন দিন
যুক্তরাষ্ট্রে, বিশেষত রিপাবলিকান পার্টিতে বিভক্তি কতটা প্রকট আকার ধারণ করেছে, তার দৃশ্যায়ন যেন চলছে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে। রীতিমতো ‘গৃহযুদ্ধের’ সময়ের ছায়া পড়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। তিন দিনে ১১টি ভোট হয়েছে, তবু কোনো স্পিকার পায়নি যুক্তরাষ্ট্র। এই অবস্থায় শুক্রবার আবারও ভোটের আয়োজন করা হয়েছে। এর আগে এমন অচলাবস্থা দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়। ১৮৬০ সালে ৪৪ বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচন হয়েছিল।এবারের এই অচলাবস্থার জন্য রিপাবলিকান পার্টির ২০ বিদ্রোহী সদস্যকে দায়ী করা হচ্ছে। তারা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থক বলে পরিচিত। তবে ম্যাকার্থির প্রতি ট্রাম্পের সমর্থনও তাদের মন গলাতে পারেনি।গত নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান পার্টি। এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে স্পিকার নির্বাচন ও নবনির্বাচিত কংগ্রেস সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে শুরু হওয়ার কথা নতুন অধিবেশন। কিন্তু স্পিকার নির্বাচনেই আটকে আছে সবকিছু। সূত্র: দৈনিক বাংলা।
চিপ ও ইলেকট্রনিকসের চাহিদায় পতন
এক দশকের সর্বনিম্নে স্যামসাংয়ের মুনাফা
এক দশকের সর্বনিম্নে দাঁড়িয়েছে স্যামসাংয়ের মুনাফা। বৈশ্বিক অর্থনীতির শ্লথগতিতে ইলেকট্রনিকস পণ্যের চাহিদা হ্রাস এবং চিপের বাজারে মন্দায় ভুগেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্যামসাংয়ের মেমরি চিপ, স্মার্টফোন ও ডিসপ্লের চাহিদা কম ছিল। ক্রমবর্ধমান সুদহার ও মূল্যস্ফীতির প্রভাবে ছুটির মৌসুমের কেনাকাটারও রাশ টেনে ধরেছে ভোক্তারা। মাথাব্যথার কারণ হিসেবে দাঁড়িয়েছে চীনে অ্যাপলের আইফোন অ্যাসেম্বলি কমপ্লেক্সে উৎপাদন ব্যাহত হওয়া। কারণ স্যামসাংয়ের ডিসপ্লে ও মেমরি চিপের সবচেয়ে বড় গ্রাহক অ্যাপল।পিটার লি নামে সিটি গ্রুপের বিশ্লেষক বলেন, ফ্ল্যাশ মেমরি চিপের দাম স্যামসাংয়ের উৎপাদন খরচের সমপরিমাণে দাঁড়িয়েছে। সূত্র: বণিক বার্তা।
মেক্সিকান কার্টেল বসের ছেলেকে ধরতে গিয়ে সংঘর্ষে নিহত ১৯ কার্টেল সদস্য, ১০ সেনা
মেক্সিকোর মাদক কার্টেল নেতা ওভিদিও গুজম্যানকে গ্রেপ্তারের সময় সংঘর্ষে ১৯ সন্দেহভাজন কার্টেল সদস্য ও ১০ সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।শুক্রবার (৬ জানুয়ারি) মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও সানদোভাল এ তথ্য জানান। দেশটির উত্তরে অবস্থিত সিনালোয়াতে গুজম্যানকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকা মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে ওভিদিও গুজম্যানকে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার আটক করে। এরপর সিনালোয়াতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ অভিযানে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সানদোভাল। তিনি আরও জানান, অভিযানে কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানা যায়নি।সিনালোয়ার রাজধানী শহর কুলিয়াকানের একটি বিমানবন্দর সংঘর্ষের কেন্দ্রস্থলে পরিণত হয়। শুক্রবার পর্যন্ত এটিকে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।মেক্সিকোর সরকার জানিয়েছে, ওভিদিওকে এখন একটি উচ্চ-নিরাপত্তার সরকারি কারাগারে রাখা হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে শিক্ষককে গুলি করলো ৬ বছর বয়সী ছাত্র
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছয় বছর বয়সী ছাত্রের গুলিতে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। খবর এএফপি ও বিবিসির।পুলিশ বলছে, ঘটনাটি দুর্ঘটনামূলক ছিল না। গুলি চালানো শিশু শিক্ষার্থীকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।এ ঘটনায় অন্য কোনো শিক্ষার্থী আহত হয়নি জানিয়ে শহরের পুলিশ প্রধান স্টিভ ড্রিউ বলেন, ‘ছয় বছর বয়সী এক ছাত্র গুলি চালিয়েছে। সে এখন পুলিশ হেফাজতে। গুলির ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেনি।’পুলিশ গুলিবিদ্ধ শিক্ষকের পরিচয় জানায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। সূত্র: সমকাল
কোভিডের সব ধরনের জন্য এক টিকা? ‘আশাবাদী’ নন গিলবার্ট
শুধু একটি টিকা দিয়ে সব ধরনের করোনাভাইরাস প্রতিরোধের উপায় বের করতে আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আবিষ্কারকের একজন সারাহ গিলবার্ট।
করোনাভাইরাসের সব ধরনের জন্য এক টিকা ব্যবহারের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে শুক্রবার ঢাকা লিট ফেস্টের এক আলোচনা অনুষ্ঠানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজি বিভাগের এই অধ্যাপক বলেন, “আমি এক্ষেত্রে তেমনটি আশাবাদী নই।”হলভর্তি শ্রোতা-দর্শকদের সামনে এর কারণ ব্যাখ্যা করে এ ব্রিটিশ বিজ্ঞানী বলেন, করোনাভাইরাসের উপরিভাগে ‘স্পাইক’ প্রোটিন তৈরিতে কাজ করে এবং ভাইরাসকে প্রতিরোধ করে। তবে কিছু কিছু ধরনের ক্ষেত্রে ‘স্পাইক’ প্রোটিন তৈরির ধারা বদল হয়ে যায়।“এখনও বিভিন্ন ধরনের ক্ষেত্রে টিকার কার্যকারিতা দেখা যাচ্ছে। তবে আমরা যদি এমন কিছু চাই যা বিস্তৃত পরিসরে সবগুলো উৎসের ক্ষেত্রে কাজ করবে, সেজন্য আরও অনেক গবেষণা করতে হবে।” সূত্র: বিডি নিউজ