কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিল পরিশোধ করা যাবে ‘নগদ’-এ
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেবা নেওয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের বিল এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে গতকাল বৃহস্পতিবার হাসপাতালটির সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এবং বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নগদ-এর পক্ষে স্বাক্ষর করেন নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এর পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবির।
এ ছাড়া চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নগদ-এর পক্ষে উপস্থিত ছিলেন নগদ-এর কী-স্টেকহোল্ডার রিলেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম, কী-স্টেকহোল্ডার রিলেশন ম্যানেজার নাকিব চৌধুরী এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালটির উপপরিচালক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক লে. কর্নেল শেখ সাব্বির আহমেদ।
নগদ-এর সাথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই চুক্তির ফলে এখন থেকে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সকল ধরনের বিল পরিশোধ করা যাবে বাংলাদেশ ডাক বিভাগের সেবা নগদ-এর মাধ্যমে। ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইনে না দাড়িয়ে বিল পরিশোধ করা যাবে মুহূর্তেই।
পাশাপাশি হাসপাতালে কর্মরত চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেনীর কর্মচারীদের বেতন-ভাতা প্রদান থেকে শুরু করে তাদের দৈনন্দিন আর্থিক লেনদেনও হবে নগদ-এর মাধ্যমে।
চুক্তির বিষয়ে নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, নগদ সব সময় কাজ করে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য। তারই অংশ হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সাথে নগদ-এর এই চুক্তি। এই চুক্তির ফলে এখন দ্রুততম সময়ে বিল পরিশোধ করা যাবে নগদ-এর মাধ্যমে। ফলে ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইনের চাপ কমে আসবে এবং হাসপাতালের সেবার মান বাড়বে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিল পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদ-এর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের আরও বেশকিছু নামকরা হাসপাতালের বিল পরিশোধ করা যাচ্ছে। এ ছাড়া খুব সহজেই বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরনের সেবার ফি পরিশোধ করা যায় নগদ-এ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিলসহ আরও নানা ধরনের বিল পরিশোধ সেবা চালু রয়েছে ডাক বিভাগের এমএফএস প্রতিষ্ঠান নগদ-এ।
সারাদিন. ১৪ জানুয়ারি.