জুনিয়র এশিয়া কাপ হকির টিকিট পেলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

ছবি- সংগৃহীত

ওমানের রাজধানী মাসকাটে চলতি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। এতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

একই সাথে সেরা চারের টিকিট পাওয়ার পাশাপাশি জুনিয়র এশিয়া কাপ হকির টিকিটও নিশ্চিত করলো বাংলাদেশ হকি দল।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ হকি দল। ২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৬ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে উজবেকিস্তান। আর কোনও পয়েন্ট ছাড়াই টেবিলের তিন এবং চার নম্বরে অবস্থান করছে হংকং ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১৪-০ গোলে পরাজিত করেছে। আগামীকাল (০৯ জানুয়ারি) সোমবার গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।

আট দেশের এই টুর্নামেন্টের শীর্ষ ৪ দল খেলবে চলতি বছর অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে। ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে বাংলাদেশ ও উজবেকিস্তান এই যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যেকার শেষ ম্যাচ নির্ধারণ করবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে।

Nagad

সারাদিন/০৮ জানুয়ারি/এমবি